মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
HomeNewsশনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam

শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam

 

 শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam

 

 শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam:   শনিদেবের পূজা হিন্দু ধর্মের (Hindu religion) অন্যান্য পূজার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পূজা।  যা প্রত্যেকেরই জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে শনিগ্রহ বা শনি পূজা। আমরা এই দেবতাটিকে শ্রদ্ধা পূর্বক বড় ঠাকুর, বড় পূজা ও বড়বহ বলে থাকি।

 

শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam
শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam

শনিদেবের কৃপা পেতে হলে শনিদেবের পূজা খুব জরুরী। শনি গ্রহের প্রভাব যখন মানুষের জীবনে পড়ে তখন সেই মানুষটির অবস্থা খুবই খারাপ এবং অসম্পূর্ণ জীবন যাপনের মত হয়ে যায়। শনিদেবকে নয়টি গ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনিদেব কে গ্রহরাজ বলা হয়(Planet Saturn Dev)।

 

শনিদেবের মহিমা ও প্রসন্নতা

শনিদেবের মহিমা ও প্রসন্নতা: সেই মানুষটি যেখানেই হাত দেয় সেই জায়গাটি শুকিয়ে যায় । তাই সংসারের সুখ ও সমৃদ্ধি কল্যাণের জন্য শনিদেবের পুজো খুবই আবশ্যক। না হলে আপনার জীবনে হতে পারে বড় সংকট এই সংকট থেকে মুক্তি পেতে হলে আর পেতে হলে শনিদেবের সন্তুষ্টি খুব জরুরী । শনিদেবের পুজো করানো খুব আবশ্যক।

 

শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam

শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam

শ্রী শ্রী শনিদেবের পুজোর জন্য যে বিধি নিয়ম(The rules are the rules) রয়েছে সেই বিধি নিয়ম অনুসারে শনিদেব কে সন্তুষ্ট করলে শনিদেবের কৃপা ব্যক্তির সমস্ত সুখ শান্তি বজায় থাকবে। এই শনিদেবকে সন্তুষ্টি করতে গেলে পুজো এবং ব্রত রাখা অত্যন্ত জরুরী । তাই কিভাবে শনিদেবের পুজো করবেন পুজোর বিধি এবং নিয়ম ইত্যাদি বিষয়ে এই পোস্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে। সম্পূর্ণভাবে না পড়লে শ্রী শ্রী শনিদেব পূজার নিয়ম বোঝা যাবে না।

 

Also Read- Click Here

 

Shri Shani Dev || শনিদেবের কৃপা শক্তি

Shri Shani Dev || শনিদেবের কৃপা শক্তি: প্রতি শনিবার পিপল গাছে জল ঢেলে এবং শনি দেবের উপাসনা করলে শনিদেব ভক্তের প্রতি প্রসন্ন হন এবং শনিদেব সুখ আর আনন্দ প্রদান করেন। শ্রী শনিদেবের অস্ত্র হলো তীর, ধনুক, ত্রিশূল এবং গোদা শনিদেবের সঙ্গী হল মীরা দেবী শনিদেবের বাহন হল কোথাও শকুন কোথাও কাঁক(crow)।

 

শ্রী শনিদেব পূজার  বিধি

শ্রী শনিদেব পূজার  বিধি: শ্রী শ্রী শনিদেবের পুজোতে যে সামগ্রী তত্ত্ব ব্যবহার হয় সেগুলো হলো- উৎকৃষ্ট পাঁচটি ফল, পাঁচটি পান ও সুপারি, কালো পাড় ধুতি, একটি লোহার আসন, অঙ্গুরীয়, মধুপক্ষের জন্য বাটি, মাষকলাই ডাল , কালো তিল, নির অপরাজিতা ফুল (Aparajita flower), মিষ্টি, দই,

 

শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam
শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam

নৈবেদ্য, প্রদীপ, ধূপকাঠি, ধূপ, কাল মাটির ঘট বা লোহার ঘট, গঙ্গাজল, গঙ্গার মাটি, ইত্যাদি সামগ্রী প্রয়োজন হয়। এর সাথে সাথে যেটা সাধারণভাবে পুজোতে লাগে সেটা হল ফুল এই সমস্ত পুজোর মুখ্য সামগ্রী দিয়ে শ্রী শনিদেবের পুজো করা হয়।

Shri Shani Dev Puja || নিয়ম 

Shri Shani Dev Puja || নিয়ম : যারা শনিদেবের পুজো করতে চান বা শনিদেবের মহা দশা কাটাতে চান। তারা প্রত্যেক শনিবারে শনি গ্রহরাজের পুজো করবেন। প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলা ঘরের বাইরে উঠোনে এই ব্রত করতে পারেন শনি মন্দিরে গিয়েও শনিদেবের ব্রত পালন করতে পারেন। গ্রহরাজের পূজোতেও সত্যনারায়ণের পুজোর মতো সিন্নি দেওয়া হয়।

 

শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam
শনিদেবের কৃপা || Shri Shani Dev Puja Vidhi Niyam

সারাদিন উপোস থেকে সন্ধ্যেবেলা (evening) সূর্য অস্ত যাওয়ার পরে শনিদেবের পূজা হয় শনিদেবের পুজোর শেষে ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয়। শনি দেবের পুজোর নিয়ম বিধি অনুসারে ব্রতকথা করলে জীবনে কোনদিন সংসারে অশান্তি হবে না এই পুজোতে শনিদেব খুবই সন্তুষ্ট হন। গ্রহণ আজ শনিদেব প্রসন্ন হয়ে ভক্তদের উপর কৃপা করেন।

 

Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES

Most Popular

close