শনিবার, ডিসেম্বর 21, 2024
HomeNewsতবে কি এবার বিয়ের কথা ভাবছেন Rahul গান্ধী || Rahul Gandhi...

তবে কি এবার বিয়ের কথা ভাবছেন Rahul গান্ধী || Rahul Gandhi Marriage Predictions || 2023

” তবে কি এবার বিয়ের কথা ভাবছেন Rahul গান্ধী ” || Rahul Gandhi Marriage Predictions 2023

প্রতিদিন২৪ঘন্টাঃ বিয়ের কথা ভাবছেন Rahul গান্ধী: তবে কি এবার বিয়ের কথা ভাবছেন রাহুন গান্ধী(Rahul Gandhi)। অপেক্ষা করতে করতে ৫২ বছরে পরলেন তিনি। দীর্ঘদিন ধরেই তার বিয়ের জন্য অনেকেই অপেক্ষা(Wait) করে রয়েছেন , কবে তার বিয়ে হবে ? তার থেকেও বড় কথা হল কার গলায় মালা(flower chain) দেবেন তিনি? সম্প্রতি তিনি নিজেই জানিয়েছে, ঠিক কি ধরনের জীবনসঙ্গী(Life partner) তিনি তার জীবনে চান। এর উত্তর রাহুল গান্ধী(Rahul Gandhi) নিজেই সাংবাদিকদেরদিয়েছেন ।

ইন্দিরা গান্ধির মতো গুনসম্মন্ন মেয়েকে বিয়ে করতে চান

 ইন্দিরা গান্ধির মতো গুনসম্মন্ন মেয়েকে বিয়ে করতে চান:  রাহুন গান্ধির(Rahul Gandhi) কাছে যখন সাংবাদিকরা জানতে চান , তিনি কি ইন্দিরা গান্ধির(Indira Gandhi) মতো গুনসম্মন্ন মেয়েকে বিয়ে করতে চান? কী জানালেন তিনি এই প্রশ্নের উত্তরে? রাহুল গান্ধী জানান , প্রশ্নটা বেশ মজার। তিনি সাংবাদিকদের জানান , তিনি এমন একজন মেয়েকে বিয়ে করতে চান , যার মধ্যে তিনি তার দাদি ইন্দিরা গান্ধী(Indira Gandhi) ও মা সনিয়া গান্ধী(Saniya Gandhi) –দুজনেরই গুনাবলি একসাথে মিশে থাকবে ।

অর্থাৎ তিনি বুঝাতেচাইছেন যে যিনিই তার জীবনসঙ্গী হবে না কেনো তাকে তার দাদি ও মায়ের মত বুদ্ধিমতি হতে হবে । এর সাথে তিনি এটিও জানান যে, কেউ যদি তাকে পাপ্পু বলে ডাকে তাহলে তার খারাপ লাগে না । কারন তিনি মনে করেন তার বিরুদ্ধে যে সব অপপ্রচার হয় এটি তারঅংশ মাত্র। তিনি মনে করেন , এ ধরনের কথামার্তা যারা বলেন তারা নিজেরাই আসলে অসন্তুষ্ট ও তার কাজের জন্য ভীত।

রাহুল গান্ধী(Rahul Gandhi) জানান যে, তার মা-বাবা , অর্থাৎ প্রক্তন প্রধানমত্রী(Prime Minister) রাজীব গান্ধী ও তার মা সনিয়া গান্ধীর(Saniya Gandhi) বিয়ে যথেষ্ঠ সফল তাই তিনি তারমায়ের মত একজন কাউকেই তিনি নিজের জীবন সঙ্গী হিসাবে চাইছেন। তিনি আরও জানান যে, ভারত জোড়ো যাত্রার মাধ্যমে তিনি ভারতীয় সংস্কৃকে আরও কাছ থেকে দেখছেন । তিনি জানান যে , দক্ষিন ভারত তথা তেলেঙ্গানা সহ ভারতের অনান্য কিছু রাজ্যের মানুষ মশ্লাদার খাবার পছন্দ করেন ।

তবে কি এবার বিয়ের কথা ভাবছেন Rahul গান্ধী || Rahul Gandhi Marriage Predictions || 2023
তবে কি এবার বিয়ের কথা ভাবছেন Rahul গান্ধী || Rahul Gandhi Marriage Predictions || 2023

Rahul Gandhi Marriage Predictions  Resent Update 

ভারত যাত্রার মাধ্যমে তিনি অনুভব করেছেন যে , একটি রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের শুধু নয় , ভারতের একটি রাজ্যের মধ্যেই বিভিন্ন শহরের মধ্যে সংস্কৃতির মধ্যেই পার্থক্য রয়েছে । তবে রাহুল গান্ধী(Rahul Gandhi) নিজেই তান্দুরি জাতীয় খাবার বেশি পছন্দ করে । আর এই কারনেই তিনি, টিক্কা, কাবাব ও বিভিন্ন ধরনের অমলেট খেতেই বেশি পছন্দ করে ।

নিজের ব্যাপারেও এদিন খোলামেলা ভাবে কথা বললেন রাহুল গান্ধী

নিজের ব্যাপারেও খোলামেলা ভাবে কথা বললেন রাহুল গান্ধীঃ  রাহুল গান্ধিকে(Rahul Gandhi) নিজের ব্যাপারেও খোলামেলা ভাবে কথা বলতে দেখা যায় ।এদিন তিনি নিজের ব্যাপারে বলতে গিয়ে জানান যে, তিনি যখন রেগে যান তখন তিনি কারো সাথে কথা বলার থেকে নিজেই চুপচাপ হয়ে যান ।

Visit Our Other Website Click Here 

তার মতে তার এই ভারত যাত্রাকে তিনি নিজের জন্যএকটি তপস্যা বলে মনে করেন। ভারতীয় সংস্কৃতিতে(Culture ) তপস্যার মাহাত্ব কতটা সেটা তিনি যানান বলে জানান। তিনি বলেন দেশের মানুষ তপস্যা করছেন। তাই তিনি কঠিন কাজ শুরু করার আগে তিনি ভারত জোড়ো যাত্রার মাধ্যমে তপস্যা করছেন।

প্রতিদিন২৪ঘন্টার অন্যান্য খবরগুলি পড়ার জন্য Click Here

RELATED ARTICLES

Most Popular

close