kosti pathor in Bengali
kosti pathor in Bengali: আমরা মোটামুটি ভাবে কষ্টিপাথরের ব্যবহার জানি ।আর কষ্টি পাথরের বিষয় ও কিছুটা ধারণা আছে। কষ্টিপাথর দেখা যায় প্রায় বিভিন্ন জায়গায় আর আমরা এটাও দেখেছি বা শুনেছি কোটি-কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি(A stone statue)।
যেখানে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে ।তবে সামান্য এই ১০-১২ ইঞ্চির মূর্তিগুলো কি আসলে এত মূল্যবান? কষ্টিপাথর কি এবং কষ্টিপাথর কি কাজে ব্যবহৃত হয় ? কষ্টি পাথরের বর্তমান সময়ে মূল্য কত এইসব বিষয়ের প্রশ্নের উত্তর আমরা এই পোস্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব।
kosti pathor in Bengali|| কষ্টিপাথর কি
কষ্টিপাথর কি:কষ্টিপাথর আসলে সূক্ষ্ম দানাযুক্ত ডার্ক স্কিস্ট(Dark schist) বা জ্যাস্পারের শক্ত পাথরের মত, যা দিয়ে এর উপর তৈরি চিহ্নের রং পর্যবেক্ষণ করে স্বর্ণের বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। আগ্নেয়গিরি ও লাভা শীতল হয়ে অতি কঠিন শিলায় পরিণত হলে তা বিভিন্ন ও মিশ্রিত রঙ্গে পাওয়া যায়।
প্রত্নতাত্ত্বিক(Archaeologists) দের কাছে এইগুলো আগ্নেয়গিরির লাভা ব্ল্যাক বেসল্ট স্টোন(Black basalt stone) বা আগ্নিও শিলা স্টোনের কালো রঙ্গের পাথর হিসাবে পরিচিত। এসব পাথর যেহেতু এক প্রকার রূপান্তরিত শিলা তাই অন্যান্য শিলা যেভাবে তৈরি হয় সেভাবে পৃথিবীর নানা প্রান্তে বিশেষ করে ভারতবর্ষে এই পাথরের অস্তিত্ব দেখা যায়।
প্রত্নতত্ত্বের ভাষায় কষ্টিপাথর বলে কিছু নেই। স্থানীয় পর্যায়ে অনেকে কালোরঙ্গের পাথরের নির্মিত বস্তুকে কষ্টি পাথর নামে অবহিত করেন। কষ্টিপাথর আসলে যে দামি তা নয় এসব পাথর বিভিন্ন ধরনের হয়। কষ্টিপাথরের বিভিন্ন রং এর মধ্যে কালো রং বেশ দুষ্প্রাপ্য বলে মনে করা হয় ।
Also Read- Click Here
kosti pathor in Bengali|| কষ্টি পাথরের মূর্তি
kosti pathor in Bengali|| কষ্টি পাথরের মূর্তি: তাই কালো কষ্টি পাথরের চাহিদা বেশি। এইজন্য এই কষ্টটি পাথরের দামটাও কিছুটা বেশি কিন্তু আমরা মাঝে মাঝে যে বিভিন্ন সংবাদে দেখি কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। সেটাও আসলে সত্যি পাথরের মূর্তির দাম তার প্রাচীনতার ওপর নির্ভর করে ।
সেই হিসাবে পুষ্টি পাথরের দাম নির্ধারণ করা হয়। কিন্তু কষ্টি পাথরের উপরে তার দাম নির্ধারণ করা হয় না। বিশেষজ্ঞরা বলেন প্রকৃত প্রত্নবস্তুর দাম কোন নির্ধারিত নেই কারণ বস্তুগতভাবে উপাদানটি বাজার মূল্য খুব একটা নয় কষ্টি পাথরের প্রাচীনত্বে তার বিশেষত মূল্য হয়।
kosti pathor in Bengali|| কষ্টি পাথরের মূর্তি
kosti pathor in Bengali|| কষ্টি পাথরের মূর্তি: তাছাড়া কালো পাথরের তৈরি হলেও সেগুলো প্রত্নবস্তু হয় না ।কোন নমুনা প্রত্নবস্তু কিনা তা নির্ধারণের কিছু প্রক্রিয়া আছে । কিন্তু প্রত্নবস্তু হলেও এর দাম নির্ধারণ করা হয় না কারণ এগুলো অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না।
প্রত্নতত্ত্ব দপ্তরের সূত্র অনুসারে জানতে পারি পুলিশ প্রশাসন ,আদালত মাধ্যমে বিভিন্ন নমুনা প্রত্নতত্ত্ব কিনা তা পরীক্ষার জন্য প্রত্ন দপ্তরের পাঠানো হয় ।এখানে রাসায়নিক ও প্রত্নতাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে সেগুলোর প্রাচিনত্তের বিচার বিষয়টি নিশ্চিত করা হয়।
kosti pathor in Bengali|| Use
kosti pathor in Bengali|| Use:প্রত্নবস্তু হিসাবে স্বীকৃতি নিতে হলে সেই পাথরের নমুনাটি কমসেকম 100 বছরের পুরনো হতে হয়। শুধু পুরনো কষ্টিপাথর হলে চলবে না। সেটি হতে হবে মানুষের দ্বারা তৈরি বা ব্যবহৃত উপাদান আর সেটির বিশেষ গুরুত্ব হতে হবে।
কষ্টিপাথর ব্যবহার করা হয় আসলে সোনা রুপা বা প্লাটিনাম শনাক্ত করতে ব্যবহার করা হয়। পাথরের গায়ে সোনা ঘষে তার ওপর যাচাই করা হয়। পাথর যত কালো ততই সোনার উজ্জ্বল্য বোঝা যাবে তাই কষ্টি পাথরের চাহিদাও বেশি।