রবিবার, ডিসেম্বর 22, 2024
HomeNewsVagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

 

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

 

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী:  ভগিনী নিবেদিতা একজন অ্যাংলো আইরিশ বংশোদ্ভুত।  সমাজকর্মী ভগিনী নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল ।বাংলা তথা ভারতের সংস্কার আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন ।

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী
Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

Indian সনাতন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি সারাজীবন ভারতের সেবায় উৎসর্গ করেছিলেন । বিদেশ থেকে যে সকল ময়ূসী নারীরা ভারতে এসে, ভারতকে নিজের দেশ মনে করে সেবা করেছিলেন। ভগিনী নিবেদিতা তাদের মধ্যে অন্যতম ছিল।

ভগিনী নিবেদিতা জীবনী || জন্ম

ভগিনী নিবেদিতা জীবনী : জন্ম: ভগিনী নিবেদিতা (Vagini Nivedita) ২৮ শে অক্টোবর, 1867 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের (Ireland) ডানগ্যানন জন্মগ্রহণ করেন । তার পিতার নাম স্যমুয়েল রিচমন্ড নোবেল ছিলেন । এবং মাতা মেরি ইসাবেল ছিলেন ।দশ বছর বয়সে নিবেদিতার পিতার পরলোকগমন হয় । তারপর তার দাদা মশায়ের কাছে থেকেই তিনি লেখাপড়া শুরু করেন।

ভারতে চলে আসেন

ভারতে চলে আসেন: ১৮৮৪ খ্রিস্টাব্দে মিস নোবেল বিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হন । মাত্র ১৭ বছর বয়সে তিনি শিক্ষিকা এবং লেখিকা হয়েছিলেন ।তার অন্তরে ছিল সত্যকে জানার আকাঙ্ক্ষা । ২৮ বছর বয়সে স্বামী বিবেকানন্দের (Vivekananda’s) সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি সামাজিক সাথে সাক্ষাতের পরে অভিভূত হন স্বামীজীর আহবানে তিনি ভারতে চলে আসেন ।

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

১৮৯৮ খ্রিস্টাব্দে ২৮ শে জানুয়ারি তিনি স্বদেশ ,পরিবার ও পরিজন ত্যাগ করে ভারতে চলে আসেন। ১৮৯৮ সালে ২৫ শে মার্চ স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা কে দীক্ষা দেন।  এবং স্বামী বিবেকানন্দ তার নামকরণ করেন ভগিনী নিবেদিতা ।

Also Read- Click Here

মানবসেবা

মানবসেবা: তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন লোকমাতা ও অরবিন্দ মহাশয় বলেছিলেন শিখাময়ী। তিনি নিজেকে সম্পূর্ণ নিবেদন করেছিলেন বলে , নারী জাতির মুক্তির জন্য তিনি বাগবাজারে 16 নম্বর বোসপাড়া লেনে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

১৮৯৮ সালে ১৩ই নভেম্বর মানবসেবা ছিল তার অন্যতম আদর্শ । স্বামী বিবেকানন্দের বাণী বিবেচনা তাকে আধ্যাত্মিকতা ভাবে প্রভাবিত করেছিল। তিনি এক ধারে ছিলেন সন্ন্যাসিনী আবার কবি, দার্শনিক ও ঐতিহাসিক।  কলকাতায় কঠিন পরিস্থিতি খারাপ হলে শহরবাসী পালিয়ে যেতে থাকলে, কিন্তু নিবেদিতা সমস্যাধিন মানুষদের বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে তাদের সেবা করেছিলেন।

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

ভগিনী নিবেদিতার নিজের লেখা বই

ভগিনী নিবেদিতার নিজের লেখা বই: ভগিনী নিবেদিতার নিজের লেখা বই গুলির নাম হল- Kali the Mother, The Web of Indian Life, Cradle Tales of Hinduism, Footfalls of Indian History, The Master as I Saw Him, প্রভৃতি উল্লেখযোগ্য।

Vagini Nivedita in Bengali || উপসংহার

Vagini Nivedita in Bengali : উপসংহার: অতিরিক্ত পরিশ্রমের ফলে কয়েক বছরের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন । হাওয়া বদলের জন্য তিনি দার্জিলিংয়ে ভ্রমণে যান এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সালটা ছিল ১৯১১ সালের ১৩ই অক্টোবর তখন ভগিনী নিবেদিতার বয়স ছিল মাত্র 44 বছর ।

Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী
Vagini Nivedita in Bengali || ভগিনী নিবেদিতা জীবনী

তার এই বিশ্ব বন্ধুত্ব অবদানকে কোনদিন ভোলা যাবে না । তাই ভারতের মাটিতে Vagini Nivedita নাম খুবই প্রসিদ্ধ রয়েছে । এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ভবনটি নিবেদিতা আমি নমঙ্কিন করা হয়েছে।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close