HomeNewsNil Sasthi Date and Time

Nil Sasthi Date and Time

 

Nil Sasthi Date and Time

 

Nil Sasthi Date and Time || নীল ষষ্ঠী পূজা: নীল ষষ্ঠী পূজা করলে আপনার জীবন হতে পারে চমৎকার । ভাগ্যের চাকা খুলে যেতে পারে সংসারের হবে উন্নতি, হতে পারেন মহাদেবের পরম ভক্ত । তাই এবার বুঝে নেওয়া যাক নীল ষষ্ঠী পূজার বিষয়বস্তু।আজকে নীল ষষ্ঠী পূজা বিধি সম্বন্ধে বিশেষ তত্ত্ব আলোচনা করব।

 

Nil Sasthi 2021 Date and Time
Nil Sasthi 2021 Date and Time

নীল ষষ্ঠী পূজার কারণ কি? পুজো করলে কি হয়? নীল ষষ্ঠী পূজার উদ্ভব কোথা থেকে? নীল ষষ্ঠী পূজার বিধি কি এই সব বিষয় খুব গুরুত্বপূর্ণ বলাই যায়। তাই এই পোস্টের অন্তিম পর্যায়ে পর্যন্ত পড়লে সবকিছু বোঝা যাবে।

 

Nil Sasthi Date and Time || লাভ

 

Nil Sasthi Date and Time || লাভ: সন্তানের দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনায় মহিলারা এই ব্রতকথা নিষ্ঠা ভাবে পালন করে থাকেন। শুধুমাত্র মহিলারাই নয় সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত পালন করতে পারেন। এই ব্রতকথার অনেক শক্তি রয়েছে নীল ষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেব শিবের পূজা (Worship of Lord Shiva)করা হয়।

স্বয়ং মা ষষ্ঠীর আদেশেই বহু কাল আগেই এই ব্রত মর্তলোকে প্রচলিত হয় ।সন্তানের মঙ্গল কামনা এবং সন্তানের দীর্ঘ আয়ু তথা সন্তান প্রাপ্তির কামনায় মা ষষ্ঠীর পূজা করা হয়। মান্যতা অনুসারে মা ষষ্ঠী সকল সন্তানদের পালন করেন তাই এদিন মা ষষ্ঠীকে প্রণাম করে নীল ষষ্ঠীর ব্রত করা উচিত।

 

Nil Sasthi 2021 Date and Time



Nil Sasthi 2021 Date and Time

স্বয়ং মা ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনা তথা সন্তান প্রাপ্তির কামনায় নীলকন্ঠ মহাদেবের আরাধনা করতে বলেছিলেন ।যার উল্লেখ নীল ষষ্ঠীর ব্রত কথাতেও পাই  । এই কারণে এই ব্রতটিকে নীল ষষ্ঠী বলে থাকি তাই নীল ষষ্ঠী পুজোর দিন ভগবান শিবের পূজা করলে মা ষষ্ঠী খুবই প্রসন্ন হন ।নীল ষষ্ঠীর ব্রতকথার দিন ভগবান শিবের আরাধনা করলে মা ষষ্ঠীর কৃপা লাভ হয়।

এই ব্রতটির নামের সাথে ষষ্ঠী কথাটা থাকলেও এই ব্রত ষষ্ঠী তিথিতে হয় না। নীল ষষ্ঠী ব্রত দিন সূর্যোদয় (sunrise) থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করা হয় । যারা শারীরিক অসুস্থ বা অন্য কোন কারণে সম্পূর্ণ দিন উপবাস করতে পারেন না, তারা এই দিনে বেলা বারোটায় ভোলেনাথের পুজো করে উপবাস ভঙ্গ করে দিতে পারেন।

 

Tarapith West Bengal- Click Here

 

Nil Sasthi Date and Time || নীলকন্ঠ পূজা

 

Nil Sasthi Date and Time || নীলকন্ঠ পূজা: নীল পূজার দিন সম্পূর্ণ নির্জলা উপবাস রাখা হয়। এই পুজোয় যারা বেলা বারোটায় উপস ভঙ্গ করবেন তারা নীলকন্ঠ ব্রতক কথা পড়বেন এবং শ্রবণ করবেন তারপর উপবাস ভঙ্গ করতে হয় । এদিন অন্য কোন আমিষ পদার্থ(non-vegetarian) আহার থেকে বর্জিত থাকবেন তার সাথে সাথে বাড়িতে এরকম পদার্থ না আনাটাই ঠিক হয়।

 

Nil Sasthi 2021 Date and Time
Nil Sasthi 2021 Date and Time

ফল ,সাবু, দুধ, মিষ্টি, দই, ইত্যাদি শুদ্ধ আহার গ্রহণ করতে হবে । নিজের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে নীল ষষ্ঠীর পূজা বাড়িতেই করতে পারেন তথা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। নিয়ম অনুসারে শিব পুজো উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে করতে হয়।

