Bolla Kali Puja History in Bengali || মা বোল্লা কালী ইতিহাস
Bolla Kali Puja History in Bengali || মা বোল্লা কালী ইতিহাস: West Bengal পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য এবং মাহাত্ম্য সমৃদ্ধ রক্ষা কালীমাতা মন্দির ।এই মন্দির মাতা বোল্লা কালী নামে পরিচিত। রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়।ও সোমবারে হয় মায়ের প্রতিমা নিরঞ্জন। এই কয়েকদিন যাবত মায়ের পুজো ঘিরে বিশাল মেলা অনুষ্ঠিত হয়।
Bolla Kali Puja
Bolla Kali Puja: এছাড়াও প্রতি শুক্রবার ও শনিবার এবং মঙ্গলবারে নৃত্য পুজো অনুষ্ঠিত হয়। বোল্লা মেলা উত্তরবঙ্গের(North Bengal) দ্বিতীয় বৃহত্তম এবং ঐতিহ্যপূর্ণ মেলা । দক্ষিণ দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য, এমনকি বাংলাদেশ (Bangladesh) থেকেও মানুষ এই মেলা বা মায়ের দর্শন করতে আসেন । তাই এই মেলার ইতিহাসও প্রায় ঐতিহ্যবাহী রয়েছে বোল্লা কালী পুজোর ইতিহাস (history) আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো।
Bolla Kali Puja History in Bengali || মা বোল্লা কালী ইতিহাস মা বোল্লা কালী ইতিহাস
Bolla Kali Puja History in Bengali : মা বোল্লা কালী ইতিহাস মা বোল্লা কালী ইতিহাসঃ ব্রিটিশ (British) আমলের সময় বললা গ্রামে এক নামি জমিদার মুরারি মোহন চৌধুরী ছিলেন। সেই জমিদার মা বোল্লা কালীর পুজো করতেন । এবং মা কালীর ভক্ত ছিলেন । তার জমির একধারে তখন মা বোল্লা কালীর Bolla Kali পুজো বিষয়ে গ্রামবাসীদের ততটা ধ্যান ছিল না।
তখন জমিদারের জমির জন্য ব্রিটিশরা অনেক শুল্ক দেওয়ার কথা বলে । জমিদার তার জমির শুল্ক না দিতে পারায় ব্রিটিশরা তাকে গ্রেফতার করে জেলে বন্ধ করে রাখে। তখন জমিদার তার ইস্ট দেবতা মা বোল্লা কালীর বা রক্ষাকালীর নাম স্মরণ করেন ।
Also Read- Click Here
মন্দিরের স্থাপনা
মন্দিরের স্থাপনা: তারপরের দিন মা কালী নিজে এসে সেই জমিদারকে রক্ষা করতে এসেছিলেন এবং পরে সেই জমিদারকে মুক্তি দেওয়া হয় । তখন জমিদার মা কালীর এই অসীম কৃপায় মা কালীর মান রাখার জন্যই এবং কৃতজ্ঞতার পরিচয় দিয়েই মা বোল্লা কালী Bolla Kali মন্দিরের স্থাপনা করেন । এবং পূজা-অর্চনা শুরু করেন তখন থেকেই পূজো আজও অনেক আদর যত্নে এবং বৃহৎ রূপে আয়োজন করা হচ্ছে।
বিশেষ তাৎপর্য
বিশেষ তাৎপর্য: রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় । ও সোমবারে মায়ের বিসর্জন হয়। এই পুজোর কয়েকদিন যাবত মায়ের পুজোকে ঘিরে বিশাল বড় মেলা হয়। সাল ১৯২০ সালে বললা মা রক্ষাকালী নামে পরিচিত হন।
বর্তমানে প্রায় 14 কেজি সোনার গহনা মায়ের প্রতিমা সজ্জিত হয় বহু ভক্ত মানত করা ছোট ছোট Bolla Kali কালি মূর্তিতে পূজা দেন। এবং বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। বল্লভ মুখোপাধ্যায় নামে জমিদারের নাম থেকে অঞ্চলটির নাম হয় বোল্লা।
Pratidin24ghanta.com