HomeNews2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি

2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি

 

2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি

 

2023 Pous Sankranti in Bengali : পৌষ সংক্রান্তি:  প্রতি মাসে শেষ দিন অর্থাৎ যেদিন  মাস শেষ হবে সেই দিনকে সংক্রান্তি বলা হয়। সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা সূর্যের (sun) এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চার বা গমন করাকেও সংক্রান্তি বলা হয়।

2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি
2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি

সং+ ক্রান্তি অর্থে সংক্রান্তি শব্দটি হয়েছে সং কথাটির অর্থ হল সাজা এবং ক্রান্তি বলতে সংক্রমণ অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র বা নতুন সাজে নতুন রূপে অন্যত্র সঞ্চার হওয়া বা গমন করাকেই বোঝায়।

পৌষ সংক্রান্তি উত্তরায়ণকাল ও দক্ষিণায়নকাল

পৌষ সংক্রান্তি উত্তরায়ণকাল ও দক্ষিণায়নকাল:Uttarayanakal  উত্তরায়ণকাল-মাঘ, ফাগুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় হল উত্তরায়নকাল।

দক্ষিণায়নকাল – শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ এই ছয় মাস।

পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ন সংক্রান্তি বলা হয় শাস্ত্রমতে মানুষের এক বছর ও দেবতাদের একটি দিন রাত্রি সমান অর্থাৎ মানুষের উত্তরায়ন ৬ মাস= দেবতাদের একদিন ১ দিন।

Also Read- Click Here

2023 Pous Sankranti in Bengali || বিশেষ তাৎপর্য

2023 Pous Sankranti in Bengali : বিশেষ তাৎপর্য: এই দিনে সূর্য দেবতার বিশেষ তাৎপর্য রয়েছে। দক্ষিণায়নের ৬ মাস= দেবতাদের ১ রাত রাত্রে মানুষ যেমন দরজা জানালা ও প্রধান ফটো ইত্যাদি বন্ধ করে ঘুমিয়ে পড়েন। তেমনি দেবতা গণও রাত্রে অর্থাৎ দক্ষিণায়নের সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন ।

2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি



2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি

এই সময় বাহির থেকে প্রবেশ করার সুযোগ নেই অর্থাৎ দক্ষিণায়নের দেবলোক সম্পূর্ণভাবে বন্ধ থাকে। দেবগনের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী উদয় ব্রহ্মমূর্ত থেকে দেবগনের দিবা শুরু হয় ।

উক্ত সময় স্বর্গবাসী বা দেবলোকে নিদ্রা ভঙ্গ হয় এবং নৃত্য ভগবত ইত্যাদি শুভকর্ম শুরু করে থাকে ,এজন্য সনাতন অবলম্বীদের ব্রাহ্মমুহূর্ত স্নান নামকরণ করা হয়েছে। এই ব্রহ্মর্তে বেদ (ved) পাঠ, গীতা পাঠ , যজ্ঞ , শঙ্খ ধ্বনি ,উলুধ্বনি ও অনুষ্ঠান মাধ্যমে এই দিনটিকে আনন্দময় করে তোলা হয়।

2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি

2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি: পৌষ সংক্রান্তির (Pous Sankrant) এই বিশেষ ভগবান বিষ্ণুর (Lord Vishnu) বিজয় দিবস হিসেবে পালন হয় । তাই মকর সংক্রান্তির বা পৌষ সংক্রান্তির বিশেষ দিনের দানের প্রথা শুরু হয়। এই দিনে স্নান, ধ্যান, উপবাস ,ব্রত ইত্যাদি তাৎপর্য রয়েছে ।

এই বিশেষ দিনে সংক্রান্তির এই বিশেষ দিনে ব্রাহ্মুর্তে স্নান করে দান যেমন- অন্নদান, বস্ত্রদান, এবং আর্থিক অনুদান সহ কম্বল বা শীতবস্ত্র দান করলে মোক্ষ প্রাপ্তি হয় । এই বিশেষ দিনে তিল এবং গুড় দিয়ে লাড্ডু তৈরি করে বিতরণ করা হয় । পৌষ সংক্রান্তির এই বিশেষ দিনে শনিদেব এবং সূর্যদেবের পূজা অর্চনা করলে সফলতা প্রাপ্ত হয়। সংসারের সমস্ত বাধা বিঘ্ন দূর হয় এবং গ্রহরাজ শনিদেবের (Lord Saturn) কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকে।

পৌষ সংক্রান্তির নিয়ম

পৌষ সংক্রান্তির নিয়ম: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির (Pous Sankrant) দিনে দূরযাত্রা করা বর্জিত রয়েছে এবং অন্য কোথাও গেলে রাত্রি নিবাস ও নিষেধ রয়েছে। সংক্রান্তির আগে ঘরবাড়ি ও রান্নাঘর পরিষ্কার ও স্বচ্ছ রাখতে হবে ।এই দিনে অশুভ শক্তিকে বিদায় জানানো হয়।

2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি
2023 Pous Sankranti in Bengali || পৌষ সংক্রান্তি

এই দিনে পিঠে তৈরি করা হয় এই বিশেষ দিনে পিঠে তৈরি করে দেবতাদের অর্ঘ দান করতে হয় আর এই প্রথাটি প্রাচীনকাল থেকে প্রচলিত । মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে কিছু নিয়ম ও পালন করতে হবে যা সংসারের মঙ্গল হবে নিয়ম (rules)না পালন করলে মকর সংক্রান্তির উৎসব পালন করা অসম্পূর্ণ। তাই এই দিন সম্পূর্ণভাবে নিরামিষ আর গ্রহণ করতে হবে।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES
close
Exit mobile version