বৃহস্পতিবার, মার্চ 28, 2024
HomeNewsCBI দপ্তরে লালন শেখের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য

CBI দপ্তরে লালন শেখের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য

 

 

CBI দপ্তরে লালন শেখের রহস্যজনক মৃত্যু

লালন শেখের রহস্যজনক মৃত্যু:  লালন শেখের রহস্যজনক মৃত্যু সিবিআই হেফাজতে গতকাল মৃত্যু হয়েছে লালন শেখের।

সিবিআই হেফাজতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এর পেছনে অন্য কারণ আছে?

সেটা বীরভূম জেলা পুলিশ তদন্ত করছে।আজ ময়নাতদন্ত হবে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠছে।

কিন্তু লালন এর পরিবার এই ঘটনাটির মূল অভিযুক্ত বলে দায়ী করেছে সিবিআইকে ।

CBI দপ্তরে লালনের জিজ্ঞাসাবাদ

CBI দপ্তরে লালনের জিজ্ঞাসাবাদ: CBI দপ্তরে লালনের জিজ্ঞাসাবাদ সিবিআই দপ্তর লালনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল।  CBI এর দাবি ছিল বীরভূমের বকটুই গ্রামে বাড়িতে অগ্নিকাণ্ডের নেতৃত্ব ছিল এই লালন সেক।কলকাতা হাইকোর্টের নির্দেশে বকটুই ঘটনার ভার যায় CBI এর হাতে। 

রাজ্য সরকারের নির্দেশে 10 জনের প্রতি অপরাধ করার তদন্তে সিট গঠন করা হয়েছিল ।সিবিআইয়ের তদন্তকারী দল বীরভূমের ওই গ্রামে গিয়ে লালন শেখের নাম জানতে পারে। কিন্তু তার আগেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় লালন শেখ।ঘটনার প্রায় নয় মাস পর গত 3 ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড় থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়।

লালনের মৃত্যুতে সিবিআই এর ভূমিকা 

মৃত্যুতে সিবিআই এর ভূমিকা: লালনের মৃত্যুর ঘটনা পর রাজ্যের সোশ্যাল মিডিয়ায় ঝড় চলে ।

তাই শেখ এর মৃত্যুতে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লালন শেখ এর গ্রামবাসীরা। এই বিক্ষোভে শামিল হোন লালনের পরিবারের লোকেরাও রামপুরহাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) ।সংস্থার যে অস্থায়ী ক্যাম্প ছিল সেখানেই সোমবার লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

সেই ঘটনাটিকে লক্ষ্য করে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে লালন শেখের গ্রামবাসীরা।

পরিবারের দাবি লালন নির্দোষ

পরিবারের দাবি নির্দোষ লালন: পরিবারের দাবি লালন নির্দেশ ছিল তাকে ফাঁসানো হয়েছে ।লালনের মেয়ে সংবাদমাধ্যমে বলেছেন যতক্ষণ পর্যন্ত CBI বিরুদ্ধে মামলা দায়ের করা হবে না ততক্ষণ পর্যন্ত দেহটি সৎকার করবো না ।তাই সকল গ্রামবাসীরা রাস্তার মধ্যে বিক্ষোভ দেখানো শুরু করে ।

তাদের একটাই দাবি ওই সময় যে সিবিআই অফিসারেরা দায়িত্বে ছিল তাদের গ্রেপ্তার করতে হবে।

ঘটনাস্থলে ছিল জেলার পুলিশ প্রশাসন আর পুলিশ ঘটনাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে শুরু করে।

আপনাদের জন্য আমরা নিত্যনতুন সংবাদ তুলে ধরবো।

আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রতিদিন 24 ঘন্টার https://pratidin24ghanta.com তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 

 

RELATED ARTICLES

Most Popular

close