বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024
HomeNewsSaraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র

Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র

 

Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র

 

Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র:  জ্ঞান এবং বুদ্ধির দেবী মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, দেবী বন্দনা, প্রার্থনা মন্ত্র, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র নিয়ে আর চিন্তা করতে হবে না। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং সরল বাংলা ভাষার মা সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র। যা দিয়ে আপনি বিদ্যার দেবী মা সরস্বতীকে প্রসন্ন করতে পারবেন।

মা সরস্বতী পূজার মন্ত্র

Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র
Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র

নমো বিষ্ণু:। নমো বিষ্ণু:। নমো বিষ্ণু:।

নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা।

যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।

Also Read- Click Here

সরস্বতীর ধ্যান মন্ত্র

ওঁ মুক্তাহারাবদাতাং শিরসি শশিকলালঙ্কৃতাং বাহুভিঃ

স্বৈর্ব্ব্যাখ্যাং বর্ণাখ্যমালাং মণিময়কলসং পুস্তকং চোদ্বহন্তীম্‌।

আরীনোত্তুঙ্গবক্ষোরুহভরবিলসন্মধ্যদেশামধীশাং,

বাচামীড়ে চিরায় ত্রিভুবননমিতাং পুণ্ডরীকে নিষণ্নাম্‌।।

 

মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র

 জয়জয় দেবী চরাচর সারে
কুচযুগশোভিত মুক্তাহারে,
বীনারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্হানেভ্য এব চ।
এষ স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কমললোচনে,
বিশ্বরূপে বিশালাক্ষ্মী
বিদ্যাংদেহী নমোহস্তুতে।।
সরস্বতীর প্রণাম মন্ত্র
সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিদ্যারূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তু তে।
প্রার্থনা মন্ত্র
Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র

Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র

 যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপদ্মাসনা, যা বীণাধরদণ্ড মণ্ডিতভূজা যা শুভ্রাবস্ত্রাবৃতা।
যা ব্রহ্মচ্যুতশঙ্কর প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা, সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা।।
যথা ন দেবো ভগবান্ ব্রহ্মালোক পিতামহঃ। ত্বাং পরিত্যজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা।।
বেদাঃ শাস্ত্রাণি সর্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ। ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তু সিদ্ধয়ঃ।।
লক্ষ্মীর্মেধা ধরাঃ পুষ্টি গৌরী তুষ্টিঃ প্রভা ধৃতিঃ। এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্মাং সরস্বতী ।।
বিশেষ তাৎপর্য
 বিশেষ তাৎপর্য: প্রতিবছর বাংলা মাঘ মাসের শ্রী বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় । শিক্ষা ,শিল্পকলা এবং সংগীতের দেবী হলেন সরস্বতী । তাই দেবীর কৃপা লাভ করতে বসন্ত পঞ্চমীর দিন ঘরে ঘরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর আরাধনা করা হয় ।
সরস্বতী ছাড়াও বাগদেবী, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তদের হৃদয়ে সদা বিরাজমান ।
Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র
Saraswati Pushpanjali Mantra Bengali || সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র
তাই প্রতিবছর মাঘ মাসের শ্রী বসন্ত পঞ্চমী তিথিতে আমরা সবাই বাগদেবীর আরাধনায় মেতে উঠি । দেবী সরস্বতী পূজার প্রধান অঙ্গ হল- পুষ্পাঞ্জলি মন্ত্র, ধ্যান মন্ত্র, দেবীর বন্দনা, এবং প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি ছাড়া দেবীর পূজা সম্পন্ন হয় না।
RELATED ARTICLES

Most Popular

close