HomeNewsRaja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী

Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী

 

Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী

 

Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী:  রামমোহন রায় যিনি ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলনের মাধ্যমে ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা। বাংলা নবজাগরণের আদি পুরুষ রাজা রামমোহন রায় । ইনি ছিলেন দার্শনিক তথা বাংলা নবজাগরণের অগ্রদূত এবং নারী সমাজের কল্যাণের জন্য মার্ক দর্শক।

Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী
Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী

রাজা রামমোহন রায় কে ভারতের প্রথম আধুনিক ব্যক্তি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) তাকে ভারত পথিক বলে সম্মান জানিয়েছিলেন । পন্ডিত জহরলাল নেহেরু মতে তিনি হলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক।

Raja Ram Mohan Roy Biography in Bengali ।। জন্ম বৃত্তান্ত

Raja Ram Mohan Roy Biography in Bengali :জন্ম বৃত্তান্ত:  রাজা রামমোহন রায়ের জন্ম ১৭৭২ সালের ২২ শে মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় । তার পিতার নাম রামকান্ত রায় ও মাতার নাম তারিনী দেবী ছিল।

Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী



Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী

অনেকে তাকে আধুনিক ভারতের জনক বলে অভিহিত করেছেন । স্বদেশ এবং স্বদেশবাসীর প্রতি রামমোহনের Ram Mohan Roy রীতি ও শ্রদ্ধা ছিল সুগভীর।  দেশবাসীর সামাজিক, ধর্মীয় সংস্কৃতি, রাজনৈতিক জন্য তিনি সমস্ত জীবন ধরে কঠোর পরিশ্রম করেছিলেন।

Also Read- Click Here

শিক্ষা অর্জন

শিক্ষা অর্জন: ছোটবেলা থেকেই রামমোহন রায়ের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল।  এছাড়াও রাজা রামমোহন রায় শৈশব কাল থেকেই খুবই মেধাবী বুদ্ধির বালক ছিল । তিনি আট বছর বয়সে গ্রামের ইস্কুলে বাংলা শিক্ষা লাভ করেন। এরপর পাটনায় (Patna) গিয়ে আরবি ও ফার্সি ভাষায় শিক্ষা অর্জন করেন। এরপর তিনি সংস্কৃত (sanskrit) জ্ঞান অর্জন করার জন্য উত্তরপ্রদেশের কাশিতে যান পরে তিনি ইংরেজি, গ্রিক ও হিব্রু ভাষাও লাভ করেন।

কর্মজীবন

কর্মজীবন: দীর্ঘদিন গৃহত্যাগী অবস্থায় বসবাস করার পর 1796 সালে কলকাতায় ফিরে মহাজনের কাজ করতেন। এরপর তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মচারী হিসেবে কাজ করেছিলেন । ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে সিভিলিয়ান কর্মচারীদের মধ্যে জন ডিগবি সাহেবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়।

Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী
Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী

এবং তার পৃষ্ঠপোষকতায় বাংলার রংপুরের দেওয়ান হিসেবে নিযুক্ত হন । এবং অল্পদিনের মধ্যেই তিনি দেওয়ানী পদে পদোন্নতি লাভ করেন । কিছুদিন সেই অবস্থা থাকার পর তিনি এই চাকরি ছেড়ে দেন ,কারণ সাহিত্য সাধনা ও সমাজ সংস্কার কাজের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন, পরে কলকাতার মানিকতলার বাড়িতে আত্মীয় সভা নামে একটি সংঘ প্রতিষ্ঠা করেন।

ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা – Ram Mohan Roy ১৮২৮ সালে তিনি ধর্ম সমালোচনা মূলক প্রতিষ্ঠান ”ব্রাহ্মসমাজ” প্রতিষ্ঠা করেন তিনি বেদে বর্ণিত অদ্বিতীয় ব্রহ্মের উল্লেখ করে প্রচার করেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়।

Raja Ram Mohan Roy Biography || শিক্ষা সংস্কার

Raja Ram Mohan Roy Biography : শিক্ষা সংস্কার: রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে পুরোপুরি সমর্থন জানান । তিনি মনে করতেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নতুন ভারত গড়ে উঠবে । এই উদ্দেশ্যে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। যেমন 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন Debit Hair সহযোগী ১৮২২ সালে নিজ ব্যয়ে ”এংলো হিন্দু স্কুল” প্রতিষ্ঠা করেছিলেন।

Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী
Raja Ram Mohan Roy Biography in Bengali || রামমোহন রায় জীবনী
রামমোহন রায়ের সাহিত্য জীবন

রামমোহন রায়ের সাহিত্য জীবন উনিশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশক জুড়ে বিস্তারিত ছিল। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে অন্যতম হলো- গৌড়ীয় ব্যকরণ, সম্বাদ কৌমুদী ।এছাড়াও কলকাতায় স্থায়ীভাবে বসবাসের সময় রামমোহন রায় বাংলায় সম্পাদনা করেছিলেন- বেদান্ত গ্রন্থ, কঠো উপনিষদ, মন্ডক উপনিষদ ও বেদান্তসার।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES
close
Exit mobile version