শুক্রবার, নভেম্বর 22, 2024
HomeUpdateCivil EngineeringWhat is Civil Engineer || নির্মাণ প্রকৌশলী কী?

What is Civil Engineer || নির্মাণ প্রকৌশলী কী?

What is Civil Engineer || নির্মাণ প্রকৌশলী কী?

What is civil Engineer ||  নির্মাণ প্রকৌশলী কীঃ জীবিকা নির্বাহের তাগিদে প্রত্যেক মানুষই কিছু না কিছু কাজ করে থাকে জীবনধারণের জন্য। তার জন্য প্রত্যেক মানুষের নিজের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা অনুযায়ী নিজের পেশাকে বেছে নেয়।

সেরকমই একটি পেশা হলো বাস্তু প্রকৌশলী বা নির্মাণ প্রকৌশলী(Civil Engineer) । এরা সাধারণত নির্মাণ কাজের সাথে জড়িত থাকে। অন্যান্য পেশার মতন এটিও একটি পেশা। এই পেশাটি বর্তমানে একটি সম্মানজনক ও দামি পেশা হিসেবেই সমাজে গণ্য।

 

What is Civil Engineer || নির্মাণ প্রকৌশলী কী?

Simple and Minimalistic Travel Vlog YouTube Thumbnail 1 What is Civil Engineer
What is Civil Engineer || What Mostly They do ? || নির্মাণ প্রকৌশলী কী?

নির্মাণ প্রকৌশলীরা(Civil Engineer) সমাজের বিভিন্ন নির্মাণ কাজের(Building work) সাথে জড়িত থাকে। তারা নির্মাণের জন্য প্রয়োজনীয় নকশা(Plane) তৈরি করে ও প্রকল্পের(Project) রূপকে বাস্তবায়িত করে।

যেমন- এরা বাড়ি(Home), রাস্তাঘাট(Road) , বিভিন্ন সরকারি বিল্ডিংGoverment Building , বিভিন্ন ফ্যাক্টরি(Factory) , মানুষের বসবাসের জন্য বিল্ডিং , বিভিন্ন সোসাইটি ইত্যাদি নির্মাণ কাজে জড়িত থাকে। এরা যে শুধু বাস্তব অভিজ্ঞতার উপরে কাজ করে তা কিন্তু নয় এদের পার্থক্যটাই হল যে এরা বাস্তব অভিজ্ঞতার সাথে সাথে পুঁথিগত বিদ্যাও থাকে ।

What is Civil Engineer ||  শিক্ষাগত যোগ্যতা

 What Mostly They do ।। শিক্ষাগত যোগ্যতাঃ  নির্মাণ প্রকৌশলী পেশার জন্য শিক্ষাগত যোগ্যতার অবশ্যই প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা ছাড়া একজন সুদক্ষ নির্মাণ প্রকৌশলী বা বাস্তুকার হওয়া সম্ভব নয়।

What is Civil Engineer || নির্মাণ প্রকৌশলী কী?

What is Civil Engineer || নির্মাণ প্রকৌশলী কী?

What is Civil Engineer || নির্মাণ প্রকৌশলী কী?

 

বাস্তুকার বা নির্মাণ প্রকৌশলী হওয়ার জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ডিগ্রী নেওয়ার প্রয়োজন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর নির্মাল প্রকৌশলীর(Civil Engineer) পেশাগত ডিগ্রি নিয়ে তবেই একজন পেশাগত বাস্তুকার বা নির্মাণ(Civil Engineer) প্রকৌশলী হওয়া যাবে।

What is Civil Engineer ||  বাস্তব অভিজ্ঞতা:

What Mostly They do || বাস্তব অভিজ্ঞতা:  একজন সুদক্ষ নির্মাণ প্রকৌশল এর ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন। বাস্তব অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে নকশা বা অন্যান্য বিষয় সম্পর্কে অভিজ্ঞতা থাকলেও বাস্তবে প্রকল্প বাস্তবে রূপায়ণের অভিজ্ঞতা যদি না থাকে তবে তা অনেক সমস্যা তৈরি করতে পারে।

তাই একজন নির্মাণ প্রকৌশলী বা বাস্তুকারের জন্য অবশ্যই কমসেকম এক বছর থেকে পাঁচ বছরের বাস্তবায়নে থাকা প্রয়োজন।

What is Civil Engineer ||  কর্মসংস্থান

What is Civil Engineer ||  কর্মসংস্থান:  নির্মাণ প্রকৌশলী(Civil Engineer) বা বাস্তু প্রকৌশলীদের শিক্ষাগত যোগ্যতা বা  শেষ করার পরে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের জন্য যোগদানের সুযোগ রয়েছে।

স্নাতক (Degree) শেষ করার পরেই অনেকে সরাসরি কলেজ ক্যাম্পাস থেকেই কর্মসংস্থানে যোগদান করে।  আবার কেউ কেউ সরাসরি বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে যোগ্যতা অনুযায়ী যোগদান করতে পারে। যেমন- কাটা, এলএনটি, এ সি এল, সিম্প্লেক্স ইত্যাদি কনস্ট্রাকশন কোম্পানিতে যোগদান করতে পারবে|

Golden Opportunity in Medhasree Prakalpa | Click Here

RELATED ARTICLES

Most Popular

close