HomeNewsএকাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali

একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali

 

 একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali

 

একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali: একাদশী হলো সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। একাদশী ব্রত পালন করলে জীবনের অনেক কঠিন পরিস্থিতি সাথে মোকাবেলা করার শক্তি হয়। একাদশী ব্রতকথার শক্তি অনেক রয়েছে। একাদশী কি ? একাদশী (Ekadashi)সম্পর্কে বিভিন্ন পুরানে কি রয়েছে?

 

একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali
একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali

একাদশী পালন করা উচিত কেন? একাদশীর মাহাত্ম্য কি ? একাদশী ব্রত পালন না করলে কি হয়? একাদশী ব্রতকথা পালন করলি , কি লাভ হয়? একাদশীতে কি করা উচিত কি খাওয়া উচিত নয় , এইসব বিষয় এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন।

 

একাদশী ব্রত || বিশেষ নিয়ম

 

একাদশী ব্রত || বিশেষ নিয়ম: হিন্দু ধর্মীয়(Hindu religion) মানুষের কাছে একাদশীর গুরুত্ব তথা মহিমা খুব রয়েছে । একাদশী বিশেষত বৈষ্ণব ধর্মীয়দের কাছে একাদশী বিশেষ গুরুত্ব পূর্ণ দিন। শুধুমাত্র বৈষ্ণব ধর্মীয়(Vaishnava religion) লোকেরাই নয় ,একাদশীর ব্রত পালন যে কেউ করতে পারেন। চাঁদের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ একাদশী তিথি হিন্দুদের কাছে বিশেষ উন্নতিথি হিসাবে বিবেচিত।

 

একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali



একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali

 

পদ্ম পুরাণ (Padma Purana) বর্ণিত রয়েছে যে, একবার জৈমিনি ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেব এর কাছে জিজ্ঞাসা করছিল  !হে গুরুদেব আপনি যে একাদশী ব্রত পালন করেন সেটি আসলে কি? এব্রতো পালন করা উচিত কেন? একাদশী ব্রত পালনের কি লাভ হয়? ? আর এই ব্রত পালন না করলে বা কি ক্ষতি হয়?

তখন ”মহর্ষি ব্যাসদেব বললেন, সৃষ্টির পাপকালে নিরাকার পরমেশ্বর এই জগতে মর্ত্যলোক বাসি অর্থাৎ মানবজাতির শাসনের জন্য পাপ পুরুষ নির্মাণ করেছিলেন। সেইপাপ পুরুষের প্রতিটি অঙ্গ চূড়ান্ত পাপ দ্বারা নির্মিত হয়েছিল। পাপ পুরুষের মাথাটি তৈরি হয়েছিল ব্রহ্ম হত্যার মতো পাপ দিয়ে ।

 

Also Read- Click Here

 

 Akadashi Brotokotha || ভগবান বিষ্ণু

 

 Akadashi Brotokotha || ভগবান বিষ্ণু: চক্ষু দুটি মদ্যপান ,মুখ স্বর্ণ অপরাধের মতো পাপ দিয়ে আর দুই কর্ণ গুরু পত্নী গমন , দুই নাসিকা স্ত্রী হত্যা গ্রীবা ধন অপহরণ গলা গ্রহণ ভ্রুণহত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয়-স্বজন বধ নাভি শরণাগত বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরু নিন্দা ও শিশু কন্যা বিক্রি 2 পা পিতৃ হত্যা শরীরের লোম সমস্ত উপপাদপ এইভাবে বিভিন্ন পাপ দ্বারা একজন ভয়ংকর পাপ পুরুষ নির্মিত হয়েছিল।

 

একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali
একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali

 

