HomeNewsতুলসী পত্র || Use of Tulsi leaves in puja

তুলসী পত্র || Use of Tulsi leaves in puja

 

তুলসী পত্র || Use of Tulsi leaves in puja

 

তুলসী পত্র || Use of tulsi leaves in puja:  হিন্দু ধর্মে তুলসী পাতার বা তুলসী গাছের (Tulsi tree) পুজো করা হয়। তাই আজকে আমরা জানব তুলসী পত্র কোন দেবতার ভোগে দিতে পারবেন এবং এই তুলসী পত্র কোন ঠাকুরের চরণে দিতে পারবে? আমরা অনেকেই ভোগে তুলসী পাতা দিয়ে থাকি।

 

তুলসী পত্র || Use of Tulsi leaves in puja
তুলসী পত্র || Use of Tulsi leaves in puja

কেউবা প্রসাদেও তুলসী পাতা দেন না ,কেউ ঠাকুরের চরণেও তুলসী পাতা দেয় না । আবার কেউ সকল দেবতার চরণে তুলসী পাতা দিয়ে দেয়। যার কারণে বাড়িতে সকল দেবতা গন ও সন্তুষ্টি হয় না । এর ফলে সংসারে নানান ধরনের সমস্যা দেখা দেয়। তাই কখন কোন দেবতার প্রসাদে বা চরণে তুলসীপত্র ব্যবহার করা উচিত সেই বিষয়ে বিস্তারিত জানবো।

 

Use of Tulsi

Use of Tulsi: তুলসী পাতা এমন একটি পত্র যা ছাড়া কখনোই পুজো করা সম্ভব হয় না। তুলসী পাতা ছাড়া কোন ভোগ বা প্রসাদ নিবেদন হয় না। অনেকেই মনে করেন ফুল দিয়ে প্রসাদ নিবেদন করলেই সেই প্রসাদ টিকে ঠাকুর গ্রহণ করেন, কিন্তু সেটা গ্রহণ করেন না ।সকল দেবতার প্রসাদে তুলসী পাতায় নিবেদন করা উচিত।

 

তুলসী পত্র || Use of Tulsi leaves in puja



তুলসী পত্র || Use of Tulsi leaves in puja

কারণ সব দেবতার প্রসাদ নিবেদন করার আগেই ভগবান বিষ্ণুর (Lord Vishnu) উদ্দেশ্যে সেই প্রসাদ নিবেদন করতে হয় । বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করার কারণ হলো বিষ্ণু হলো ভগবান আর সমস্ত দেবতা হল দেবদেবী তাই সকল দেব-দেবীর ভোগ নিবেদনের আগে ভগবানকে নিবেদন করা উচিত। তারপর সেই ভোগ অন্যান্য দেব- দেবীকে দিতে হয়।

 

Also Read- Click Here

 

 তুলসীপত্র || Rules

 তুলসীপত্র || Rules: আপনি মা লক্ষীকেও প্রসাদে তুলসী পাতায় ভোগ দিতে পারেন , কারণ মা লক্ষ্মীর স্বামী হলেন নারায়ণ আর নারায়ণ মানে হলো কৃষ্ণ । তাই নারায়ণের উদ্দেশ্যে যদি তুলসী পাতা ভোগ মা লক্ষ্মীকে দেন তাহলে সেই ভক্তি মা লক্ষ্মী গ্রহণ করেন। তাই সকল দেব-দেবীর প্রসাদে আপনারা তুলসী পাতা দিতে পারবেন।

 

তুলসী পত্র || Use of Tulsi leaves in puja
তুলসী পত্র || Use of Tulsi leaves in puja

রাধা কৃষ্ণ পূজা , গৌর নিতাই পঞ্চ তত্ত্ব পূজায়, গনেশ (Ganesh) পূজোয়, মা লক্ষ্মী পূজায় , কালীপুজো মঙ্গলচন্ডী পূজায়, শিব (Shiva) পুজোয় ইত্যাদি সকল দেবদেবীর পূজোয় প্রসাদে বা ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হবে।

 

তুলসীপত্র নিবেদন করা যায়

তুলসীপত্র নিবেদন করা যায়: ভগবান শ্রীকৃষ্ণের (Lord Krishna) চরণে তুলসী পাতা অবশ্যই দিতে হবে । যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা না দেন তাহলে পুজো অসম্পূর্ণ থেকে যায় । তাই সম্পূর্ণ করতে হলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করতেই হবে ।

 

তুলসী পত্র || Use of Tulsi leaves in puja
তুলসী পত্র || Use of Tulsi leaves in puja

কিন্তু শ্রীমতি রাধারানী চরণে তুলসী পাতা দেওয়া যাবে না । শ্রীমতি রাধিকার হাতে বা বুকে তুলসী পাতা চন্দন দিয়ে দিতে হয়। কারণ রাধারানী অর তুলসী হলেন সখি । তাই বন্ধু আর বন্ধু কোনদিন চরণে যায় না তারা সবসময় বুকে থাকে আর রাধারানী যদি অধিকার না দেয় তাহলে আপনি শ্রীকৃষ্ণ বা গোবিন্দার সেবা করতে পারবেন না।

 

চরণে নিবেদন

চরণে নিবেদন: আর তুলসী পাতা দিতে পারবেন গোপাল ভগবানের চরণে জগন্নাথ ঠাকুরের চরণে দিতে পারবেন বলরামের শ্রীচরণে দিতে পারবেন আর মা সুভদ্রা কে কখনোই চরণে তুলছে পাতা দিবেন না তার মাথাতে দেবেন না হলে বুকে দেবেন।

 

তুলসী পত্র || Use of Tulsi leaves in puja
তুলসী পত্র || Use of Tulsi leaves in puja

পঞ্চতত্ত্বের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের (Sri Chaitanya Dev) চরণে তুলসী পাতা দিতে পারবেন। শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণেও দিতে পারবেন এবং অদ্বৈত আচার্য এর চরণেও তুলসী পাতা দিতে পারেন। গদাধর পন্ডিত এবং শ্রীবাস পন্ডিত তারা ভক্ত স্বরূপ তাই তাদের মাথায় না হলে বুকে তুলসী পাতা দিতে পারে।

তুলসী পাতা দিতে পারবেন গুরুদেবকে বুকে না হলে মাথায় ।ভগবান শ্রী রামের(Shri Ram) চরণে তুলসী পাতা দিতে পারবে। লক্ষণের পায়ে তুলসী পাতা দিতে পারে। কিন্তু মা সীতার হাতে বা বুকে তুলসী পাতা নিবেদন করতে পারবেন।

তুলসী পাতা চরণে দেওয়া যায় না

মা লক্ষ্মীর চরণে তুলসী পাতা দেওয়া যায় না। তার প্রসাদের তুলসী পাতা দেওয়া যায় আর তুলসী দিতে পারবেন শ্রী নারায়ণের চরণে, মহাদেব শিবের চরণেও দেওয়া যাবে না । মা কালীকেও দেওয়া যাবে না বাকি অন্যান্য দেব দেবীর চরণে তুলসী পাতা দেওয়া যাবে না । পবন পুত্র হনুমানকে যদি তুলসী পাতা দিতে হয় তার বুকে বা হাতে দিতে পারেন।

 

তুলসী পত্র || Use of Tulsi leaves in puja
তুলসী পত্র || Use of Tulsi leaves in puja

 

 

Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES
close
Exit mobile version