Ramkrishna Bani in Bengali || রামকৃষ্ণের অমৃতবাণী
Ramkrishna Bani in Bengali || রামকৃষ্ণের অমৃতবাণী: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু যিনি জ্ঞানের সাগর তিনি হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব (Sri Ramakrishna Paramahansadev)। তার ভক্তদের উদ্দেশ্যে মহামূল্য অমৃত বাণী বিতরণ করেছেন ।তার ঐশ্বরিক লীলা জীবনতত্ত্ব বিষয়ক নানা মতামত অত্যন্ত সহজ সরল ভাষায় বিতরণ করেছেন, তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু বাণী এই পোষ্টের মাধ্যমে জানব।
রামকৃষ্ণের অমৃতবাণী
- দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ বিশ্বাস তৈরি করে এমন জিনিস কে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন।
- সত্যি কথা বলার সময় নম্র ও একাগ্র (concentrated) হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে।
- আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ঠিক নয়।
- সৎ পথে চলো ,সত্য কথা বলো,দেখবে ধীরে ধীরে সব কষ্ট ঘুচে গেছে।
- জলে নৌকা থাকুক ক্ষতি নাই কিন্তু নৌকায় যেন জল না থাকে তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নাই কিন্তু সাধকের ভিতর যেন সংসার না থাকে ।
- ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় কণায় আছেন কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন তাই এই জন্য ভগবান রুপী মানুষের সেবা করাই হল ভগবানের আসল সেবা করা ।
Also Read- Click Here
Ramkrishna Bani in Bengali
- যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির সৎ ব্যবহার না করো তাহলে তিনি কখনোই অধিক দেবেন না তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য।
- বিনা কোন স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন, সে বাস্তবে নিজের ভালোই করে চলছে।
- যদি তুমি পূর্বদিকে যেতে চাও, তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না ।
- ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়েই যায় ।
যত মত তত পথ
- যত মত তত পথ।
- যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো, শিখে যাও ।
- যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বরপ্রাপ্তি godliness করতে পারবে না অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না এই তিনটি জিনিস হলো- লজ্জা, ঘৃণা এবং ভয় ।
- ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব যার যে নামেও যে ভাবে ডাকতে ভালো লাগে, সে সেই নামেও সেই ভাবে ডাকলে দেখা পায় ।
Ramkrishna Bani in Bengali || মহামূল্য অমৃত বাণী
- সত্য কথাই কলির তপস্যা সত্যকে আটি করে ধরে থাকলে ভগবান লাভ হয়। সত্যে আটি না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়।
- কাম ও অর্থই মানুষকে ঈশ্বরের পথ হতে বিচ্যুত করে, তাই কাম- কাঞ্চন বা কামিনী- কাঞ্চন ত্যাগের পথেই হল ঈশ্বরের পথ ।
- জগতের অন্ধকার শক্তি অবিদ্যা মায়া অর্থাৎ কামনা, বাসনা ,লোভ, মোহ, নিষ্ঠুরতা ইত্যাদি মানুষকে চেতনার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে এই মায়া মানুষকে কামের বন্ধনে আবদ্ধ করে ।
Pratidin24ghanta.com