Gautam Buddha Biography in Bengali || গৌতম বুদ্ধের জীবনী
Gautam Buddha Biography in Bengali || গৌতম বুদ্ধের জীবনী: গৌতমবুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক । সংস্কৃতে বুদ্ধ শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ লাভ করেছেন বা জ্ঞান লাভ করেছেন । বৌদ্ধ ধর্ম অনুসারে তিনি জগতের শাশ্বত সম্বন্ধে অবগত হয়েছেন।
এবং নিজে নির্বাণলাভের পূর্বে ধরিত্রী সকল জীবকে নির্বাণ লাভের উপায় উপদেশ করেছেন । গৌতম বুদ্ধের ধর্মের ব্যাপ্তি কাল মোট ৫ হাজার বছর। তাই আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে গৌতম বুদ্ধের জীবনী জানব।
জন্মগ্রহণ ও বংশ পরিচয়
জন্মগ্রহণ ও বংশ পরিচয়: সিদ্ধার্থ কপিলাবস্তুর নুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দিনটি ছিল বৈশাখী পূর্ণিমা তিথি এর কয়েকদিন পরে তার মায়া দেবী পরলোক গমন করেন। তখন তার মাসি প্রজাপতি, গৌতমী তাকে লালন পালন করেন । গৌতমি তাকে লালন পালন করেন বলে সিদ্ধার্থের নাম গৌতম হয়।
গৌতম বুদ্ধের (Gautama Buddha) বাল্য নাম সিদ্ধার্থ । সিদ্ধার্থের জন্ম হয়েছিল সাক্ষ্য বংশে ,সাক্ষরা জাতিতে ছিলেন ক্ষত্রিয়। ভারতবর্ষের উত্তর প্রান্তে হিমালয়ের (Himalayas) পাদদেশে সাক্ষ্যদের একটি গণতান্ত্রিক রাজ্য ছিল। নাম ছিল কপিলা বস্তু বা কপিল বাস্তু ।এটি বর্তমানে নেপাল রাজ্যে দক্ষিণ সীমানা থেকে চার মাইল দূরে অবস্থিত ছিল।
এই স্বাক্ষ জাতির নির্বাচিত অধিনায়ক বা রাজা শুদ্ধোধন ছিলেন সিদ্ধার্থের বাবা তার মা ছিলেন মায়া দেবী । এবং তিনি ছিলেন দেবদেহের রাজকন্যা। পন্ডিতদের মতে খ্রিস্টপূর্ব ৫৬৬ অব্দের মধ্যে জন্মবর্ষ এবং খ্রিস্টপূর্ব ৪৮৬ অব্দেকে মহাপরি নির্বাণের কাল অনুমান করা হয়েছে।
Also Read- Click Here
বিবাহ
বিবাহ: প্রচুর ঐশ্বর্য এবং প্রাচর্যের মধ্যে বড় হলেও সংসার গৌতমকে আকর্ষণ করতে পারেনি । বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত চিন্তাশীল এবং উদাসীন । সংসারের প্রতি তার এই উদাসীনতা চিন্তিত করে ফেলেছিল । তাই তার পিতা সংসারের প্রতি আকৃষ্ট করার জন্য গোপা বা যশোধরা নামে এক সুন্দরী কন্যার সাথে গৌতমের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। তখন গৌতম মাত্র ১৬ বছরের কিশোর কিন্তু এতেও গৌতমের সংসারের প্রতি মন আকৃষ্ট হয়নি । মনুষ্য জাতির দুঃখ তাকে নিয়ত পীড়া দিতে থাকে।
Gautam Buddha Biography in Bengali || গৌতম বুদ্ধের জীবনী
গৌতম বুদ্ধের জীবনী || সন্ন্যাস ব্রত
গৌতম বুদ্ধের জীবনী : সন্ন্যাস ব্রত: ২৯ বছর বয়সে গৌতমের একটি পুত্র সন্তান জন্ম হয়। পুত্রটির নাম রাখা হয় রাহুল । এভাবে সংসারের মায়ার বন্ধনে ক্রমশ আবদ্ধ হয়ে পড়ছেন দেখে গৌতম বুদ্ধ ব্যাকুল হয়ে ওঠেন। তাই এক গভীর রাতে গৃহত্যাগ করে। তিনি সন্ন্যাস ব্রত গ্রহন করেন। গৌতমেরে গৃহত্যাগ কে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় মহাভিনিস গমন।
গৃহত্যাগের পর ছয় বছর ধরে সন্ন্যাসী গৌতম মুক্তির সন্তানের নানা স্থানে ঘুরে বেড়ান ,কিন্তু সত্যের সন্ধান তিনি কোন পাননি। বৈশালী ও রাজগৃহে দুজন শিক্ষকের কাছে তিনি শাস্ত্র পাঠাও শিখেন । কিন্তু বৌদ্ধের তাতেও মনে শান্তি আসেনি ।অবশেষে গয়ার কাছে উড়ো বিলবো নামক স্থানে গৌতম কঠোর তপস্যা শুরু করেন।
Gautam Buddha Biography in Bengali || মুক্তি লাভ
Gautam Buddha Biography in Bengali : মুক্তি লাভ: কঠোর তপস্যার পরেও ৭০ অনুসন্ধান মিলেনি । এর থেকে তার মনে উপলব্ধি হয়, যে কেবল শরীরকে কষ্ট দিয়ে কঠোর তপস্যা করলেই সত্য লাভ করা যায় না। এবার তিনি পাশের বয়ে যাওয়া ফুল গো নদীতে স্নান করে সুজাতা নামে এক বণিক কন্যার দেওয়া পরমান্য গ্রহণ করেন ।তারপর অনেকটা সাধারণভাবে মুক্তি লাভের পথে ব্রতী হয়ে এক অশ্বত গাছের তলায় গভীর ধ্যানে মগ্ন হন।
এখানে তিনি মহাজ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেন এবং সন্ধান পান। সংসারে সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভের প্রকৃত পথের । এই সময় থেকে গৌতম বুদ্ধ বা জ্ঞানী নামে প্রসিদ্ধ হয় এবং গয়ার কাছে যে স্থানটিতে তিনি ধ্যানমগ্ন হয়ে এই বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই অঞ্চলটি বুদ্ধগয়া নামে পরিচিত হয়।
Pratidin24ghanta.com