New Zeeland Vs India ODI update || ICC র্যাঙ্কিয়ে শীর্ষস্থানে ভারত
New Zeeland Vs India ODI update || ICC র্যাঙ্কিয়ে শীর্ষস্থানে ভারতঃ ২০২৩ বছরের শুরুতেই শ্রীলঙ্কাকে(Sri Lanka vs India) ৩-০ হলে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়ে আসে ভারতীয় দল। তারপর দ্বিতীয় সিরিজে নিউজিল্যান্ডের(New Zeeland) বিরুদ্ধে খেলতে নামে ভারত(India Team)। সেখানেও নিউজিল্যান্ডকে(New Zeeland) ব্রাউন ওয়াশ করে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল(India Team)।
এই জয় ছিনিয়ে নেবার পরেই ICC র্যাঙ্কিয়ে আবারও ভারতীয় দল(India Team) শীর্ষস্থানে উঠে আসে। ইন্দরে নিউজিল্যান্ডের(New Zeeland) সাথে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামে ভারতীয় দল(India Team) যদিও আগেই ভারতীয় দল সিরিজ জিতে নেই ।
New Zeeland Vs India ODI update || ICC র্যাঙ্কিয়ে শীর্ষস্থানে ভারত
এই দিন শুধু নিয়ম রক্ষার খেলা, খেলতে নামে ভারতীয় দল(India Team)। নিয়ম রক্ষার ম্যাচেও এদিন ৯০ রানে নিউজিল্যান্ড(New Zeeland) ক্রিকেট দলকে পরাজিত করে ভারতীয় ক্রিকেট দল(New Zeeland)।
New Zeeland Vs India ODI update || T20 শীর্ষস্থানে ভারত
New Zeeland Vs India ODI update || T20 শীর্ষস্থানে ভারত: বছরের শুরুতে শ্রীলঙ্কার(Sri Lanka vs India) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারত(India) জয়লাভ করে। শ্রীলংকান টিমে মরিয়া চেষ্টা সত্ত্বেও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল(India Team) ২-১ ম্যাচে জয় লাভ করে।
শ্রীলংকার সাথে ট২০ ম্যাচ জেতার পরে ভারতীয় দল(India Team) আবারো T20 র্যাঙ্কিয়ে শীর্ষস্থান দখল করে। T20 সিরিজে ভারত যদি জিতে, তবে শীর্ষ র্যাঙ্কিয়ে ভারতের অবস্থান আরো মজবুত হবে।
New Zeeland Vs India ODI update || Test শীর্ষস্থানের সুযোগ
সুচি অনুযায়ী, নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের T20 সিরিজ শেষ হবার পরেই, অস্ট্রেলিয়ার সাথে ৪ টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। রোহিত শর্মা বর্তমানে টেস্ট র্যাঙ্কিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যদি বড় ব্যবধানে টেস্ট ম্যাচের সিরিজ জিততে পারে তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে ভারতের।
পাশাপাশি টেস্টের ক্রম তালিকা শীর্ষস্থানের নিশ্চিত করার সুযোগও রয়েছে ভারতের হাতে।আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে রোহিত শর্মা ও শুভমান গিল। খেলতে নেমেই রোহিত শর্মা ও শুভমান গিরি ২১২ রানের একটি পার্টনারশিপ করে।
New Zeeland Vs India ODI update || ICC র্যাঙ্কিয়ে শীর্ষস্থানে ভারত
এই ম্যাচে দুই ওপেনারই শত রান করে। এদিনের শত রান ছিল রোহিতের ৩০ তম ওডিআই শত রান। ও শুভমান গিলের ছিল ওডিআই চতুর্থ শত রান। এরপর হার্দিক পান্ডিয়া খেলতে নামেও অর্ধশত রান করে, এর মোট রান হয় ৩৮৫।
New Zeeland Vs India ODI update || পরাজিত New Zeeland
New Zeeland Vs India ODI update || পরাজিত New Zeeland; ভারতীয় টিম বোলিং এর শুরুতেই হার্দিক পান্ডিয়া নিউজিল্যান্ডকে প্রথম ওভারেই ঝটকা দেন। এরপর দেভন কোনওয়ে শতরান করে মরিয়া চেষ্টা করেছিলেন ম্যাচ জেতানো কিন্তু কোন পার্টনারশিপ ঠিকমতো না করার কারণে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। শেষে তিনি ইমরানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
এরপর মিডিল অর্ডারে ঠাকুর এবং কুলদীপ সিংহ ও চাহাল মিলে স্পিনের ভেলকি দেখাতে থাকেন ও নিউজিল্যান্ড টিমকে ধরাশায় করে দেয়। শেষে নিউজিল্যান্ড টিম নোভার বাকি থাকতেই ২৯০ রানে অলআউট হয়ে পরাজিত হয়।
আমাদের অন্যান্য খবরের পেতে Click Here