HomeNewsGoutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী

Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী

 

Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী

 

Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী:  বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ ।তার অমূল্যবান কিছু বাণী যা মানুষের জীবন বদলে দিতে পারে । গৌতম বুদ্ধ ৮ই এপ্রিল ৫৬৩ খ্রিষ্টপূর্বে নেপালের লুম্বিনী নামক স্থানে । এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন ।ছোট্টবেলায় তার নাম ছিল সিদ্ধার্থ ।

Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী
Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী

তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও সারা বিশ্ববাসীর সমস্যা দেখে তার মন প্রবল প্রভাবিত হয়েছিল । তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সহজ সরল জীবন যাপন ছেড়ে দারিদ্র্য সহ্য করে বৌদ্ধ ধর্ম প্রচারের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করবেন। এবং তিনি তার সাথে কিছু অমূল্যবান বাণী দিয়ে গেছেন যা মনুষ্য জীবনে অত্যন্ত জরুরী।

Goutam Buddha Bani in Bengali

  • সত্যের রাস্তায় চলা মানুষ কেবল দুটো ভুল করতে পারে, হয় সে সমস্ত রাস্তা পার করবে না অথবা সে শুরুই করবে না।
  • অতীত নিয়ে বেশি চিন্তা করবে না, ভবিষ্যতে চিন্তায় পাগল হবে না, বর্তমানে মনোযোগ দিন। এটাই খুশিতে থাকা একমাত্র রাস্তা।
  • তিনটি জিনিস যা কখনোই লুকানো যাবে না সূর্য, চন্দ্র ও সত্য।
  • লক্ষ্য পূর্ণ করার থেকে গুরুত্বপূর্ণ হল যাত্রা পথে ভালোভাবে কাটানো।
Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী



Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী

 

Also Read- Click Here

গৌতম বুদ্ধের বাণী

  • গৌতম বুদ্ধের বাণীঃ হাজারো শব্দের থেকে ভালো হলো সেই একটি শব্দ যা শান্তি নিয়ে আসতে পারে।
  • আপনি যতই বই পড়েন না কেন, যতই ভালো কথা শুনেন না কেন, সেই সব কিছুর কোন মূল্য নেই। যতক্ষণ সেটা আপনি আপনার জীবনে প্রয়োগ না করবেন।
  • সন্দেহ লোককে আলাদা করে দেয় আর অবিশ্বাস বন্ধুত্ব নষ্ট করে দেয়।
  • ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না, ঘৃণাকে একমাত্র ভালবাসার দাড়াই শেষ করা যেতে পারে। আর এটাই প্রকৃত সত্য।
Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী
Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী

সুখী হওয়ার একমাত্র উপায়

  • অতীত নিয়ে বিভ্রান্ত হয়োনা, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেওনা, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়।
  • তোমার চিন্তায় তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাই নেই।
  • ভালো কাজ সবসময় করো, মনকে সবসময় ভালো কাজের নিমগ্ন রাখো, তাহলে জীবনে সুখী হবে।
  • কোন পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে একদিন পাথরের ভান্ডার পূর্ণ হয়ে যাবে।
জীবন
  • তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে, যতই বিশুদ্ধ জীবন যাপন করবে, ততই উপভোগ করতে পারবে জীবনকে।
  • মানুষের অহংকার কোনদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনো উচিত নয়।
Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী
Goutam Buddha Bani in Bengali || গৌতম বুদ্ধের বাণী

 

Pratidin24ghanta.com

RELATED ARTICLES
close
Exit mobile version