শ্রীশ্রী সত্যনারায়ণের ব্রতকথা || Satyanarayan Brota Katha and Vidhi Niyom
শ্রীশ্রী সত্যনারায়ণের ব্রতকথা || Satyanarayan Brota Katha and Vidhi Niyom: শ্রীশ্রী সত্যনারায়ণের পুজো হিন্দু ধর্মের একটি অন্যতম পূজা । সত্যনারায়ণ পূজার সাথে ব্রতকথা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ।এই পুজো ভগবান বিষ্ণু (Lord Vishnu) উদ্দেশ্য করানো হয় ।যেকোনো শুভ কাজে সত্যনারায়ণের পুজো করা হয়।
সত্যনারায়ণের পুজোর সাথে ব্রতকথা না পাঠ করলে ভগবান বিষ্ণু বা শ্রীমান নারায়ণ সন্তুষ্ট হয় না ,তাই সত্যনারায়ণ পূজোর নিয়ম ও বিধি মেনে এই পুজো করতে হয়। নিয়ম ও বিধি অনুসারে সত্যনারায়ণের পূজা করলে সংসারের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। তাই আজকে আমরা এই পোস্টের মাধ্যমে সত্যনারায়ণ পূজোর নিয়ম(rules) ও বিধি বিস্তারের রূপে জানবো।
শ্রীশ্রী সত্যনারায়ণের ব্রতকথা
শ্রীশ্রী সত্যনারায়ণের ব্রতকথা: মথুরা নগরী এক ব্রাহ্মণ বাস করতেন । ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী(wife) ছাড়া কেউ ছিলনা । ব্রাহ্মণ সর্বদা ভিক্ষা করেই সংসার চালাতো ভিক্ষাই ছিল তার প্রধান জীবিকা। একদিন ব্রাহ্মণ ভিক্ষায় বেরিয়ে অনেক দূরে গিয়ে বাড়ি – বাড়ি ঘুরতে লাগলেন ,কিন্তু অনেকক্ষণ ঘোরার পরেও কিছুই ভিক্ষা পায়নি।
তখন ব্রাহ্মণ একটি গাছের গোড়ায় বসে কাঁদতে -কাঁদতে নারায়ণের নাম করতে লাগলেন । ব্রাহ্মণের সেই কান্না শুনে নারায়ণের হৃদয় গড়লো। তখন নারায়ণ ব্রাহ্মণকে পরীক্ষার ছলে কোকিল রূপে দেখা দিলেন। কোকিল (cuckoo) বললেন ! ঠাকুর তুমি কাঁদছো কেন? তখন ব্রাহ্মণ বললেন ঠাকুর! তুমিও ফকির, তোমারও যা অবস্থা আমারও সেই অবস্থা ,তাই তোমাকে দুঃখের কথা বলে কি ?লাভ কোকিল ফকির বললেন তুমি আমাকে সামান্য মনে করছ পরে জানতে পারবে আমি কে,
ব্রাহ্মণ এবং শ্রীমান নারায়ণের কাহিনী
ব্রাহ্মণ বললো মশাই! আমি খুব গরীব ভিক্ষা করি আর স্বামী স্ত্রী মিলে খাই। আজ এত দূরে এসেও কোথাও ভিক্ষা পাই নাই তাই কাঁদছি । ফকির বললেন আমার কথা শোনো তুমি সত্য পীড়ের পুজো কর তাহলে তোমার দুঃখ দূর হবে । ব্রাহ্মণ বললেন কি করে আমি সত্য পীড়ের পূজা করব। তখন ফকির বললেন এত রাগছো কেন পীড়ে আর নারায়ণে কোন ভেদ নেই নামে মাত্র ভেদ রয়েছে।
তাই বলে কোকিল ফকির নিজ মূর্তি ধারণ করলেন। ব্রাহ্মণ দেখলেন যে শঙ্খচক্র গদা বদ্ধ চতুর্ভুজধারী সেই মূর্তি। ব্রাহ্মণ বলল আপনার প্রকৃত পরিচয় দিয়ে আমাকে ধন্য করুন তারপর নারায়ণ ফকির রূপ ধারণ করলেন এবং বললেন ব্রাহ্মণ! আমি নারায়ণ, আমি পীড়, আমি ফকির, আমি সব ব্রাহ্মণ বলেন তাহলে পুজো কিভাবে করব? তখন শ্রীমান নারায়ন পুজো পদ্ধতি ও উপকরণ ব্রাহ্মণকে বলে দেন।
Also Read- Click Here
উপকরণ ও সামগ্রী
উপকরণ: শ্রী শ্রী সত্যনারায়ণের Satyanarayan Brota Katha পুজোর জন্য যে উপকরণগুলি দরকার সেগুলি হল- একটি ঘট, আম্রপল্য, ডাব বা কলা, গামছা, সিঁদুর, গঙ্গা মাটি, ধান, পিড়ি বা চৌকি, নতুন বস্ত্র, বাঁশের কাঠি, পান, সন্দেশ বা বাতাসা, পয়সা, ফুলের মালা ,পতাকা, ফুলের তোড়া, চুড়ি, তিল, হরতকি, ফুল, তুলসী, দুর্বা, বেল পাতা, ধুপ, প্রদীপ, পূজার বস্ত্র, দধি(Curd) , মধু, গঙ্গাজল, শিন্নির সামগ্রী, রকমের ফল, নৈবেদ্য, মিষ্টান্ন, গোময়, গোরচনা, দক্ষিণা, আসন আঙ্গুরীয় ইত্যাদি সামগ্রী ও উপকরণ আবশ্যক রয়েছে।
শ্রী সত্যনারায়ণ পূজোর নিয়োম ও বিধি
যেকোনো নর -নারী করতে পারে এই ব্রতকথা । সত্যনারায়ণের ব্রত করলে সংসারে কোন প্রকার দুঃখ কষ্ট থাকে না । মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন । সত্যনারায়ণ ব্রতকথা পুজোয় কিছু নিয়ম ও বিধি রয়েছে যা সংসারে সমস্ত সমস্যা থেকে দূর করে দে । তাই সত্যনারণের ব্রত করলে নিয়ম ও বিধি না মেনে চললে সত্যনারায়ণের ব্রতকথা সম্পূর্ণ হয় না।
এই পূজোর একদিন আগে বাড়িতে নিরামিষ (vegetarian) আহার গ্রহণ করতে হবে। কোনরকম আমিষ পদার্থ থেকে দূরে থাকতে হবে এবং সম্পূর্ণ বাড়িঘর পরিষ্কার ও স্বচ্ছ রাখতে হবে। পুজোর দিন উপবাস থেকে পুজো করতে হবে। পূজার তিন দিন পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করতে হবে ইত্যাদি নিয়ম ও বিধি সত্যনারায়ণ ব্রতকথা ও পূজোয় করতে হবে।
Pratidin24ghanta.com