ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব || Brahma Muhurtar gurutba in Bengali
ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব || Brahma Muhurtar gurutba in Bengali: যেকোনো ধর্মের গ্রন্থে ব্রহ্মমুহূর্তের কথা উল্লেখ করা হয়েছে। ভোর ৩ টে থেকে পাঁচটার মধ্যেই কোন ব্যক্তির ঘুম প্রতিনিয়তই ভাঙ্গে। সেক্ষেত্রে এই বিষয়টি সেই ব্যক্তিকে দিব্য সংকেত প্রদান করছে, তাই গুরুজনেরা (Elders) ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্ব দেয় ।
ব্রহ্ম কথার অর্থ হলো ব্রম্মা (Brahma) । বিশ্ব সৃষ্টির সময় রাতের অন্তিম সময় বলা হয় বা রাতের শেষ মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্তে ধ্যান এবং যোগ (added) করার জন্য মূল্যবান সময় । পূজা-অর্চনা,ধ্যানযোগ বা অন্য কোন ধর্মীয় আচার -আচরণ পালনের জন্য সবথেকে সঠিক সময় হল ব্রহ্ম মুহূর্ত । এই সময় কোন ব্যক্তি যদি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করে, তাহলে মানব জীবনে তার প্রভাব দিনের অন্যান্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি হয়।
মুহূর্তের সময়
মুহূর্তের সময়ঃ ব্রহ্মমর্ত সাধারণত ৫০ মিনিটের সময় মাত্র যা সূর্যোদয়ের ১ ঘন্টা ৩৫ মিনিট থেকে ১ ঘন্টা ৩৮ মিনিট আগে শুরু হয় ,এবং সূর্যদের ৪৫ মিনিট পর্যন্ত শেষ হয় ।ব্রহ্মা হল সেই ঈশ্বরের (god) নাম যিনি এই জগতের সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারক এবং মুহূর্ত হলো সাধারণত কোন পর্ব বা সময়কাল এক কথায় আমরা ব্রহ্মমর্তকে ব্রহ্মার সময় বলতে পারি।
শিখ ধর্মে ব্রহ্মমুর্তকে অমৃত বেলা নামে ডাকা হয় ।এই অমৃত বেলাতে শিখ ধর্মের অনুযায়ীরা তাদের ধর্মীয় আচার-আচরণ করে থাকেন। ব্রহ্ম মুহূর্ত হল রাত্রির ১৪ তম মুহূর্ত আর এক -একটি মুহূর্ত প্রায় ৪৮ মিনিটের হয় ,যার অর্থ একটি পূর্ণ রাত্রিতে 15 টি মুহূর্ত থাকে আর সেই কারণে ব্রহ্মমর্ত সূর্যোদয়ের ১ ঘন্টা 35 মিনিট পূর্বে শুরু হয় এবং সূর্যোদয়ের ঠিক ৪৭ মিনিট ৪৩ সেকেন্ড পূর্বে শেষ হয় ।
Also Read- Click Here
সূর্যদয়ের সময়
সূর্যদয়ের সময়: যেহেতু সূর্যোদয়ের সময় গ্রহগুলির (of the planets) অবস্থান এবং বার্ষিক সময় অনুযায়ী প্রত্যেকদিন পরিবর্তন হতে থাকে ,তাই ব্রহ্মুর্তের সময়ও প্রত্যেকদিন পরিবর্তন হতে থাকে যেমন ,সূর্যোদয়ের সময় যদি ভোর পাঁচটা হয় ব্রহ্ম মুহূর্তের সময় ভোর তিনটে ২৪ মিনিটে শুরু হবে আবার যদি সূর্যদয়ের সময় ভোর ছটা হয় তখন ভোর ০৪ঃ৪০ মিনিটে শুরু হবে।
ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম স্মরণ
ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম স্মরণ: ব্রহ্ম মুহূর্তে বলা প্রত্যেকটি শব্দ ,প্রত্যেকটি কথা, সত্যি বলে প্রতিপন্ন হয়। তাই ব্রহ্মহুর্তে ঘুম থেকে ওঠার পরে পূর্ণ বিশ্বাসের সাথে নিজের ইষ্ট দেবতার বা ঈশ্বরের নাম স্মরণ করতে হবে ,তাহলে আপনার জীবনে অনেক কিছু সমস্যা দূর হয়ে যায় । ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরে মন একাগ্রতা করে তথা গভীর নিঃশ্বাস নিয়ে উচ্চারণ করবেন যে- ” হে ঈশ্বর! আমি তোমাকে ধন্যবাদ জানাই,
আমি শান্তি ও বিশ্বাসের সঙ্গে আজকের এই দিনটিকে স্বাগত জানাচ্ছি । আমি আপনার কাছে কৃতজ্ঞ এই দিনটার জন্য যা এক নতুন সুযোগ করে দিলেন। ধন্যবাদ ভগবান (thank god)। আমার নিঃশ্বাস রাখার জন্য ধন্যবাদ তোমায় আজ পর্যন্ত যা কিছু পেয়েছি তার সমস্ত কিছুর জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ ।
Brahma Muhurtar gurutba || ঈশ্বর ধন্যবাদ
Brahma Muhurtar gurutba : ঈশ্বর ধন্যবাদ: আমার আজকের দিনটি খুব সুন্দর একটা দিন হয়ে উঠুক । আমার সমস্ত কাজ আমার সমস্ত সিদ্ধান্ত আজকের দিনে সঠিক হয়। ধন্যবাদ ঈশ্বর আমাকে সুন্দর, সুস্থ ও সুখী রাখার জন্য আমি আমার এবং অপরের অতীতের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে কেবলমাত্র বর্তমান সময়কে পূর্ণরূপভাবে আনন্দময় করে উপভোগ করব ।
আমার শরীরের ভিতরে যাওয়া প্রত্যেকটি বায়ুর কণা আত্মবিশ্বাসকে বর্ধিত করেছে আর আমার ভেতরের সমস্ত সন্দেহ বা হতাশাকে সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। হে ভগবান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বাক্যগুলি উচ্চারণ করে সকালের ব্রাহ্মমুহূর্ত থেকে আনন্দময় করে তুলবেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাবেন।
Pratidin24ghanta.com