রবিবার, ডিসেম্বর 22, 2024
HomeNews2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা

2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা

 

2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা

 

2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা:  ২০২৩ সালে চৈত্র মাসের শুক্লপক্ষে অশোক ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচী । অশোক ষষ্ঠী পূজা ২০২৩ সালে কবে পালিত হবে । অশোক ষষ্ঠী ব্রত পালন পরিবার ও সন্তানের মঙ্গল কামনার জন্য অবশ্যই অশোক ষষ্ঠী ব্রতকথা পালন করুন। এই অশোক ষষ্ঠী ব্রতকথার নির্দিষ্ট সময়সূচী এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন।

2023 Ashok Sasthi Date

2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা
2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা
  • ২০২৩ অশো ষষ্ঠী পূজা – ২৬ শে মার্চ ২০২৩ রবিবার বাংলা মাস অনুযায়ী ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দে।
  • অশোক ষষ্ঠী ব্রতকথার তিথি শুরু হবে- ২৬ মার্চ ২০২৩, রবিবার সন্ধ্যা ৭ঃ৮ মিনিটে।
  • অশোক ষষ্ঠী তিথি সমাপ্ত হবে- ২৭ শে মার্চ ২০২৩ সোমবার, বাংলা মাস অনুসারে ১২ চৈত্র ১৪২৯ ,সোমবার সন্ধ্যা ৭ঃ৪৩ মিনিটে।
  • অশোক ষষ্ঠী ব্রত কথা পালন করা হবে-২৭শে মার্চ ২০২৩ সোমবার, বাংলার ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দে।

Ashok Sasthi

Ashok Sasthi: পশ্চিমবাংলার বাঙালি মায়েরা অশোক ষষ্ঠী ব্রতকথা পালন করে থাকেন তিথি অনুসারে এই ব্রত চৈত্র মাসে পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয় না। এবং সন্তানেরা সুখে থাকে। যেকোনো ষষ্ঠীর মতোই অশোক ষষ্ঠীও সন্তানের মঙ্গল কামনার জন্যই পালন করা হয়ে থাকে।

Also Read- Click Here

অশোক ষষ্ঠী ব্রত কথা

অশোক ষষ্ঠী ব্রত কথা: সন্তানের মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু কামনায় মায়েরা এই ব্রত পালন করে থাকেন। সেই যুগে তপবনে এক মুনি ঋষি থাকতেন বনের চারদিকে অনেক অশোক গাছ ছিল মুনি একদিন সকালে পূজোর ফুল তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় একটি খুব সুন্দর সদ্যজাত মেয়ে কাঁদছে।

2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা

2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা

মুনি তখন মেয়েটিকে তুলে তার আশ্রমে ফিরে গেলেন। পরে তিনি ধ্যান করে জানতে পারেন যে হরিণী এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করেন হরিণীও দিনে একবার এসে দুধ পান করাতেন।

অশোক গাছ

অশোক গাছের গোড়ায় পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এভাবে মেয়েটি ক্রমশ বড় হয়ে যায়। যখন মেয়েটির বিবাহ সময় হয়ে যায় । তখন মুনি মনে মনে ভাবলেন সকালে যে পুরুষের মুখ দেখবেন তার সাথেই অশোকার বিবাহ দেওয়া হবে ।

অশোক ষষ্ঠী

ঠিক পরের দিন সকালেই এক রাজপুত্র মুনির আশ্রমে আসেন এবং আশ্রমে রাত্রি নিবাসের কথা বলেন। তারপর মুনি তার মনের কথা রাজপুত্রকে খুলে বললেন। এবং রাজপুত্র মেয়েটিকে বিবাহ করতে রাজি হল ,আর মুনি রাজপুত্রের হাতে অশোকাকে সঁপে দিলেন।

2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা
2023 Ashok Sasthi Date || অশোক ষষ্ঠী ব্রত কথা

অশোকাকে বিদায় দেবার সময় মুনি অশোক গাছের অনেকগুলি বীজ দিয়ে বললেন ,এই বীজগুলি বাড়ির চারপাশে ছিটিয়ে দেবে এবং অশোক গাছের ফুল ষষ্ঠী পূজা কাজে লাগবে।

Pratidin24ghanta.

RELATED ARTICLES

Most Popular

close