শুক্রবার, মার্চ 29, 2024
HomeNewsহনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa

হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa

 

হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa

 

হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa:  পবন পুত্র হনুমান মহাশক্তিমান, মহাজ্ঞানী, একজন দেবতা । আমাদের সবারই প্রিয় বজরংবলী হনুমান তিনি ছিলেন ভগবান শিবের (Lord Shiva) আরো এক অবতার । তাই হনুমান চালিশা পাঠ করলে অনেক উপকার হয় । তুলসীদাস(Tulsidas) হনুমান চালিশা লিখেছিলেন চোপাই ছন্দে ,এই বইয়ে চল্লিশটি চোপাই মন্ত্র রয়েছে বলে হনুমান চালিশা নামকরণ হয়েছে।

হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa
হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa

হনুমান চালিশা পাঠের উপকার

হনুমান চালিশা পাঠের উপকার: কলিযুগে জীবিত বা জাগ্রত দেবতা হিসাবে পবন পুত্র হনুমানকেই মনে করা হয়। যিনি এই সৃষ্টির শেষ অব্দি জীবিত থাকবেন। যার কৃপাদৃষ্টি তার ভক্তদের উপর পড়লে ভক্তদের সকল সমস্যা ও সংকট দূর হয়। তাই হনুমানজিকে সংকটমোচন, পবনপুত্র, বজরংবলী ইত্যাদি নামে স্মরণ করা হয় । শুধুমাত্র মঙ্গলবার নয় সপ্তাহের যেকোনো দিন যেকোনো সময় হনুমান চল্লিশার পাঠ করা যায় তাতে সমান উপকার প্রাপ্ত হয়।

হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa

হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa

শাস্ত্র অনুসারে রাতে হনুমান চালিশা (Hunuman Chalisa)পাঠ করলে অধিক উপকার পাওয়া যায় । যদি রাতে হনুমান চালিশা পাঠ করা হয়, তাহলে সংসারের আর্থিক অবস্থা দূর হয়ে যায়। সংসারে অভাব, অনটন প্রবেশ করতে পারে না ফলে জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে আর জীবনের সমস্ত সুখকে অনুভব করা যায় ।সংসারে পারিবারিক প্রেম ও ভালোবাসা ,স্নেহ ইত্যাদি প্রাপ্তি হয় ,তাই রাতে স্বচ্ছ গেরুয়া বস্ত্র বা ধুতি পড়ে হনুমান চালিশা পাঠ করা উচিত।

Also Read- Click Here

শনি দেবের প্রভাব

শনি দেবের প্রভাব: হনুমান চল্লিশা পাঠ করলে শনিদেবের (Shanidev’s) প্রভাব কমায়, শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচতে বা শনির হাত থেকে রক্ষা পেতে হনুমান চালিশা পাঠের কোন বিকল্প নেই। বজরংবলির ভক্তদের উপর শনিদেবের প্রকোপ ধারে কাছেও আসতে পারে না।

হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa
হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa

কেউ হনুমান চল্লিশা ভক্তি সহকারে নিষ্ঠার সাথে পাঠ করলে তাহলে শনিদেবের দৃষ্টি কাটাতে খুব সক্ষম হন । যে সমস্ত ব্যক্তির কুন্ডলিতে শনি থাকার কারণে তাদের ব্যক্তিত্ব জীবন বা সাংসারিক জীবন ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ,শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ করে শনিবারে হনুমান চালিশা পাঠ করতে হবে।

Hunuman Chalisa || বাস্তুদোষ নিয়ন্ত্রণ

Hunuman Chalisa || বাস্তুদোষ নিয়ন্ত্রণ: হনুমান চালিশা পাঠ করলে বাস্তুদোষ দূর হয়।যদি নিয়মিত সকাল বেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পড়ে হনুমান চালিশা পাঠ করে তাহলে বাড়ির সমস্ত বাস্তু দোষ কেটে যাবে। যার ফলে পরিবারের প্রত্যেকের মধ্যে খুব সমৃদ্ধি সম্পর্ক গড়ে ওঠে।

বাড়িতে যদি পড়াশোনা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকলে, হনুমান চল্লিশা পাঠ করলে সমস্যা অনেক দূর হয়ে যায়। ছাত্র-ছাত্রী বা চাকরিজীবী হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করলে তার একাগ্রতা (concentration) বৃদ্ধি পায় যার ফলে চাকরি বা পরীক্ষায় ভালো ফল প্রাপ্তি হবে।

ভক্তিপূর্বক হনুমান চালিশা পাঠ

ভক্তিপূর্বক হনুমান চালিশা পাঠ: মঙ্গল ,বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত্রে নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে ,কর্মজীবনে বিশেষ উন্নতি দেখা যায়। নিজের কৃতকার্যের ক্ষমার জন্য হনুমান চালিশা পাঠ করা যায় । মানুষ মাত্র ভুল তাই সকলেই ইচ্ছাকৃত ,অনিচ্ছাকৃত বা অজান্তে অনেক অসামাজিক পাপ কাজ করে থাকে।

হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa
হনুমান চালিশা পাঠের উপকার || Benefits of Hunuman Chalisa

সেই পাপ কাজের ক্ষমার জন্য হনুমান চালিশা পাঠ করা উচিত। যদি মনে বিশ্বাস ও ভক্তিপূর্বক হনুমান চালিশা পাঠ করা হয় তাহলে বর্তমান ও আগের জন্মের পাপ কাজ থেকে মুক্তি পাওয়া যায়।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close