শুক্রবার, মার্চ 29, 2024
HomeNewsVijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩

Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩

 

Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩

 

Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩

  • বিজয়া একাদশী ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ।পারণ হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার।
  • বিজয় একাদশী শুরু হবে- ২,ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে ,ইংরেজি মাস অনুসারে 15ফেব্রুয়ারি 2023 বুধবার রাত্রি 12:45 মিনিটে।
  • ০৩ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দে,16 ফেব্রুয়ারি 2023 বৃহস্পতিবার রাত্রি 10:42 মিনিটের মধ্যে।
  • একাদশী ব্রতকথা পালন- ২ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে ও ইংরেজি মাস অনুযায়ী 15 ফেব্রুয়ারি 2023 বুধবার রাত্রি 12:45 মিনিটে।
  • বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩ এ একাদশী পারণ চার ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দে ইংরেজি- 17 ফেব্রুয়ারি 2023 শুক্রবার পূর্বাহ্ন 09:59 মিন্টের মধ্যে।

বিজয়া একাদশী

বিজয়া একাদশী: ইসকন্দপুরাণে বিজয়া একাদশী ব্রতকথা মাহাত্ম্য উল্লেখ রয়েছে। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ Lord Krishna কে বললেন হে ! বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষে একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন! হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত ।

Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩
Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩

এই একাদশীর সম্পর্কে একসময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে (Brahma)  জিজ্ঞাসা করেন তিনি এই প্রসঙ্গে যা কিছু বলেছিলেন এখন আমি তোমাকে তাই তাই বলছি। এই পবিত্র পাপ দূর করণের ব্রত মানুষকে জয় দান করে বলে এর নাম বিজয়া একাদশী।

Also Read- Click Here

বিশেষ তাৎপর্য

পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা এবং লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন । সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে নিয়ে যায় । সীতাকে খোঁজার জন্য রামচন্দ্র চারিদিকে ভ্রমণ করতে থাকে। তখন রামচন্দ্রের Sri Ramachandra সাথে সাক্ষাৎ হয় জটায়ুর ।

Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩

Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩

তখন শ্রীরামচন্দ্রকে জটায়ু রাবণের সমস্ত ঘটনা জানানোর পর, জটায়ু পরলোক গমন করেন ।এরপর সীতাকে উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে রামচন্দ্র বন্ধুত্ব করলেন। ভগবান রামচন্দ্রের কৃপাতে হনুমান লঙ্কাতে গিয়েছিলেন ।সেখানে অশোক বনে সীতা দেবীকে দেখার পরে শ্রী রামের দেওয়া আংটি তাকে তিনি প্রদান করেন।

Vijaya Ekadashi Vrat Katha 2023

Vijaya Ekadashi Vrat Katha 2023 || লক্ষণের পরামর্শ

Vijaya Ekadashi Vrat Katha 2023 :লক্ষণের পরামর্শ: অশোক বন থেকে হনুমান ফিরে এসে সমস্ত ঘটনা রামচন্দ্রকে শোনান। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শের সমুদ্র তীরে গিয়েছিলেন সেই দুর্দান্ত সমুদ্রকে দেখে রামচন্দ্র তার ছোট ভাই লক্ষণ কে বললেন ”হে লক্ষণ কিভাবে এই সমুদ্র পার হওয়া যায়।

তার কোন উপায় আমি খুঁজে পাচ্ছি না।  উত্তরের লক্ষণ বলেন হে! পুরুষোত্তম সর্বদাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব । তবে এক মুনি এই দ্বীপেই বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম। আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উত্তর জিজ্ঞাসা করুন। লক্ষণের এই কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন।

 বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩||কৃষ্ণপক্ষের বিজয়া

 বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩||কৃষ্ণপক্ষের বিজয়া: ভগবান রামচন্দ্র সেই মুনিকে গিয়ে প্রণাম করলেন। মুনিবর শ্রীরামচন্দ্র কে পুরান পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন! হে রামচন্দ্র কি কারনে আমার আশ্রমে আগমন হয়েছে। তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর! আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। আর আমাদের প্রধান উদ্দেশ্য হল লঙ্কা জয় করা।

Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩
Vijaya Ekadashi Vrat Katha 2023 || বিজয়া একাদশী ব্রতকথা ২০২৩

যাতে এই বিরাট সমুদ্র থেকে পার হতে পারি তার উপায় জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করছি। তারপর মুনিবর বললেন হে! রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি! ফাগুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক ”একাদশী ব্রত ” পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন। তারপর থেকে শ্রীরামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রতকথা পালন করতে শুরু করেন।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close