মঙ্গলবার, জানুয়ারি 21, 2025
HomeNewsপ্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির || Eyes light camp

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp: পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে হতে চলেছে চোখের আলো শিবির ।রাজ্য সরকারের এই শিবিরটি (camp)পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় সব স্থানে হতে চলেছে ।রাজ্য সরকারের অনুসারে সবকিছু ব্যবস্থা হলে ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যজুড়ে চোখের আলো শিবির করা হবে ।

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp
প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp

এই শিবিরটি রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের (Village Panchayat)এলাকায় করানো হবে। শিবিরের মধ্যে অনেক কিছু সরকারি সুবিধার ব্যবস্থা করা হবে। চোখের আলো শিবের টি রাজ্যের প্রত্যেক মানুষের চোখের দৃষ্টি ফেরাতে সাহায্য করবে।

চোখের আলো শিবির || Village Panchayat

চোখের আলো শিবির || Village Panchayat: চোখের আলো শিবির রাজ্যের স্বাস্থ্য দপ্তর(State Health Department) ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত চালানোর কথা উল্লেখ করেছে। এই শিবির প্রকল্পে সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিক সুবিধা নিতে পারে। চোখ অপারেশন ও চশমা বিতরণের সাথে সাথে প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি জিনিসপত্র বিনামূল্যে প্রদান করা হবে ।

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp

চোখের আলো শিবির(Eyes light camp) রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কমপক্ষে একটি বা দুটি করে শিবির করা হবে। সেই শিবিরে আপনিও যেতে পারেন। সেখানে আপনাকে বিনামূল্যে চোখের চিকিৎসার সুবিধা দেওয়া হবে। আপনি বিনামূল্যে পেতে পারেন চশমা ও ওষুধপত্র সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে।

Also Read- Useless cricketer 2023

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির || Total cost is free

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির || Total cost is free: চোখের আলো শিবিরে চোখের যে কোন সমস্যা হয়ে থাকলে এই শিবিরে চিকিৎসা করা হবে। চোখের যদি বড় কোন সমস্যা হয়ে থাকে তার জন্য এই শিবিরে চিকিৎসা করা হবে। শিবিরের সম্পূর্ণ খরচ বিনামূল্যে পরিবহন করবেন রাজ্য সরকার।

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp
প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp

রাজ্য সরকারের এই প্রকল্পটি বর্তমান মুখ্যমন্ত্রী(Chief Minister) প্রায় দু বছর ধরে শুরু করেছেন ।রাজ্যের যে সমস্ত ব্যক্তিরা চিকিৎসার অভাবে দৃষ্টিহীন হয়ে যায় তাদের জন্য এই শিবিরটি করা হয়েছে ।চোখের আলো শিবিরের নিয়ম নীতি সম্পন্ন ব্লক অফিসারের(Block Officer) অধীনে হবে।

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির || Full details

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির || Full details: চোখের আলো শিবিরটি প্রায় দু’বছর ধরে চলছে রাজ্যজুড়ে। রাজ্যের প্রায় বিভিন্ন জায়গায় চোখের আলো চলছে। স্বাস্থ্য দপ্তরের অনুসারে রাজ্যের পৌরসভা (Municipality)এলাকায় এই শিবিরটি পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে, কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকায় তেমনভাবে এখনো পর্যন্ত শুরু করা হয়নি ।

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp
প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চোখের আলো শিবির||Eyes light camp

তাই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই চোখের আলো শিবিরটি শুরু হতে চলেছে। এই শিবিরের সম্বন্ধে আপনাদের আরো সম্পূর্ণ জানকারি দেবে আশা কর্মী এবং মহিলা আরোগ্য সমিতির সদস্যরা।

 

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close