সোমবার, ডিসেম্বর 23, 2024
HomeNewsAdani Group Share Market in Bengali

Adani Group Share Market in Bengali

 

Adani Group Share Market in Bengali

 

Adani Group Share Market in Bengali: আজকে আমরা আদানি গ্রুপের অত্যন্ত সিরিয়াস বিষয়ের উপর চর্চা করতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন আদানি গ্রুপের(Adani Group) উপর দোষারোপ করানো হয়েছে আর আদানি গ্রুপের পক্ষ থেকে কি বলা হয়েছে সব কিছু বিষয় এই পোস্ট এর মাধ্যমে জানানোর চেষ্টা করব ।

Adani Group Share Market in Bengali
Adani Group Share Market in Bengali

আমরা সব সময় দেখি মার্কেট যখন উপরে ওঠার চেষ্টা করে তখন ঠিক ঘড়ির কাটার মত অল্প স্পিডে উপরে উঠে, যখনই নামে তখন খুব দুর্দান্তভাবে নিচে নেমে যায়। আর মার্কেট গত কয়েকদিন ধরে ঠিক এইরকমই বড় রেড ক্যান্ডেল বানিয়ে নামল ।

 

Adani Group Share Market || Edinburgh report

 

Adani Group Share Market || Edinburgh report: গত শুক্রবারে এত বড় একটা রেড ক্যান্ডেল বানিয়ে নামল। শেষ ২৬ দিনে মার্কেটে মাত্র তিন দিন ইতিবাচক (positive) হয়েছে বাকি দিনগুলো ক্রমশ কমতে থাকছে। সেটার কারণ আমরা সবাই জানি। গত জুলাই আগস্ট নাগাদে আডানি কে নিয়ে ইডেনবার্গ করা রিপোর্ট (Edinburgh report) এসেছিল।

 

Adani Group Share Market in Bengali

Adani Group Share Market in Bengali

আর এই সপ্তাহের শুরুতে এটা একদম বড়সড় আকার ধারণ করেছে ।আমাদের ইন্ডিয়ান মার্কেটে আডানি গ্রুপের কারণে যদি ইডেনবার্গ এর করা রিপোর্ট যদি সত্যি হয় । তাহলে শুধুমাত্র গৌতম আডানি(Gautam Adani) গ্রুপ ডুববে না সেই সাথে সাথে স্টেট ব্যাংক, এলআইসি ভারতবর্ষে পুরো আমজনতা সাধারণ পাবলিক চোখ বন্ধ করে ভরসা করে সেই এল আই সি ও এখানে ডুবে যেতে পারে।

 

Also Read- Click Here

 

Adani Group Share Market 

 

Adani Group Share Market : যদি আদানি গ্রুপের ওপর দোষারোপ করেছে আর হিডেন বার্গে  যেটা দেখিয়েছে সেটা যদি সত্যি প্রমাণিত হয়। তাহলে দেশের কি অবস্থা হতে পারে। ইতিমধ্যেই আডানি গ্রুপের পক্ষ থেকে একটি বিবরণ এসেছে যেখানে বলা হচ্ছে ইডেনবার্গের রিপোর্ট পুরো ভুল আডানী গ্রুপে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আডানি গ্রুপে এই পরিস্থিতি  কোন না কোন ভাবে ম্যানেজ হয়ে যাবে।

 

Adani Group Share Market in Bengali || Latest score

 

Adani Group Share Market || Latest score: ইতিমধ্যে আডানি গ্রুপের শেয়ারগুলিতে নজর দিলে দেখা যাবে। আদানি পোস্ট এন্ড স্পেশালিস্ট জুন ৫৯৬ . ৯৫ টাকা থেকে লাস্ট বন্ধ হয়েছে। যেটি লাস্ট শুক্রবারে ১৬% উপরে মাইনাসে চলছে(Running in the minus)  । সাথে আদানি পাওয়ার লিমিটেড ৫% মাইনাসে চলছে ।

Adani Group Share Market in Bengali
Adani Group Share Market in Bengali

যার ২৪৮ টাকা ক্লোজিং প্রাইজ রয়েছে । আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ২৭৬১ টাকার ক্লোজিং প্রাইস রয়েছে যেটার প্রায় ১৯ পার্সেন্ট মাইনাসে চলছে । আদানি ট্রান্সমিশন লিমিটেড (ADANI TRANSMISSION LIMITED) ২০% মাইনাসে থাকছে আদানি গ্রীন এনার্জি লিমিটেড ২০% মাইনাসে আদানি টোটাল গেস্ট ২০% মাইনাসে চলছে ।

 

Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES

Most Popular

close