Gayatri Mantra Niyam in Bengali || গায়ত্রী মন্ত্র নিয়ম ও উপকারিতা
Gayatri Mantra Niyam in Bengali || গায়ত্রী মন্ত্র নিয়ম ও উপকারিতা: মহর্ষি বিশ্বামিত্র (Maharshi Vishwamitra) দ্বারা বৈদিক সংস্কৃত ভাষায় রচিত গায়ত্রী মন্ত্র । সকল মন্ত্রের শ্রেষ্ঠ বলে এই মন্ত্রকে বেদ মাতা বলা হয় । গায়ত্রী মন্ত্র এমন একটি মহামূল্যবান মন্ত্র যা জপ করে শুধুমাত্র পূজা করা হয় না বরং গায়ত্রী মন্ত্র কেউ পূজা করা হয়। বেদ এবং পুরানেও এই মন্ত্রের গুরুত্বপূর্ণ অধিক রয়েছে। তাই গায়ত্রী মন্ত্রের বিষয়ে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো।
গায়ত্রী মন্ত্র
ওঁ ভূর্ভুবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি
ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।
মন্ত্রটি শুরু হচ্ছে ‘ওঁ ‘ দিয়ে ‘ওঁ’ কথাটির অর্থ হলো পরমব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বর । ভূ:- কথাটির অর্থ হলো ভূ-লোক বা মর্ত্য লোক, ‘ভূবঃ’ এর অর্থ হলো অন্তরীক্ষ লোক অর্থাৎ স্বর্গলোক ও মর্ত লোকের মধ্যে সংযোগকারী স্থান । স্বঃ কথাটির অর্থ হলো স্বর্গলোক । সবিতুর্বরেণ্যং:- যাকে বা সে সবিতু – অর্থ হলো প্রকাশ অর্থাৎ যিনি সব কিছুর উৎস ।
সাধারণত সূর্যের সঙ্গে সবিতু তার সম্পর্ক করা হয়। এই সূর্যের থেকেই সমস্ত কিছুর সৃষ্টি রেণ্যং- অর্থাৎ পূজনীয় বা বন্দনা করার যোগ্য যিনি ভর্গোঃ- জ্ঞান বা জ্যোতি , দেবস্যঃ দেবতাকে বা দৈবিক সত্তাকে,ধীমহিঃ ধ্যান করি,ধিয়ো: মস্তিষ্ক অর্থাৎ ধীশক্তি বা জ্ঞান,য়ো: যাকে ,নঃ:আমাদের,প্রচোদয়াৎ: প্রজ্বলিত করে।
ব্যাখ্যা: যিনি স্বর্গ, মর্ত্য এবং আকাশ এই স্ত্রী লোকের স্রষ্টা অর্থাৎ যিনি এই সমস্ত কিছু সৃষ্টির উৎস সেই প্রয়োজনীয় দৈবিক পরমব্রহ্ম পরমাত্মার সত্তার ধ্যান করি আমরা তার কাছে প্রার্থনা করি। তিনি যেন আমাদের ধীশক্তি বা জ্ঞানকে সর্বদা কল্যাণময় কাজে নিয়োজিত করেন।
Also Read- Click Here
নিয়ম
নিয়ম: গায়ত্রী Gayatri Mantra মন্ত্র যেমনি শক্তিশালী রয়েছে তার নিয়মও রয়েছে। গায়ত্রী মন্ত্র প্রতিদিন জব করতে পারেন ।গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে আপনাকে পূর্ণতঃ নিরামিষ আহার করতে হবে। গায়ত্রী মন্ত্র উচ্চারণের জন্য মনকে শান্ত রাখতে হবে, মন একাগ্রতা করে শ্রদ্ধা পূর্বক ঈশ্বরের (god) নাম স্মরণ করতে হবে এবং গায়ত্রী মন্ত্র শুরু করতে হবে ।
এই মন্ত্র ঘুম থেকে ওঠার সময়ও উচ্চারণ করতে পারে। সাধারণত ভাবে গায়ত্রী মন্ত্র স্নান ও শুদ্ধ বস্ত্র পড়ে মন্ত্র পাঠ করা হয়। গায়ত্রী মন্ত্র ব্রহ্ম (morning) মুহূর্তে উচ্চারণ করলে খুবই ভালো হয়। গায়ত্রী মন্ত্র কম সে কম 108 বার উচ্চারণ করা উচিত। ১০৮ বারের থেকে বেশি করলে তা কোন ক্ষতি নেই। রাত্রি শোয়ার সময় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে বা ধ্যান করে বিছানায় যাওয়া অত্যন্ত আবশ্যক রয়েছে।
গায়ত্রী মন্ত্র উপকারিতা
গায়ত্রী মন্ত্র উপকারিতা: গায়ত্রী মন্ত্র প্রতিদিন জব করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। কোন ব্যক্তি যদি নিয়ম অনুসারে গায়ত্রী মন্ত্র ধ্যান করে তাহলে সেই ব্যক্তির উপর ঈশ্বর সর্বদা কৃপা দৃষ্টি বজায় রাখেন। গায়ত্রী মন্ত্র ঈশ্বরের মন্ত্র এই মন্ত্রের উপকারিতা খুবই রয়েছে বলে এই মন্ত্রকে হিন্দু ধর্মের যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে পাঠ করা হয়।
শক্তির বৃদ্ধি
যেকোনো শুভ কাজে যাওয়ার সময় গায়ত্রী মন্ত্র স্মরণ করলে সে কাজে কোন বাধা বিঘ্ন আসে না । চাকরি বা পড়াশোনা ক্ষেত্রেও গায়ত্রী মন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গায়ত্রী মন্ত্র ধ্যানের মাধ্যমে করলে তার বুদ্ধিশক্তি এবং স্মরণ শক্তির বৃদ্ধি পায় ,তাই সকালে বা ব্রম্ম্য মুহূর্তে গায়ত্রী মন্ত্র পাঠ করে তারপর আহার করা উচিত। গায়ত্রী মন্ত্র ধ্যান করার পর অন্য কোন মন্ত্র উচ্চারণ করা যাবে। সবার প্রথমে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা হিন্দু ধর্মের নিয়ম রয়েছে।
Pratidin24ghanta.com