শনিবার, সেপ্টেম্বর 14, 2024
HomeNewsGolden Opportunity in Medhasree Prakalpa

Golden Opportunity in Medhasree Prakalpa

 

Golden Opportunity in Medhasree Prakalpa

 

Golden Opportunity in Medhasree Prakalpa:  মেধাশ্রী প্রকল্পে সুবর্ণ সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর(Chief Minister of West Bengal) নির্দেশে মেধা শ্রী প্রকল্পের উন্নতি হওয়ার জন্য সীলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা । এই প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা ভাগীদারি হতে পারবেন।

 

Golden Opportunity in Medhasree Prakalpa
Golden Opportunity in Medhasree Prakalpa

 

মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু জাতির(Minorities) পড়ুয়ারা ৮০০ টাকা করে ভাতা হিসাবে পাবেন। এই সুবর্ণ সুযোগটি অনেক ছাত্র-ছাত্রীরা নেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

 

Golden Opportunity in Medhasree Prakalpa || Cabinet proposal

 

Cabinet proposal: পশ্চিমবঙ্গের এই মেধাশ্রী প্রকল্পটি হওয়ার ফলে অনেক দুস্থ ছাত্র-ছাত্রীরা সাহায্য পাবে। তাই এই সুবর্ণ সুযোগটি না হারিয়ে মেধাশ্রী প্রকল্পের(Medhasree Prakalpa) জন্য যোগাযোগ করবেন।

Golden Opportunity in Medhasree Prakalpa

Golden Opportunity in Medhasree Prakalpa

 

যেমন পশ্চিমবঙ্গে এর আগে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মেয়েদের রাজ্য সরকারের দ্বারা সুবিধা দেওয়ার জন্য শিক্ষাশ্রী প্রকল্প শুরু করা হয়েছিল। তেমনি এবার ওবিসি(OBC) ছাত্র-ছাত্রীদের জন্যও রাজ্য সরকারের বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হলো। তবে এই প্রস্তাবে রাজ্যের মন্ত্রিসভার (Cabinet proposal) সদস্যরা অনেকেই সাপোর্ট করেছেন এই প্রকল্পের বিষয়ে।

 

Also Read-Bharat Ratna in Hindi – Click Here

 

 Medhasree Prakalpa || State Chief Minister’s announcement

 

State Chief Minister’s announcement: রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে রাজ্যের সমস্ত পড়ুয়াদের মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ৮০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উত্তরবঙ্গের এক প্রশাসনিক সভায় এই ছাত্র বৃত্তির কথা ঘোষণা করেন  । তিনি আরো বলেন কেন্দ্র সরকারের অনগ্রসর জাতি ও সংখ্যালঘু পূর্বের জন্য ছাত্র বৃত্তির প্রকল্প বন্ধের বিরুদ্ধে তিনি প্রতিবাদের কথা উল্লেখ করেন।

 

Golden Opportunity in Medhasree Prakalpa
Golden Opportunity in Medhasree Prakalpa

 

মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন এ বছরে আমরা পশ্চিমবঙ্গে রাজ্যের সমস্ত মেধাবী ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ(Scholarship) দেব ৮০০ টাকা করে । সেই টাকাটি দেওয়া হবে মেধা শ্রী প্রকল্পের মাধ্যমে। সেই সাথে সাথে শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা ও দেওয়া হবে।

 

 Medhasree Prakalpa || administrative meeting

 

 Medhasree Prakalpa || administrative meeting: মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারায় প্রশাসনিক সভায় আরো বলেন যে আমাদের রাজ্যের সকল সংখ্যালঘু মেধাবী ছাত্র-ছাত্রীদের কেন্দ্র সরকার বৃত্তি দেওয়া বন্ধ করেছে। কিন্তু আমরা ওবিসি ছাত্র-ছাত্রীদের পাশে থাকবো। রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে।

 

Golden Opportunity in Medhasree Prakalpa
Golden Opportunity in Medhasree Prakalpa

 

ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোনো আর্থিক সমস্যা না হয়। তাদের উন্নতির জন্য আমাদের সরকার সর্বদা তৎপর থাকে । এই সমস্ত বিষয়ের দিকে তাকিয়ে আমরা এই মেধাশ্রী প্রকল্পের ভাতা শুরু করেছি । প্রত্যেক পড়ুয়ারা ৮০০ টাকা করে ভাতা দেওয়া হবে । মুখ্যমন্ত্রী এটাও বলেন মেধা শ্রী প্রকল্পের জন্য আমাদের মন্ত্রিসভা সদস্যরা সবাই একমত দেন।

Thank you so much. Pratidin 24 ghanta

 

RELATED ARTICLES

Most Popular

close