HomeNews2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ

2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ

 

2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ

 

2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ:  জামাই বাবা জিকে খুশি রাখতে এই জামাইষষ্ঠী উৎসব (Jamaishashti festival) পালন করা হয়।  বছরের একটি দিন জৈষ্ঠ মাসের মাঝামাঝি যখন আম ,কাঁঠালের পাকা গন্ধে চারিদিক সুভাষিত তখনই এই ব্রতটি উদযাপন করতে হয় ।শশুর বাড়িতে জামাই আদরের ঘন্টা পড়ে যায়।

2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ
2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ

জামাইষষ্ঠীর ব্রত পূজায় যা কিছু সবে কন্যার ঐ শিব ঠাকুর (Shiva Tagore) স্বামীটিকে ঘিরে আবর্তিত হতে থাকে । জামাই ষষ্ঠী এমনই একব্রত যেখানে শাশুড়িমাতা কন্যা জামাতার দীর্ঘায়ু কামনা করে, তাই প্রতি বছরের জামাইষষ্ঠী (Jamaishashti) পালন করা হয়। এই জামাইষষ্ঠীর বিশেষ দিন ২০২৩ সালে কত তারিখে পড়বে? এই পোষ্টের মাধ্যমে জানবো।

২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ

২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ হল-

উৎসব তারিখ দিন সময়
জামাইষষ্ঠী তিথি শুরু ১০ই বৈশাখ ১৪৩০,

MAY 25,2023

বৃহস্পতিবার রাত্রি ৩টে,

NIGHT 3.00 AM,

জামাইষষ্ঠী তিথি শেষ ১১ই বৈশাখ ১৪৩০,

26 MAY 2023

শুক্রবার ভোর ৫ টা ১৯ মিনিটে,

MORNING 5.19 AM,

 

 

2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ



2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ

 

Also Read- Click Here

2023 Jamai Sasthi date || তাৎপর্য

2023 Jamai Sasthi date || তাৎপর্য: প্রধানত পশ্চিমবঙ্গে (west Bengal) কন্যার বিবাহের মাধ্যমে একটি পরিবারের সঙ্গে আরেকটি পরিবারের যে সম্পর্ক স্থাপন করা হয়। সেই সম্পর্ককে মজবুত করার জন্য এই জামাইষষ্ঠীর Significance উদ্দেশ্য তাই এই দিন মেয়ে জামাইকে যেমন নিমন্তন্ন করা হয়, তেমনি আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদেরও ডাকা হয়।

2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ
2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ

সকলে অন্তরঙ্গভাবে মিলেমিশে মহাসমারোহে এই ধর্মীয় তথা সামাজিক উৎসব পালন করা হয়। আমাদের দেশে সেই অতি প্রাচীনকাল থেকেই বহু দেবত্ববাদ পূজারী হিন্দু মুনিঋষি গণ বিভিন্ন দেবদেবীর পাশাপাশি কিছু উপদেবতারও পুজো করতেন। ষষ্ঠী বা মা ষষ্ঠী সেই রকমই এক উপদেবতা শিশু ও প্রসূতিদের (Obstetricians) স্বাস্থ্য কামনায় এই মা ষষ্ঠীর কাছে ভার সঁপে দেওয়া হয়।

তাই সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠী পুজো করে থাকে আর মা ষষ্ঠীর সাথে জামাই (son in law) সম্পর্ক ভারত বর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল । যতদিন না পুত্রবতী না হয় ততদিন কন্যার পিতা বা মাতা কন্যা গৃহে পদার্পণ করবেন না ।এই ব্যবস্থা সমস্যা দেখা দেয় সন্তান ধারণের সমস্যার ফলে কন্যার পিতা-মাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কন্যার বাড়ি যাওয়ার জন্য,

Jamai Sasthi

সে ক্ষেত্রে বিবাহিত কন্যার মুখদর্শন কিভাবে ঘটে , তাই সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী কে বেছে নিবেন জামাইষষ্ঠী হিসেবে । যেখানে মেয়ে জামাইকে নিমন্তন্ন করে সমাদর করা হবে ও মুখ দর্শন করা হবে। আর সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা ,যাতে কন্যা শীঘ্রই পুত্র মুখ দর্শন করতে পারে। বর্তমানে এই সংস্কার পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে।

2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ
2023 Jamai Sasthi date || ২০২৩ সালে জামাইষষ্ঠীর তারিখ

কন্যার পিতা-মাতা অথবা যে ব্যক্তি কন্যা সম্প্রদান করেন তিনি এক বছর কন্যার বাড়ি যাবেন না বা গেলেও কন্যার বাড়ির অন্ন গ্রহণ করবেন না । যদিও আধুনিক সময়ে এই সংস্কার বিশেষ গুরুত্ব নেই সংস্কার যাই হোক না কেন মেয়ে জামাইকে ডেকে এনে সমাদর করা ও সেই সঙ্গে কন্যা যাতে সন্তানবতী হয় সেই লক্ষ্যে মা ষষ্ঠীকে জুড়ে দিয়ে উৎসবের নাম হলো জামাই ষষ্ঠী ।

ষষ্ঠী পালন করে থাকেন সাধারণত মেয়েরা আর জামাইষষ্ঠীর (Jamaishashti) তাৎপর্য বর্তমান সমাজে অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্য রয়েছে।জামাইষষ্ঠীর দিনে শাশুড়ি মাতা জামাতার যশ কামনা করেন, জামতার জন্য অর্থবিত্ত কামনা করেন। কন্যা জামাতার কল ভরে সুস্থ সন্তান কামনা করেন । এমনই আরো কত ধরনের কামনা করে থাকেন সেই দিনে । জামাইকে কেন্দ্র করে ষষ্ঠী উৎসব পালন করা হয় ।

 

Pratidin 24 Ghanta.com

RELATED ARTICLES
close
Exit mobile version