রবিবার, ডিসেম্বর 22, 2024
HomeNews২০২৩ কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023

২০২৩ কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023

 

২০২৩কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023

 

২০২৩ লক্ষী কোজাগরী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023:  কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী । ২০২৩ সালে কোজাগরী লক্ষ্মী পূজা ২৮ অক্টোবর শনিবার দিন । সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীর পূজা করা হয়। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী ।

২০২৩ কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023
২০২৩ কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023

ধন, যশ, খ্যাতি (fame) এবং সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠে বাংলার প্রায় প্রতিটি পরিবার । বাংলায় শারদীয় দুর্গাপূজা উৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা (worship) করা হয়।

Kojagori Laxmi Puja 2023 

উৎসবের নাম উৎসবের তারিখ উৎসবের দিন পূর্ণিমা তিথি
কোজাগরী লক্ষ্মীর পূজা

Kojagori Laxmi Puja

28 October,2023 Saturday পূর্ণিমা তিথি শুরু-Morning ,04:17 AM

28 October,2023Saturday

তিথি সমাপ্ত- Night 01:45 AM

 

কোজাগরী লক্ষ্মীর পূজাবাংলা মাস

  • কোজাগরী লক্ষ্মীর পূজাবাংলা মাস অনুসারে ১০ই কার্তিক শনিবার ১৪৩০ বঙ্গাব্দে।
  • পূর্ণিমা তিথি শুরু-ভোর ৪ টে ১৭ মিনিটে ,শনিবার।
  • তিথি সমাপ্ত- রাত্রি ১:৫৩ মিনিটে,শনিবার।

Also Read- Click Here

বিশেষ তাৎপর্য

বিশেষ তাৎপর্যঃ কোজাগরী কথাটির অর্থ হল ”কে জেগে আছো”। আশ্বিন মাসের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান,কে জেগে আছে ।এই পূর্ণিমার রাতে যেই ব্যক্তি জেগে ভক্তিপূর্বক দেবীর আরাধনা করেন তার ঘরে প্রবেশ করেন দেবী লক্ষী ।

২০২৩ কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023

২০২৩ কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023

বিশেষত বাঙ্গালীদের ঘরে লক্ষ্মীপূজো একটি চিরন্তন উৎসব (festival) । তাই অনেকেই সারা বছর সপ্তাহে একদিন বৃহস্পতিবার লক্ষী দেবীর আরাধনা করা হয়। কিন্তু কোজাগরী লক্ষী পূজার দিন বাঙ্গালীদের কাছে একটি বিশেষ দিন হিসাবে মনে করা হয়।

 পূজার উপকরণ সামগ্রী

পূজার উপকরণ সামগ্রীঃ কোজাগরী লক্ষী পূজার উপকরণ সামগ্রী হিসেবে – অধিবাস ডালা, , হরতকি, সিঁদুর একটি ঘট , তিল, লাল চন্দন, মাটির সরা, আতপ চাল, একটি গামছা, একটি মাটির হাড়ি, তেকাঠা, পঞ্চগুড়ি, দর্পণ ও পূজোর চিরুনি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, বাঁশের কাঠি, সশীষ ডাব, ফুল , দুর্বা, ফুলের মালা, এক মুঠো ধান,

২০২৩ কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023
২০২৩ কোজাগরী লক্ষী পূজার সময় ও তারিখ || Kojagori Laxmi Puja 2023

Kojagori Laxmi Puja: গঙ্গাজল বা গঙ্গা মাটি, ধুপকাঠি, ধুপ, আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটি, চিনি, ঘি, দই, দুধ , নৈবদ্য, লক্ষীর বাহন পেঁচার ধুতি, লোহা, শঙ্খ, নথ, বালি, কাঠ , হোম এর জন্য বেলপাতা ২৮ টি, ভোগের জন্য ফলমূল সামগ্রী, । কর্পূর, চূড়া, নারিকেল (coconut) , পান সুপারি, চন্দ্রমাল্য, ইত্যাদি সামগ্রী কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য অত্যন্ত আবশ্যক।

 

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close