সোমবার, ডিসেম্বর 23, 2024
HomeNewsVidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী

Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী

 

Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী

 

Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী: মহান সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী ও উক্তি খুবই প্রসিদ্ধ রয়েছে ।ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাণীর মধ্য দিয়ে সমাজকে এক নতুন দিশার বর্ণন দিয়ে গেছে। তার শৈশব কাল থেকে তার জীবনে যে সমস্ত ঘটনা বা সংঘর্ষ হয়েছে সেই অনুভব গুলিকে তিনি বাণীর মাধ্যমে সমাজকে নতুন দিশায় নির্দেশ করতে চেয়েছেন ।তাই আজকে এই পোষ্টের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু অমৃত বাণী জানবো।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী

  • বিদ্যা হল সবথেকে বড় সম্পদ, বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না। বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের (society) কল্যাণ সাধন করে
  • সদা সত্য কথা কহিবে। যে সত্য কথা কহে সকলে তাকে ভালোবাসে।
  • দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতন
  • একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায়, যখন সে অন্যের কল্যাণ কর্মের জন্য কিছুটা হলেও সময় অতিবাহিত করতে পারে।
Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী
Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী
  • আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে, সমাজ এবং দেশের (country)  স্বার্থ দেখা উচিত সেটাই হলো প্রকৃত বিবেক ও ধর্ম।

Also Read- Click Here

Ishwarchandra Vidyasagar Best Bani in Bengali

  • যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের কল্যাণ সাধনের জন্য, সর্বদা যত্নবান হওয়া তার প্রধান কর্ম এবং তার জীবনের সর্ব প্রধান কর্ম।
  • পরিশ্রম না করলে স্বাস্থ্যরক্ষা ও সুখ লাভ হয় না। যে ব্যক্তি পরিশ্রম (hard work) করে সে কখনোই কষ্ট পায় না।
  • যাহার যে অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না।
  • আমরা স্বয়ং যে কর্মনিষ্কন্ন করিতে পারি, অন্যের উপর সে বিষয়ের ভার সম্পন্ন করা কদাচ উচিত নহে।
  • মানুষ যতই বড় হয়ে যাক না কেন তাকে সর্বদা তার অতীতকে মনে রাখা দরকার, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ এর দিকে এগিয়ে যাওয়া দরকার।
  • শিক্ষকের দায়িত্বপূর্ণ কর্তব্য ভার গ্রহণ করতে পারে এমন একদল মানুষ সৃষ্টি করতে হইবে। তাহা হইলেই আমাদের উদ্দেশ্য সফল হইবে।
Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী

Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী

সমাজের মঙ্গল

  • সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যকবোধ হইবে, তাহা করিব, মানুষ বা কুটুম্বের ভয় কদাচ সংকুচিত হইব না।
  • যারা নাস্তিক তাদের বৈজ্ঞানিক (scientific) দৃষ্টিকোণ থেকে ঈশ্বরে বিশ্বাস করা উচিত, এতেই তাদের স্বার্থ।
  • সমাজের মঙ্গলের জন্য যা উচিত বা প্রয়োজনীয় মনে হবে, তাই করবে। লোকের বা আত্মীয়দের ভয় কখনো নিজেকে সরিয়ে নেবে না।
  • মানুষকে সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, কারণ তার আত্ম- বৈষম্য এবং আত্মজ্ঞান রয়েছে।
  • যে ব্যক্তি সংযমের সাথে নিয়মানুবর্তিতা পালন করে এবং তার জ্ঞান সকলকে দান করে। তিনি শুধু ইহকালেই নয় পরকালেও পূজিত হন ।
সংকল্প
  • Ishwarchandra Vidyasagar Best Bani :যে ব্যক্তি সংযমের সাথে নিয়মানুবর্তিতা পালন করে এবং তার জ্ঞান সকলকে দান করে। তিনি শুধু ইহকালেই নয় পরকালেও পূজিত হন ।
Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী
Vidyasagar Best Bani in Bengali || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণী
  • যার নিজস্ব বিবেক নেই, সে হালকা বাতাসেও নড়ে।
  • মাতৃভাষায় সম্পূর্ণ দখল, প্রয়োজনীয় বহুবিধ তত্ত্বে যথেষ্ট জ্ঞান, দেশের কুসংস্কার এর কবর হইতে মুক্তি শিক্ষকদের এই গুণগুলি থাকা চাই। এই ধরনের দরকারি মানুষ গড়িয়া তোলাই আমার সংকল্প।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close