রবিবার, ডিসেম্বর 22, 2024
HomeNewsDriving License Only in 24 Hours

Driving License Only in 24 Hours

 

Driving License Only in 24 Hours || ২৪ ঘন্টায় লাইসেন্স

 

Driving License Only in 24 Hours:  ড্রাইভিং লাইসেন্স আরটিও অফিস এর পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, 24 ঘন্টার মধ্যে ড্রাইভারি লাইসেন্স (Driving license) পেয়ে যেতে পারেন ।ড্রাইভারি লাইসেন্সের জন্য আপনাকে বেশি চিন্তা করার প্রয়োজন হবে না।

 

Driving License Only in 24 Hours
Driving License
Only in 24 Hours

তাই সব প্রকার সুবিধা-অসুবিধা দেখে আরটিও অফিসের পক্ষ থেকে একটি সুবর্ণ সুযোগ এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । ২৪ ঘণ্টার মধ্যে ড্রাইভারি লাইসেন্স নিতে গেলে কি করতে হবে ? এইসব বিষয়ের প্রশ্ন এই পোস্টের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

Driving License Only in 24 Hours || পরিবহন মন্ত্রীর ঘোষণা

 

Driving License Only in 24 Hours || পরিবহন মন্ত্রীর ঘোষণা: ড্রাইভারি লাইসেন্সের এই বিষয়টি নতুন একটি পরিষেবার বিষয় । ড্রাইভারি লাইসেন্স পাওয়ার জন্য দিনের পর দিন আর আপনাকে অপেক্ষা করতে হবে না, তাই ২৪ ঘন্টায় আপনি পেয়ে যাচ্ছেন ড্রাইভারি লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের জন্য কোন দালাল বা মিডলম্যান মানুষের সাহায্য নিতে হবে না ।

 

Driving License Only in 24 Hours

Driving License
Only in 24 Hours

রাজ্যের পরিবহন দপ্তর এই বিষয়ে নজর রেখে 24 ঘন্টার মধ্যে ড্রাইভারি লাইসেন্স দেওয়ার নির্দেশ জারি করেছে । পশ্চিমবঙ্গের রাজ্য পরিবহন মন্ত্রী(State Transport Minister) স্নেহাশিষ চক্রবর্তী বলেছেন ড্রাইভারি লাইসেন্স এখন খুব সহজেই করা যাবে।

ড্রাইভিং লাইসেন্সের জন্য এদিক-ওদিক ছুটাছুটি করার কোন দরকার নেই। চব্বিশ ঘন্টার মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আর , RTO Office বেশি ঘোরাঘুরি করার দরকার নেই। তার জন্য ড্রাইভারি

লাইসেন্সের যাবতীয় নথিপত্র সবকিছু ঠিক থাকলেই এবং পরীক্ষায় পাশ করলেই ড্রাইভিং লাইসেন্স ২৪ ঘন্টার মধ্যে পেয়ে যেতে পারেন আর বাড়িতে বসেই আপনি এই সুবর্ণ সুযোগের ভাগীদারি হতে পারবেন।

 

Also Read- Click Here

 

Driving License Only in 24 Hours || RTO Office

 

Driving License Only in 24 Hours || RTO Office: 24 ঘন্টায় ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে আপনাকে আরটি অফিসের নির্দেশ অনুসারে সমস্ত প্রয়োজনও ব্লাড গ্রুপ প্রমাণপত্র ইত্যাদি নথিপত্র দিতে হবে। তারপর আপনাকে পরীক্ষার জন্য একদিন সময় দিতে হবে। পরীক্ষার জন্য সেই সময়টি আপনাকে জানিয়ে দেওয়া হবে,

তারপরেই আপনি পেয়ে যাবেন ২৪ ঘন্টার মধ্যে ড্রাইভিং লাইসেন্স। এইরকম সুবিধার জন্যই পশ্চিমবঙ্গের রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী (Snehasish Chakraborty) আর পরিবহন মন্ত্রীর সকল সদস্যরা মনে করেছেন তাই সঠিক পরীক্ষা দিয়ে ২৪ ঘন্টার ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন।

 

Driving License Only in 24 Hours || আবেদন করার প্রক্রিয়া

 

Driving License Only in 24 Hours || আবেদন করার প্রক্রিয়া:  ২৪ ঘন্টার মধ্যে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার প্রক্রিয়া খুব সহজ সরলভাবে করা হয়েছে । আবেদন প্রক্রিয়া এবার অনলাইনে করতে হবে। আবেদন অনলাইনে করার পর সেখানে একটি নির্দিষ্ট দিন উল্লেখ করা থাকবে ।

 

Driving License Only in 24 Hours
Driving License
Only in 24 Hours

সেখানে দিন তারিখ সবকিছু দেওয়া থাকবে সেই নির্দিষ্ট তারিখে আবেদনকারীকে আরটিও অফিসে আসতে হবে। RTO অফিসে নথি পত্র দেখার পর দুটি পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো হল থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল পরীক্ষা(Theoretical and Practical Examination) ।

 

Driving License || আবেদন করার প্রক্রিয়া

 

 

Driving License || আবেদন করার প্রক্রিয়া: এখানে ড্রাইভিং করার ক্ষমতা তথা নিয়ম ইত্যাদি জানা আছে কিনা পরীক্ষা করা হবে। তারপর ছবি তুলবে এবং অন্যান্য নিয়মগুলি নির্দেশ অনুসারে পালন করাবে। তারপর নথিপত্রের সাথে দেওয়া মোবাইল নাম্বারে ২৪ ঘণ্টার মধ্যেই এসএমএস আসবে

 

Driving License Only in 24 Hours
Driving License
Only in 24 Hours

তারপর আমরা সেই এসএমএসকে দেখে ড্রাইভারি লাইসেন্স টিকে বের করে দিতে পারব অথবা প্রিন্ট আউট করে নিতে পারব, আর আমরাও ২৪ ঘণ্টার মধ্যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাব।

 

Thank you so much .

Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES

Most Popular

close