রবিবার, জানুয়ারি 5, 2025
HomeUpdateCivil EngineeringEasy Way to Find Good Sand || সহজ উপায়ে বাড়ির কাজের...

Easy Way to Find Good Sand || সহজ উপায়ে বাড়ির কাজের বালি চিনুন

Easy Way to Find Good Sand || সহজ উপায়ে বাড়ির কাজের বালি চিনুন

Easy Way to Find Good Sand || সহজে চেনার উপায় ২০২৩ঃ   মানুষের জীবনে বাড়ির গুরুত্ব অপরিসীম প্রত্যেক ব্যক্তির স্বপ্ন(Dream) থাকে একটি মনের মতন পাকা বাড়ি তৈরি করার। এই পাকা বাড়ি তৈরির সময় একটি মুখ্য উপাদান হলো বালি(send) । আজকে আমরা জানবো কিভাবে বাড়ি তৈরির কাজের জন্য ভালো বালি আমরা চিনবো । যেহেতু বর্তমানে পাকা বাড়ি তৈরির জন্য বালির গুরুত্ব অনেক, তাই আমাদের ভালো বালি(send) অবশ্যই প্রয়োজন।

Easy Way to Find Good Sand || বালির উৎপত্তিস্থল

Easy Way to Find Good Sand
Easy Way to Find Good Sand

Good Sand || বালির উৎপত্তিস্থল:  বালি(send) নদী থেকেই পাওয়া যায় । আসলে তা নয়, নদী যখন পাহাড়ের উপর থেকে বয়ে আসে তখন জলের স্রোতের সাথে বড় বড় পাথরকে বয়ে নিয়ে যায়। নদী উৎপত্তিস্থল থেকে বয়ে আসার সময় জলকে প্রচন্ড বেগে বয়ে নিয়ে যায় । প্রচন্ড বেকের ফলে জলের মধ্যে যে পাথর ভেসে আসে তা একে অপরের সাথে ঘর্ষণ হয়।

এই ঘর্ষণের ফলে পাথর ক্ষয়ে যেতে থাকে। ক্ষয়ে যাওয়া অংশ টুকরো টুকরো আকারে জলের সাথে বয়ে চলে। এভাবে পাহাড়ের উঁচু থেকে সমতলে নদীর স্রোত এই অংশগুলোকে বয়ে নিয়ে আসে। সমতলে আসার ফলে নদীতে জলস্রোত কমে যায়। ফলে নদীর বেগ পাথরের টুকরো অংশগুলোকে আর বয়ে নিয়ে যেতে পারে না।

ফলে এই অংশগুলি নদীর বিস্তীর্ণ এলাকায় ছিটিয়ে পড়ে ও বড় বড় ডিপির আকার ধারণ করে জমে থাকে। এভাবেই নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বালি জমে থাকে । যেগুলি পরবর্তীকালে বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করা হয়। এভাবেই পাথর থেকে বালির উৎপত্তি হয়।

Way to Find Good Sand || কিভাবে কিনবেন

Easy Way to Find Good Sand || সহজ উপায়ে বাড়ির কাজের বালি চিনুন

Easy Way to Find Good Sand || সহজ উপায়ে বাড়ির কাজের বালি চিনুন

Way to Find Good Sand || কিভাবে কিনবেন:  নদীর বালুচড়ে বালি পাওয়া গেলেও তা কিন্তু সরাসরি নিয়ে আসা যায় না। বালি কেনার জন্য নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর কাছে আপনাকে যেতে হবে। এসব ব্যবসায়ী সরকারের কাছ থেকে ট্যাক্স দিয়ে বালি খাদান থেকে বালি তুলেন ও বিক্রি করেন। তবে বালি নেবার সময় আপনাকে অবশ্যই দেখতে হবে বাড়িটি ভালো না খারাপ।

Easy Way to Find Good Sand || সহজে চেনার উপায়

Easy Way to Find Good Sand || সহজে চেনার উপায়: বালুচরে যে বালু পাওয়া যায় তা যে সব সময় ব্যবহারযোগ্য হবে তা কিন্তু না।  তাই কি ধরনের বালি আমাদের ব্যবহারযোগ্য তা আমরা কিভাবে চিনব? যখন নদীতে স্রোতের গতি কমতে থাকে তখন তা স্রোতের নিচে জমতে থাকে।  এভাবে জমার সময় অনেক সময় বালিতে দানার পরিমাণ কম বেশি হতে থাকে।

Easy Way to Find Good Sand || সহজ উপায়ে বাড়ির কাজের বালি চিনুন
Easy Way to Find Good Sand || সহজ উপায়ে বাড়ির কাজের বালি চিনুন

প্রথমত, আমাদের দেখতে হবে যে বালির মধ্যে মোটা দানার পরিমাণ কতটা আছে। স্বাভাবিকভাবে আমরা খালি চোখে দেখলেই এই স্বাভাবিক মোটা দানার পরিমাণটি নির্ধারণ করতে পারব।  যদি আমরা দেখি মোটা দানার পরিমাণ বা বালির মধ্যে কাঁকড়ের পরিমান বেশি হয় তাহলে বুঝতে হবে এই বালি ব্যবহারযোগ্য নয়।

দ্বিতীয়ত ,অনেক সময় যখন জলের স্রোতের সাথে বালিকণা ভেসে আসতে থাকে । সেই সময় দেখা যায় জলে যদি বেশি পরিমাণে কাদার ভাগ থাকে। তবে কাদা সহ বালি জমতে থাকলে যদি বালিতে কাদার পরিমাণ বেশি থাকে তবে, মনে রাখতে হবে সে বালিও আমাদের কাজের যোগ্য নয়।

তৃতীয়ত, যে বালি আমরা কিনব তার দানার পরিমাণ যদি অত্যন্ত ছোট পরিমাণ হয়।  যে সাধারণত কাঁদা ও বালির মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছেনা।  বালি দানা  দলাদলা দেখাচ্ছে তবে আমাদের মনে রাখতে হবে এবালিও আমাদের ব্যবহার করার মত নয়।

Easy Way to Find Good Sand || নির্মাণ প্রকৌশলী

Easy Way to Find Good Sand || নির্মাণ প্রকৌশলী:  যে সহজ উপায় গুলি দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে আমরা বালির গুণমান নির্ণয় করতে পারব। কিন্তু যদি আমরা বৈজ্ঞানিক মাপকাঠির মাধ্যমে বালির ব্যবহারের গুণমান নির্ণয় করতে চাই তাহলে সুদক্ষ নির্মাণ প্রকৌশলী(Civil Engineer) প্রয়োজন হবে। কেননা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা নিজেরাই বিচার করতে পারবো।  তবে বড় কোন নির্মাণ কার্যের জন্য আমরা ভালো বালির গুণমান নির্ণয় করতে পারবো না।  সেজন্য আমাদের একজন নির্মাণ প্রকৌশল(Civil Engineer) এর উপর নির্ভর করতে হবে।

What is Civil Engineer? Click Hare

RELATED ARTICLES

Most Popular

close