Joshimath situation in Jammu || বাড়িতে ফাট ধরায় বেহালদশা জম্মুতে
Joshimath situation in Jammu: বাড়িতে ফাটা ধরায় বেহালদশা জম্মুতে: সম্প্রতি বাড়িতে হঠাৎ করে ফাটল ধরার কারণে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। হ্যাঁ ঠিকই শুনেছেন সম্প্রতি এই ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের গোগরা এলাকায়। এই এলাকা্র বেশকিছু বাড়িতে হঠাৎই ঘুম থেকে উঠে মানুষ লক্ষ্য করে, যে বাড়ির দেওয়ালে মেঝেতে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। রাতারাতি হঠাৎ কি এমন ঘটলো যে, এমন ধরনের ফাটল বাড়িতে ধরছে তা নিয়েই আতঙ্কে আছেন এলাকাবাসী।
এমত পরিস্থিতিতে বাড়িতে থাকার মতন ভরসা দ্বারা পাচ্ছেন না গ্রামবাসী । পরিস্থিতি এমন হয়ে আছে যে কোন সময় বাড়িগুলি ধ্বসে পড়ে যেতে পারে। তাই পরিবারের সকলকে নিয়েই এলাকাবাসীরা আশ্রয়ের জন্য বাড়ি ছেড়ে অন্য নিরাপদ জায়গায় যাচ্ছেন।
Joshimath situation in Jammu || বাড়িতে ফাট ধরায় বেহালদশা জম্মুতে
Joshimath situation in Jammu: ঘটনাটি সরকারের নজরে আসতেই সরকারি এলাকার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক্রা পরিস্থিতি মোকাবেলার জন্য মাঠে নেমে পড়ে ।তারা সরকারি নির্দেশ মতো এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য নির্দেশ দেন। সরকারের তরফ থেকে যেসব পরিবার আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র যাচ্ছেন তাদের জন্য সুনির্দিষ্ট বন্ধ ব্যবস্থা করার জন্য নিম্ন স্তরের আধিকারিকদের নির্দেশ দেন।
সেই অনুযায়ী, নিম্নস্তরীয় আধিকারিকরা এলাকাবাসীদের নির্দিষ্ট স্থানে স্থানান্তরের ব্যবস্থা করেন। লোকাল প্রশাসনের আধিকারিকরা এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তথা এলাকার স্কুল ও অন্যত্রে বর্তমান গৃহহীন পরিবারগুলিকে আশ্রয়ের জন্য থাকার ব্যবস্থা করেন। এছাড়াও কি করে এইসব পরিবারগুলির খাবারের বন্দোবস্ত করা যায় সেটিও লক্ষ্য রাখেন। নিম্ন স্তরের আধিকারিকরা এ বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে বর্তমান পরিস্থিতি আলোচনা করেন ও কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে তা নিয়েও আলোচনা করেন।
Joshimath situation in Jammu || বাড়িতে ফাট ধরায় বেহালদশা জম্মুতে
হঠাৎ করে এ ধরনের ঘটনা ঘটার পিছনে কি কারণ আছে তা নিয়ে চিন্তায় প্রশাসন। এদিকে ঘটনার কারণ জানতে সরকারের তরফ থেকে একটি পর্যবেক্ষণ টিমকে এলাকায় পাঠানো হয়। তাদের এই রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তীতে জানা যাবে ঠিক কি কারনে হঠাৎ করে বাড়ির মধ্যে ফাটল ধরতে শুরু করে । যতক্ষণ পর্যন্ত এর রিপোর্ট না জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে সঠিক কোন তথ্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তরফ থেকে পাওয়া যাবে না বলে জানানো হয়। তবে আধিকারিকরা আশ্বাস দেন, যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার পিছনের কারণকে তারা সামনে তুলে ধরবেন।
Joshimath situation in jammu || বাড়িতে ফাট ধরায় বেহালদশা জম্মুতে
Joshimath situation in Jammu: স্থানীয় এলাকাবাসীরা জানান,” কিছুদিন ধরেই এলাকায় এ ধরনের ঘটনা ঘটে চলেছে।” এলাকাবাসীদের সরকারি আধিকারিকরা কি ধরনের সুবিধা দিচ্ছেন সে প্রশ্ন করলে, তারা জানান হঠাৎ এমন ঘটনার জন্য কি প্রস্তুত ছিলেন না । এলাকার প্রায় চারিদিকে একই অবস্থা হওয়ায় প্রশাসনিক আধিকারিকরাও বা কি করতে পারেন। তবে তারা চান যে,” আমাদেরকে সরকারের তরফ থেকে এমন জায়গা জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হোক যাতে তারা নিজেদের পরিবার পরিজন নিয়ে সেখানে থাকতে পারে ও দৈনন্দিন জীবনের চাহিদাগুলোকে পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত পূরণ করতে পারি।”।
Joshimath situation in jammu || বাড়িতে ফাট ধরায় বেহালদশা জম্মুতে
Joshimath situation in Jammu: এলাকাবাসী জানান,” আমরা পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব? সরকারকে যদিও আমরা এই পরিস্থিটি জানিয়েছি , কিন্তু সরকার য়ামাদের জন্য নির্দিষ্ট কোন ব্যবস্থা করতে পারছেন না। তারা জানান প্রথমে আমাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় সরকারি আধিকারিকরা স্থানান্তর করেন পরবর্তীকালে আমাদেরকে জানানো হয় যে, আমাদেরকে আবার অন্য স্থানে স্থানান্তরিত করা হবে। পরে যখন স্কুল খুলবে তখন আবার অন্য স্থানে স্থানান্তরিত করা হবে। সরকারের এমন অবস্থায় আমরা আস্থা রাখতে পারছি না। আমাদের ভবিষ্যতে কি হবে এ নিয়ে আমরা আরো বেশি আতঙ্কিত”।