বুধবার, নভেম্বর 6, 2024
HomeNews2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং...

2023 Jhulan Yatra Date and Time – ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়

 

2023 Jhulan Yatra Date and Time – ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়

 

2023 Jhulan Yatra Date and Time – ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময় :  রাধা কৃষ্ণের অন্যতম লীলা হল ঝুলন যাত্রা। এদিন নবদ্বীপ, মায়াপুর, মথুরা, বৃন্দাবন (Vrindavan) সহ গোটা দেশের বিভিন্ন স্থানে জাঁকজমক পূর্ণভাবে পালিত হয় । ঝুলন যাত্রা উৎসব প্রাচীন (ancient) এই উৎসবের সাথে জড়িয়ে আছে নানা সামাজিক ও পৌরাণিক তাৎপর্য ।

2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়
2023 Jhulan Yatra Date and Time – ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়

তাই এই উৎসবে সমস্ত কৃষ্ণভক্তরা পূজো পাঠে মেতে ওঠে । কেবলমাত্র ভারতীয়  India উপমহাদেশে নয় , বিশ্বের বিভিন্ন দেশে ঝুলন যাত্রা (Jhulan Yatra) উৎসব পালন করা হয় । ঝুলন যাত্রা উৎসব 2023 এ নির্দিষ্ট সময় ও তারিখ আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো।

2023 Jhulan Yatra Date and Time

2023 Jhulan Yatra Date and Time:  ঝুলন যাত্রা বর্ষা ঋতুতে পালিত হয় । বর্ষা ঋতুতে (During monsoon season) সম্পূর্ণ বিশ্বে ঝুলন যাত্রা পালন করা হয়। শ্রাবণ মাসের বর্ষা ঋতুতে ঝুলন যাত্রা হয়। ২০২৩ বর্ষে ঝুলন যাত্রার(Jhulan Yatra)  সময় ও তারিখ হলো-

2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়

2023 Jhulan Yatra Date and Time – ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়

২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়

উৎসব তারিখ দিন
রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শুরু ৮ই ভাদ্র ১৪৩০, August26,2023 শনিবার
রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শেষ ১২ই ভাদ্র ১৪৩০, 30August,2023 বুধবার

 

Also Read-Click Here

বিশেষ তাৎপর্য

২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময় : বিশেষ তাৎপর্য: শ্রাবণ মাসের একাদশী থেকে অর্থাৎ শ্রাবণ মাসের শুক্র একাদশী পূর্ণিমা তিথি পর্যন্ত রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা। বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমলীলা কে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল ।

বৃন্দাবনের রাধা কৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা ও সখীদের সাথে দোলনা দোলায় প্রেমলীলাকে কেন্দ্র করে উৎসব পালিত হয় ।পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের দ্বাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন । তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দলয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন ।

2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়
2023 Jhulan Yatra Date and Time – ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়

কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুরী ও প্রেম প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল ,তারই লীলা স্বরূপ ঝুলন যাত্রা পালিত হয়।রাধা কৃষ্ণ(Radha Krishna)  বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান- প্রদানের মাধ্যমে এই জীবজগতের প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন আর সেই লীলার নানা রূপ এই যুগে ঝুলনযাত্রায় পরিবেশিত হয়।

বিশেষ আকর্ষণ || 2023 Jhulan Yatra Date and Time

বিশেষ আকর্ষণ : 2023 Jhulan Yatra:  রাধা কৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয়। ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পৃথিবীর নানা স্থান থেকে ভক্তরা মায়াপুর, নবদ্বীপ, শান্তিপুর, ছুটে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ,

2023 Jhulan Yatra Date and Time - ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়
2023 Jhulan Yatra Date and Time – ২০২৩ ঝুলন যাত্রা তারিখ এবং সময়

এবং বিশেষত মায়াপুরে যেরকম ভাবে ঝুলন (Jhulan Yatra festival)উৎসব পালন করা হয় তা অন্যান্য জায়গায় দেখা যায় না। শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে। যা ঝুলনের বিশেষ আকর্ষণ হয় তাই ভক্তরা রাধা কৃষ্ণের মূর্তিকে দোলনায় দোলান তাই এই উৎসবের নাম ঝুলন যাত্রা।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close