বৃহস্পতিবার, মার্চ 28, 2024
HomeNewsUlta Rath Yatra 2023 Date

Ulta Rath Yatra 2023 Date

 

Ulta Rath Yatra 2023 Date

 

Ulta Rath Yatra 2023 Date:  প্রতিবছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। এই দিনে উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন স্থানে জগন্নাথ দেবের রথযাত্রা বার করা হয় । শ্রীধামপুরীতে ভগবান জগন্নাথ দেব সহ শ্রী শ্রী বলরাম দেব এবং দেবী সুভদ্রা কে সুশোভিত রথে বসিয়ে রথ টানা হয় ।

Ulta Rath Yatra 2023 Date
Ulta Rath Yatra 2023 Date

সেই রথ টানার জন্য পূর্ণর্থীরা দেশ-বিদেশ থেকে শ্রীধামপুরীতে আসেন । ২০২৩ সালের রথযাত্রা উৎসব এবং উল্টোরথ কবে পালিত হতে চলেছে তা আজ আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো।

Ulta Rath Yatra 2023 Date

  • ২০২৩ সালে স্নানযাত্রা উৎসব পালিত হবে- ০৪ জুন ২০২৩, রবিবার।
  • ২০২৩ সালের রথযাত্রা পড়েছে- ২০ জুন, ২০২৩, মঙ্গলবার।
  • দ্বিতীয়া তিথি শুরু হবে- ১৯ জুন, ২০২৩ সকাল ১১ঃ২৫ মিনিটে।
  • দ্বিতীয় তি সমাপ্ত হবে- ২০ জুন, ২০২৩ দুপুর ০১ঃ০৭ মিনিটে।
  • Ulta Rath Yatra 2023 Date- ২০২৩ সালে উল্টো রথযাত্রা পড়েছে- ২৮ জুন, 2023 বুধবার। (2023, 28 JUNE WEDNESDAY)

বিশেষ তাৎপর্য

বিশেষ তাৎপর্য: পুরান অনুসারে প্রায় ২০০০ বছর পূর্ব থেকে রথযাত্রা এবং উল্টোরথ প্রচলিত হয় । ভারত বাংলাদেশ সহ প্রায় বিশ্বের বিভিন্ন দেশের রথযাত্রা উৎসব পালিত হয়।  পুরীর রথযাত্রা থেকে বাংলায় রথযাত্রার প্রথম সূচনা হয় ।প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন।

Also Read- Click Here

Ulta Rath Yatra || রথযাত্রা

Ulta Rath Yatra : রথযাত্রা: চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা প্রচলন করেন । এখন বাংলায় বহু জায়গায় এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় । এই দিন দাদা বলরাম বোন সুভদ্রার সঙ্গে মুন্ডিচা মন্দিরে যান । জগন্নাথ সেখান থেকে সাত দিন পর নিজ মন্দিরে ফিরে আসেন।

Ulta Rath Yatra 2023 Date

Ulta Rath Yatra 2023 Date

যাওয়ার দিনকে বলা হয় সোজা রথ এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসা কে বলা হয় উল্টোরথ । পরপর তিনটি সুসজ্জিত রথে চড়ে যাত্রা শুরু করেন।  তারা মুন্ডিচা মন্দির ভবনকে আবার মাসির বাড়ি যাওয়া মনে করে অনেকেই।

রথযাত্রার আবির্ভাব

রথযাত্রার আবির্ভাব: জগন্নাথ দেবের রথ যাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্যযুগে । সেই সময় বর্তমান উড়িষ্যার নাম ছিল মালব দেশ। সেই মালব দেশের ইন্দ্রধূর্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন ।

Ulta Rath Yatra 2023 Date
Ulta Rath Yatra 2023 Date

তিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রুপী মূর্তি রথযাত্রা শুরু করার স্বপ্ন আদেশ পেয়েছিলেন । পরবর্তীকালে রাজা ইন্দ্রধূর্ন পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথ যাত্রার প্রচলন করেন।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close