বৃহস্পতিবার, মার্চ 28, 2024
HomeNews2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও...

2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ

2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ

 

2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ:  বিশ্বকর্মা পূজা কন্যা সংক্রান্তির দিনে ভগবান বিশ্বকর্মা পূজা করা হয়। এই দিনে বিশ্বকর্মা ভগবানের জন্মদিন হয় । তাই বিশ্বকর্মা পূজা Vishwakarma Puja খুব ধুমধাম ভাবে মানানো হয়। ২০২৩ সালে বিশ্বকর্মা পূজা ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার দিনে নির্ধারিত করা হয়েছে। বিশ্বকর্মা পূজার সময় কখন নির্ধারিত করা হয়েছে সেটা আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো।

২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ

 উৎসবের নাম তারিখ সংক্রান্তির পূর্ণকাল সংক্রান্তির মহাপূর্ণকাল কন্যা সংক্রান্তির লক্ষণ
বিশ্বকর্মা পূজা 18,September,2023

Monday

01:43pm upto

06:24pm

01:43 থেকে 03:46pm 01:43pm

 

2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ
2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ
  • ২০২৩ সালে বাংলা মাস অনুসারে বিশ্বকর্মা পূজার সময় ও তারিখ হল- ৩১ শে ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দে ,সোমবার ।
  • ২০২৩ সালে বাংলা মাস অনুসারে বিশ্বকর্মা পূজার সংক্রান্তির পূর্ণকাল সময়-দুপুর ০১ঃ৪৩ থেকে সন্ধ্যা ০৬ঃ২৪ পর্যন্ত।
  • সংক্রান্তির মহাপূর্ণকাল-দুপুর ০১ঃ৪৩ থেকে সন্ধ্যা ০৩ঃ৪৬ মিনিট পর্যন্ত।

Also Read- Click Here

বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত

বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত: ভগবান বিশ্বকর্মা কে বিশ্বের নির্মাতা এবং দেবতাদের বাস্তুকার মানা হয়, তাই বিশ্বকর্মার জন্মদিনেই ভগবান বিশ্বকর্মার পূজা করা হয়। বেদ উল্লেখ রয়েছে যে বিশ্বকর্মা দ্বারকার পবিত্র শহরের নির্মাণ করেছিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ (Shri Krishna) শাসন করেছিলেন।

2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ

2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ

মহাভারতের পাণ্ডবদের মায়া শাসন থেকে দেবতাদের জন্য অনেক ধরনের যন্ত্রপাতি নির্মাণ করেছিলেন ।ভগবান বিশ্বকর্মা তাই ইঞ্জিনিয়ার, যন্ত্রচালক বা লোহার ব্যবসায়ক ব্যক্তিদেরকে বিশ্বকর্মা পূজা করা অত্যন্ত আবশ্যক রয়েছে।

দেব শিল্পী বিশ্বকর্মাই সর্বপ্রথম ইঞ্জিনিয়ার (engineer) । পুরান অনুসারে একাধারে বিশ্বকর্মা হলেন সমস্ত দেবাসুরের অন্যতম শ্রেষ্ঠ যন্ত্র নির্মাতা আবার অন্যদিকে তিনি একজন সেরা স্থপতি । দেব শিল্পী বিশ্বকর্মার জন্ম দিনেই হলো বিশ্বকর্মা পূজার দিন।

ইসকন্দপুরান অনুসারে দেবগুরু বৃহস্পতির বোন ভুবনা আর বিয়ে হয়েছিল অষ্টবসুর এক বসুর মহারঋষি প্রভাসের সাথে । এই দুজনের সন্তানি ছিলেন দেব শিল্পী বিশ্বকর্মা তবে কেউ বিশ্বকর্মা কে ভগবান ব্রহ্মার (Lord Brahma) পুত্র মনে করে থাকেন । ভগবান বিশ্বকর্মাকে সৃষ্টির রচয়িতা বলা হয়।

Vishwakarma Puja Date and Time || বিশ্বকর্মা পূজার বিধি

Vishwakarma Puja Date and Time: বিশ্বকর্মা পূজার বিধি: পুজোর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পড়ে কাঠের জল চৌকির উপর লাল বা হলুদ বস্ত্র পেতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। তারপর বাবা বিশ্বকর্মার মূর্তি জল চৌকির উপর বসাতে হবে ,এরপর মূর্তিটি সামনে মেঝেতে পদ্ম ফুলের আলিপন দিতে হবে এবং সেই আলিপনে উপর গঙ্গা মাটি জলে ভিজিয়ে ঘট বসানোর মত ব্যবস্থা করতে হবে।

2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ
2023 Vishwakarma Puja Date and Time || ২০২৩ বিশ্বকর্মা পূজা সময় ও তারিখ

এরপর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে ঘটে সম্পূর্ণ জল ও একটি নারিকেল ও আমের পল্লব দিয়ে বসাতে হবে। আমের পল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের ফোটা দিতে হবে এরপর একে একে চাল সুপারি এবং ঘট টিকে গামছা দিয়ে ঢেকে ফেলতে হবে আর ভোটের চারপাশে ঢাকা দিয়ে পেঁচিয়ে দিতে হবে ।

ভোগের প্রসাদ

ভোগের প্রসাদ: এরপর বিশ্বকর্মা মূর্তিতে ফুলের মালা চরাতে হবে এবং ভোগের সমস্ত প্রসাদ, পাঁচটি গোটা ফল, সন্দেশ বা মিষ্টান্ন প্রসাদ ইত্যাদি সমর্পিত করতে হবে তারপর প্রদীপ, ধুপকাঠি, ধুপ ইত্যাদি দিয়ে আরতি করতে হবে তারপরে যজ্ঞ করে পূজা সমাপ্ত করতে হবে।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close