HomeNews2023 UPSC Job News Update

2023 UPSC Job News Update

 

2023 UPSC Job News Update

 

2023 UPSC Job News Update:  ইউপিএসসির (UPSC) ইউনিয়ন পাবলিক সিভিল সার্ভিসের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । বিজ্ঞপ্তিতে অনেক ধরনের চাকরির কথা উল্লেখ করা হয়েছে । ২০২৩ ইউপিএসসি পরীক্ষায় যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তার মধ্যে অনেকগুলি সার্ভিসের শূন্য পদ রয়েছে ।

 

2023 UPSC Job News Update
2023 UPSC Job News Update

সেই শূন্য পদের নিয়োগ কিভাবে করা হবে? ? আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য আপনার যোগ্যতা কি লাগবে ইত্যাদি সমস্ত বিষয় এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন। তাই ইউ পি এস সির সার্ভিসের চাকরি নিতে গেলে অবশ্যই এই পোস্টটির অন্তিম পর্যন্ত পড়তে হবে।

 

2023 UPSC Job News Update || সম্পূর্ণ তথ্য

2023 UPSC Job News Update || সম্পূর্ণ তথ্য: ভারতের কেন্দ্র সরকারের ইউপিএসসি বিভাগে ২০২৩ এ সুবর্ণ সুযোগে,ইউনিয়ন পাবলিক সিভিল সার্ভিসের (Union Public Civil Service) চাকরিতে আবেদন প্রক্রিয়া আপনি নিজের এন্ড্রয়েড মোবাইল থেকে বা ডেক্সটপ (Desktop) থেকে করতে পারেন । ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষার আবেদন সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে হবে।

 

2023 UPSC Job News Update



2023 UPSC Job News Update

এই পরীক্ষায় আবেদন করতে হলে ইউপিএসসির নির্দেশ অনুসারে চাকরিপ্রার্থীকে তার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট পেশ করতে হবে । এই পরীক্ষায় সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হবে ।

২০২৩ ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট(UPSC Official Website) থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে এবছর ইউনিয়ন পাবলিক সিভিল সার্ভিসের সবমিলিয়ে শূন্য পদের সংখ্যা 1105 টি ইউপিএসসির শূন্য পদে নিয়োগ করার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন।

 

Also Read- Click Here

 

2023 UPSC Job Update || যোগ্যতা

2023 UPSC Job Update || যোগ্যতা: ২০২৩ ইউপিএসসি পরীক্ষায় সুবর্ণ সুযোগ নিতে হলেই উনিয়ন পাবলিক সিভিল সার্ভিসের নির্দেশ অনুসারে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে এই পরীক্ষায় ভারতবর্ষের (India) সমস্ত ছেলেমেয়েরা আবেদন করতে পারেন তবে তাদের বয়স এবং যোগ্যতা নির্ধারিত করা রয়েছে।

 

2023 UPSC Job News Update
2023 UPSC Job News Update

ইউনিয়ন পাবলিক সিভিল সার্ভিসের এই অফারটি (offer) নিতে হলে সমস্ত আবেদনকারী কে অবশ্যই কোন ভারত সরকার বা রাজ্য সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয়(university) থেকে স্নাতক পাশ করতে হবে ইউপিএসসির পরীক্ষায় আবেদন করতে হলে ভারত সরকারের নির্ধারিত যে কোন বিষয়ে স্নাতক (graduate) পাশের প্রমাণপত্র অবশ্যই লাগবে।

 

2023 UPSC || আবেদনকারীর বয়স

2023 UPSC || আবেদনকারীর বয়স: ইউপিএসসির চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। যদি কোন চাকরি প্রার্থীর বয়স ১ আগস্ট ২০২৩ এর তারিখে অনুযায়ী 32 বছরের বেশি না হয় অর্থাৎ আবেদনকারী চাকরিপ্রার্থীদের জন্মবর্ষ ০২/০৮/১৯৯১ এর আগে,

 

2023 UPSC Job News Update
2023 UPSC Job News Update

এবং ০১/০৮/২০০২ এর পরে নয়, তাহলে সেই আবেদনকারী ইউপিএসসির পরীক্ষায় আবেদন করতে পারবে। এছাড়াও তপশিলি ও তপশিলি উপজাতিদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

 

UPSC Job || আবেদন ফি

UPSC Job || আবেদন ফি: এই পরীক্ষায় আবেদনফি হিসাবে ১০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে । আবেদনটি যেকোনো স্টেট ব্যাংক বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে পারেন । ইউপিএসসি পরীক্ষায় মহিলা, তপশিলি জাতি- তপশিলি উপজাতি আবেদনকারীদের কোনরকম ফি দিতে হবে না সম্পূর্ণ ফ্রি সার্ভিসে আবেদন করতে পারে।

 

2023 আবেদনকারীর নির্বাচন এবং আবেদন প্রক্রিয়া

2023 আবেদনকারীর নির্বাচন এবং আবেদন প্রক্রিয়া: সমস্ত আবেদনকারের নির্বাচন প্রক্রিয়া প্রথম পরীক্ষা অর্থাৎপ্রিলিমিনারি হবে। তারপর প্রিলিমিনারি পরীক্ষায়(preliminary examination) পাশ করার পর মেন পরীক্ষায় বসতে হবে । এই মেন পরীক্ষায় পাশ করার পর আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এভাবেই আবেদনকারী নির্বাচন প্রক্রিয়া তথা চাকরি প্রার্থী বাছাই করা হবে।

 

2023 UPSC Job News Update
2023 UPSC Job News Update

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হলে www.upsconline.nic.in এর ওয়েবসাইটে গিয়ে আপনার নিজের android মোবাইলে বা ডেস্কটপে গিয়ে আবেদন করতে হবে এবং বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত ডকুমেন্ট অনলাইন ফর্ম এ গিয়ে সাবমিট করতে হবে।

 

Pratidin24ghanta.com

RELATED ARTICLES
close
Exit mobile version