HomeNewsAadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা

Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা

 

Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা

 

Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা: গত ২১ ফেব্রুয়ারি তে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister of India)নির্মলা সীতারামন ২০২৩- ২০২৪ এর বাজেট করেছিলেন। বাজেট পেশ করার সময় তিনি পেন কার্ড এবং আধার কার্ডের বিষয়ে একটি বড় ঘোষণা করেন।

 

Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা
Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা

ওই দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় প্যান কার্ড এবং আধার কার্ডের বিষয়ে যে ঘোষণাটি করেছেন, সেই ঘোষণাটি অবশ্যই নির্ধারিত করা হবে বলে ঘোষণা হয়েছে , তাই আধার কার্ড(Aadhaar Card) এবং প্যান কার্ড সম্বন্ধে সম্পূর্ণ জানকারি এই পোস্টে আছে।

 

Aadhaar and Pan Card 2023 || KYC

Aadhaar and Pan Card 2023 || KYC: কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman) বলেছেন আরো সহজ হতে চলেছে কেওয়াইসি । তার কারণ বর্তমান সময়ে কেওয়াইসি একটি জটিল প্রক্রিয়া। কেওয়াইসির করার ক্ষেত্রে অনেক সমস্যার মোকাবিলা করতে হয়, তাই কেওয়াইসি (KYC) করার জন্য এখন আর চিন্তা করতে হবে না ।

 

Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা



Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা

 

ভারতের কেন্দ্র মন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকারের ডিজিটাল সিস্টেমে (PAN card) বা আধার কার্ড কে কমন পরিচয় পত্র হিসাবে স্বীকার করা হবে । আগের দিনে কেওয়াইসি করার জন্য যেখানে সেখানে ছুটোছুটি করতে হতো । যার কারণে আমাদের ব্যাংক সম্বন্ধে অনেক গোপনীয় তথ্য বাইরে প্রকাশ হয়ে যায়।

 

Also Read- Click Here

 

  KYC || সুবিধা এবং অসুবিধা

 

  KYC || সুবিধা এবং অসুবিধা: এরপর আমাদের মোবাইলে অজানা অনেক নাম্বারে মিথ্যা ফোন করা হয়। অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে অচেনা নাম্বারে ফোন করার ফলে অনেকের ব্যাংক একাউন্ট থেকে টাকা পয়সা খালি হয়ে যায় । তাই এবার লোকসভাতে অর্থমন্ত্রী সীতারামন কেওয়াইসির বিষয়ে আর প্যান কার্ড এবং আধার কার্ডের বিষয়ে প্রস্তাব রাখেন।

 

Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা
Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা

কেওয়াইসি প্যান কার্ডের সাথে যুক্ত থাকলে ভারতের বিভিন্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মত অনেক কাজ খুব তাড়াতাড়ি সহজে করা যাবে । ভারতের মধ্যে এখনও অনেক ব্যক্তি আছে যারা কেওয়াইসি সম্বন্ধে তেমন কিছু জানেন না। তাই তারা কেওয়াইসি করার জন্য বিভিন্ন জায়গায় বা দালালের চক্করে পড়ে ব্যক্তিগত গোপন তথ্য তাদের হাতে তুলে দিতে হয়, এর ফলে সেই ব্যক্তিরা বিভিন্ন ধরনের মুশকিলে পড়ে যায়।

 

Budget presentation in Lok Sabha 

 

Budget presentation in Lok Sabha : সমস্ত গোপনীয় তথ্য যখন অন্য কোন মানুষের কাছে যায় । তখন বিভিন্ন ধরনের অসামাজিক ক্রিয়াকর্ম করা হয়।  গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ব্যক্তির মোবাইল নাম্বারে ফোন করে তাকে নানা রকমের লোক বা ভয় দেখিয়ে ওটিপি নেওয়া থেকে

 

Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা
Aadhaar and Pan Card 2023 || অর্থমন্ত্রীর ঘোষণা

 

Budget presentation || Aadhaar and Pan Card

 

Budget presentation || Aadhaar and Pan Card: বিভিন্ন অসামাজিক কাজ করা পর্যন্ত করা হয়েছে। তাই এবার কেন্দ্র সরকারের কেওয়াইসি সহজ সরল ভাবে করানোর প্রস্তাব লোকসভাতে ( Lok Sabha) পেশ করা হয়েছে। যার ফলে কেওয়াইসি প্রক্রিয়া তে আয়কর দপ্তর ও অন্য সরকারি সংস্থাগুলি প্যান কার্ডের সাথে আধার কার্ড যুক্ত থাকা ব্যক্তির সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট রাখতে সুবিধা হবে। কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বুধবারে প্যান কার্ড সম্বন্ধে এই ধরনের প্রস্তাব পেশ করেছিলেন।

 

Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES
close
Exit mobile version