সোমবার, ডিসেম্বর 23, 2024
HomeNewsroshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা

roshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা

 

roshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা

 

roshan singh : শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা:  শ্রাবন্তীর বিরুদ্ধে কেস ফাইল করলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান সিং । roshan singh নিজের instagram story তে লিখেছেন ”প্রত্যেক বিয়ের পরেই কেন? একটি করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জোড়ায়” এই লেখাটি শ্রাবন্তীর উদ্দেশ্যে লেখা হয়।

roshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা
roshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা

কারণ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম কিন্তু বার-বারই পরকীয়া নামের সাথে যুক্ত রয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত শ্রাবন্তী চট্টোপাধ্যায় বড় বড় অভিযোগ নিয়ে এসেছে তার তৃতীয় স্বামী রোশানের নামে।

roshan singh

roshan singh: অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন । তার তৃতীয় স্বামী রোশান। সূত্রের খবর অনুযায়ী জানা দীর্ঘদিন ধরে আদালতে মিথ্যে সাক্ষ্য দিয়ে আসেন অভিনেত্রী শ্রাবন্তী । আর সেই কারণেই ৩৪০ ধারায় এক মামলা দায়ের করেছেন রোশান সিঙ্গের আইনজীবী।

roshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা

roshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা

যদি কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বা সত্যি কথা বলার শপথ নিয়ে মিথ্যে বয়ান দেন । তাহলে তার বিরুদ্ধে মামলা রিজু করা যায় বলে জানিয়েছেন রোশান সিংহ। সেই আঁধারেই শ্রাবন্তীর বিরুদ্ধে রোশান মামলা রিজু করেন।

রোশন এবং শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ

রোশন এবং শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ: দীর্ঘদিন ধরে রোশন এবং শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই মামলাতেই এতদিন ধরে শ্রাবন্তী নাকি আদালতকে বিভ্রান্ত করে আসছে। ডিভোর্সের কেস চলাকালীন রোশান এর কাছ থেকে খোরপোস দাবি করেছেন শ্রাবন্তী আর তখনই নিজের সম্পত্তি নিয়ে একাধিক ভুয়তত্ত্ব নিয়ে আসছেন অভিনেত্রী। আগামী 16 ডিসেম্বর। পরবর্তী মামলার শুনানি রয়েছে।

Also Read- Click Here

হিন্দু বিবাহ মামলা

হিন্দু বিবাহ মামলা : শ্রাবন্তী আর রোশান সিংহের বিবাহ বিচ্ছেদের মামলার পরে রোশান সিং জানিয়েছিলেন যে তিনি শ্রাবন্তীর সাথেই থাকতে চান। হিন্দু বিবাহ আইনের নয় নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।

roshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা
roshan singh || শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা

তারপরেই রোশান সিং সোশ্যাল মিডিয়ার সামনে ভাব প্রকাশ করেছে। বর্তমানে রোশান আর অভিনেত্রী শ্রাবন্তী মামলা দায়ের হয়েছে সিয়ালদা আদালতে । সেটা হল restitution of Conjugal Rights ধারায় মামলা হিন্দু বিবাহের ৯ নম্বর ধারায় ।

শ্রাবন্তী মামলা দায়ের

শ্রাবন্তী মামলা দায়ের: গত 12 এপ্রিল তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান তিনি শ্রাবন্তীর সাথে থাকতে চান কিন্তু তার পরিপ্রেক্ষিতে ২৬শে এপ্রিল শ্রাবন্তী জানান যে রোশান এর সাথে থাকাটা অসম্ভব।

তার ভিত্তিতেই শ্রাবন্তী মামলা দায়ের করেছিলেন। এবং দিন কয়েকের মধ্যেই আদালতের নোটিশ পৌঁছে যায় রোশান সিংহের কাছে। তারপর থেকে নেট দুনিয়ায় এই বিষয়টি প্রচন্ডভাবে ছড়িয়ে পড়ে।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close