নীলকন্ঠ ব্রত কথা যদি বাড়িতে করে থাকেন তাহলে পুজোর আসনে বসেই পুজোর সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন । সবার প্রথমে হাতে সাদা ফুল নিয়ে মহাদেবের ধ্যান মন্ত্র পাঠ করতে হবে এবং মহাদেবকে পূজো গ্রহণ করবার জন্য আহ্বান জানাতে হবে।

 

Nil Sasthi Date and Time || পূজা পদ্ধতি

 

Nil Sasthi  Date and Time || পূজা পদ্ধতি: শিবলিঙ্গে ঘি ও মধু মাখিয়ে পঞ্চামৃত বানিয়ে তিনবার ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গ কে স্নান করাতে হবে। দুধ , দই, ঘি, মধু, শর্করা বা চিনি,গঙ্গাজল ইত্যাদি সহযোগে পঞ্চামৃত বানাতে হবে। পরে শিবের ভক্ত নন্দী তথা ত্রিশূল কেউ পঞ্চমৃক দিয়ে স্নান করাতে হবে।

শিব পুজোর বিধি অনুসারে শিবলিঙ্গের সাথে নন্দী আর ত্রিশূলছাড়া শিব পুজো করা উচিত নয়। তারপর গঙ্গাজল দিয়ে তিনবার ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে। তারপরে শ্বেত চন্দন(White sandalwood) দিয়ে শিবলিঙ্গের উপরে তিনটে সাদা চিহ্ন এঁকে দিতে হবে। ভগবান শিবের ছবিতে মহাদেবের যে তিনটি সাদা চিহ্ন দেখা যায় তাকে ত্রিপুণ বলে।

এরপর ভগবান শিবের সব থেকে প্রিয় বেলপাতা অর্পণ করতে হবে । বেলপাতা দেওয়ারও বিশেষ মন্ত্র রয়েছে। বেলপাতা অর্পণ করার সময় মন্ত্র বললে খুব ভালো হয়। এরপর বেল পাতার সাথে সাথে আকন্দ ফুল বা মালা, ধুতুরা ফুল, ভাট ফুল অথবা যে কোন সাদা ফুল ইত্যাদি অর্পণ করতে হবে ।

 

Nil Sasthi Date and Time || পুজো আরতি

 

Nil Sasthi Date and Time || পুজো আরতি: তারপর পাঁচটি ফল ধুয়ে নিখুঁতভাবে বাবা ভোলানাথের মাথায় দিতে হবে । তবে ফলের মধ্যে বেল অবশ্যই দিতে হবে কারণ বেল বাবা ভোলেনাথের প্রিয় ফল। এই দিনে বাবা ভোলানাথের মাথায় কাঁচা আম অর্পণ করা দরকার তারপর বাবা ভোলানাথের উদ্দেশ্যে যাবতীয় প্রসাদ ভোগ নিবেদন করতে হবে আর একটি গ্লাসে জল দিতে হবে।

 

Nil Sasthi 2021 Date and Time
Nil Sasthi 2021 Date and Time

তারপর প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। নিয়ম অনুসারে এই দিন ঘি এর প্রদীপ চালানো উচিত তারপর শিবলিঙ্গের পাশে প্রত্যেক মহিলারা (women) নিজের নিজের সন্তানের নামে প্রদীপ জ্বালিয়ে দিবেন। দীপ জালানোর পর বাবা নীলকন্ঠের পুজো আরতির ধুমধাম করে করতে হবে।

 

Nil Sasthi Date and Time || করবেন না

 

Nil Sasthi Date and Time || করবেন না: তার সাথে সাথে চাইলে শিব স্তুতি, শিব প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন। সন্তানের দীর্ঘ আয়ু কামনায় সকল বিপদ উদ্ধারের জন্য মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তারপর নীল ষষ্ঠীর ব্রতকথা পাঠ করে ব্রত ভঙ্গ করতে পারেন ।

 

Nil Sasthi 2021 Date and Time
Nil Sasthi 2021 Date and Time

নিয়ম অনুসারে নীল ষষ্ঠী উপবাসের আগের দিন সম্পূর্ণ নিরামিষ ভজন করতে হবে। সারা দিনে একবার দানা জাতীয় পদার্থ খাওয়া উচিত, কোন পরা জিনিস খাওয়ানো উচিত না। পুজোর শেষে নিজের দেওয়া ফল নিয়ে আসবেন না পুজোর বসার আগে কাল বস্ত্র ছাড়া অন্য কোন বস্ত্র নিয়ে পূজায় বসলেন।

 

Thank you so much.Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES
close
Exit mobile version