সংসারের পালন হার ভগবান বিষ্ণু(Lord Vishnu)  এই পাপ পুরুষের ভয়ংকর রূপ দর্শন করেই মর্তলোকের মানবজাতির চিন্তায় পড়ে গেছিলেন। ভগবান ভাবলেন মর্তলোকবাসি এই পাপ পুরুষের কবলে পড়লে তাদের উদ্ধার হবে কি করে তাদের দুঃখ মোচন হবে কি করে ? পাপ মানুষের অধীনস্থ হলে মানুষের উন্নত হবে বা কি করে।

মানুষের পুণ্যের চেয়ে পাপমাত্রা অধিক হলে মানবজাতি নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পাবে কি করে ? এইসব চিন্তা করে একদিন ভগবান বিষ্ণু , যম লোকে যমরাজের সাথে দেখা করতে গেলেন যমরাজ ভগবান বিষ্ণুর যথাযথ পূজা রচনা করে যম লোকে স্বাগত(WELCOME) জানালেন ।

 

 Akadashi Brotokotha || বৈকণ্ঠধাম গমন

 

Akadashi Brotokotha || বৈকণ্ঠধাম গমন: যমরাজের সাথে কথোপকথন করতে করতে হঠাৎ অসংখ্য জীবের আর্তনাদ শুনতে পেলেন তখন তিনি যমরাজের কাছে আর্তনাদের কারণ জানতে চাইলেন। তখন যমরাজ বললেন ! হে প্রভু মর্তের পাপী লোকেরা পাপ পুরুষের কবলে পড়ে পাপকর্মে লিপ্ত হওয়ার জন্য নরক যন্ত্রণা ভোগ করছেন আর সেই নরক যন্ত্রণার আত্মনাদে এখান থেকে শোনা যাচ্ছে।

 

একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali
একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali

 

তখন ভগবান বিষ্ণু ভাবলেন এ জগতের সমস্ত জীব আমারই সৃষ্টি আমি থাকতে মানবজাতি এই পাপকর্মের লিপ্ত হয়ে মানব সমাজের অধঃপতনের মুখে ঠেলে দিতে পারবেনা ।তাই এবার আমি এবার মনুষ্য জগতের সদগতির ব্যবস্থা করব । তখন ভগবান শ্রী বিষ্ণু একাদশীর ব্রতকথা পালনের প্রচলন করলেন।

যার ফলে পপি মানুষরাও একাদশী ব্রত কথা পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকন্ঠ ধাম গমনের অধিকারী হবেন। তারপর ওই পাপ পুরুষ ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন !হে প্রভু সমস্ত মানুষ যদি একাদশী করে তাহলে পাপকর্ম কে করবে ? আর আমার কি হবে তখন ভগবান বিষ্ণু বললেন তুমি মর্তলোকে রবিশস্য(Ravishya) হয়ে থাকবে।

 

একাদশী ব্রত || বিধি

 

একাদশী ব্রত || বিধি: ঋষি জৈমণিকে একাদশীর মাহাত্ম্য ও ইতিহাস সমস্ত তথ্য বর্ণনা করে মহর্ষি ব্যাসদেব বললেন হে জৈমিনি এই কারণে একাদশী তিথিতে ব্রতচারীর অন্ন বা ভাত দানা জাতীয় রবিশস্য ইত্যাদি গ্রহণ করা থাকে একেবারে বিরত থাকবে।

 

একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali
একাদশী ব্রত || Akadashi Brotokotha in Bengali

 

ইসকন্দ পুরাণে একাদশী সম্বন্ধে বর্ণিত রয়েছে যে মানব একাদশের দিন শস্যদানা গ্রহণ করে তার পিতা-মাতা ও গুরু হত্যা করে সমগ্র পাপী বলে বিবেচিত হয় । একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ ক্ষয় হলে অন্তিম কালে বৈকন্ঠ ধামে গমন হয় ।এই কারণে জীবনে অন্তত একবার একাদশী ব্রত সকলে মিলে পালন করা উচিত। একাদশীর ব্রত কোন কারনে ভাঙ্গা পরে গেলে তার জন্য ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা চেয়ে পুনরায় ব্রত করা যায়।

 

Thank you so much. Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES
close
Exit mobile version