শনিবার, নভেম্বর 23, 2024
HomeNewsBiography of Jibanananda Das in bengali || জীবনানন্দ দাশের জীবনী

Biography of Jibanananda Das in bengali || জীবনানন্দ দাশের জীবনী

Biography of Jibanananda Das in bengali ||  জীবনানন্দ দাশের জীবনী

Biography of Jibanananda Das in Bengali || জীবনানন্দ দাশের জীবনীঃ ১৮০০ শতকে জন্মগ্রহণ করা ব্রিটিশ শাসিত বাংলার অন্যতম আধুনিক বাংলার কবি ছিলেন জীবনানন্দ দাস।প্রাকৃতিক বৈচিত্র্য ভরা বাংলার অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন জীবনানন্দ দাশ। তিনি তার লেখার মাধ্যমে বাংলার বৈচিত্র্যময় সাহিত্য জগতে নিজের বিশিষ্ট অবদানের মাধ্যমে অন্যতম স্থান অধিকার করে রেখেছেন।

বাংলার যেসব শ্রেষ্ঠ সাহিত্যিক আছেন তাদের মধ্যে জীবনানন্দ দাশের নাম উপরে সারিতে পাওয়া যায়। Biography of Jibanananda Das in Bengali || জীবনানন্দ দাশের জীবনী বা জীবনানন্দ দাশের আত্মজীবনী বা জীবনানন্দ দাশ(Jibanananda Das) এর জীবন সম্পর্কে বিস্তারিত এই লেখার মাধ্যমে আলোচনা করব।

কে ছিলেন জীবনানন্দ দাশ ? Who was Jibananda Das?  ১৮০০ শতকের শেষের দিকে জন্মগ্রহণ করা ও বিংশ শতাব্দীর বিখ্যাত একজন কবি, সাহিত্যকর ও প্রবন্ধকার ছিলেন জীবনানন্দ দাশ। তিনি বাংলা ভাষাকে তার লেখনির মাধ্যমে দূর দূরান্তে পৌঁছে দিয়েছেন।

Biography of Jibanananda Das in Bengali || জম্ন ও বংশ পরিচয়

  জীবনানন্দ দাশ অবিভক্ত পূর্ব বাংলার বরিশালের এক ব্রাক্ষ্মন পরিবারে জন্মগ্রহন করেছিলেন । বর্তমানে তা বাংলাদেশের অংশ মধ্যে পরে ।

পিতা সত্যানন্দ দাশ এবং মাতা কুসুমকুমারো দেবীর প্রথম সন্তান ছিলেন তিনি জন্ম ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭  ফেব্রুয়ারি ।তারা মোট তিন ভাই বোন ছিলেন । জীবনানন্দ দাশ সাহিত্য জগতের প্রথম পাঠ শেখেন তার মায়ের কাছ থেকে । তার মা কুসুমকুমারি দেবী নিজেও বাড়িতে সাহিত্য চর্চা করতেন। ” আমাদের দেশে হবে , সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে”এই কবিতাটি তার মায়ের রচনা।

Biography of Jibanananda Das in bengali

জীবনানন্দ দাশের পিতা পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক, তবে তিনি শুধু শিক্ষকতাই করতেন না, শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবার কাজও করতেন। এছাড়াও তিনি সমাজের বিভিন্ন ঘটনাকে তুলে ধরার জন্য ব্রহ্মবাদী নামের এক পত্রিকার ও প্রতিষ্ঠা করেন।

Jibanananda Das in Bengali || বাল্যকাল ও শিক্ষা 

ততকালীন সময়ে গ্রামের বাড়িতেই বাড়ির সাহিত্যময় পরিবেশ ও বাংলার রূপময়
পরিবশকে খুব কাছে থেকে দেখে বড় হয়েছিলেন জীবনানন্দ দাশ । বাড়িতে সাহিত্যের পরিবেশ থাকার
কারনে ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ জাগে তার ।

 

Jibanananda Das in Bengali || জীবনানন্দ দাশের শিক্ষা জীবনঃ  জীবনানন্দ দাশ বরিশালে তার প্রথম শিক্ষার পাঠ শুরু করেন। ব্রজমোহন স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন ১৯১৫ সালে। ১৯১৭ সালে আইএ পাস করেন  বিএম কলেজ থেকে এরপর তিনি চলে আসেন কলকাতায় । এখানে তিনি প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্সে ভর্তি হয় সালটা ছিল , ১৯১৯ এই একই কলেজ থেকে তিনি ইংরেজিতে এমএ পাস করেন ১৯২১ সালে ।পরবর্তীকালে তিনি আইন পড়ার জন্য কলেজে ভর্তি হন যদিও তিনি শেষ পর্যন্ত তা ছেড়ে দেন।

Biography of Jibanananda Das || কর্ম জীবন

Biography of Jibanananda Das || কর্ম জীবনঃ জীবনানন্দ দাস শিক্ষাজীবন শেষ করে প্রথম কলকাতা সিটি কলেজে তার কর্মজীবন শুরু করেন ১৯২২ সালে। এরপর তিনি একের পর এক কলেজে সাহিত্যচর্চার উপরে অধ্যাপনা করেন।

কলকাতা সিটি কলেজ ১৯২২ সালে
বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজ ১৯২৯ সালে
দিল্লির রামযশ কলেজ ১৯২৯সালে

এরপর তিনি ১৯৩০ সালে আবার দেশের বাড়িতে আসেন। এখানে কিছুদিন অতিবাহিত করার পর 1935 সালে বরিশালের বিএম কলেজে যোগদান করেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ১৯৪৭ সালে দেশভাগের আগে সপরিবারে কলকাতায় চলে আসেন।

Biography of Jibanananda Das || গল্প, উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধগ্রন্থ

 

Biography of Jibanananda Das || গল্প, উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধগ্রন্থঃ   জীবনানন্দ দাশের কাব্য চর্চা শুরু হয় ছোটবেলা থেকেই যখন সেই স্কুলে পড়েন তখন থেকেই তার লেখনি প্রকাশিত হতে শুরু করে। তার প্রথম কবিতা হল “বর্ষা আহবান” যা ১৯১৯ সালে ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয় তিনি মূলত কবি হলেও অনেক ছোট গল্প কয়েকটি উপন্যাস ও বেশ কয়েকটি প্রবন্ধ রচনা করেন।

বর্ষ-আবাহন ১৯১৯
ঝরাপালক ১৯২৭
ধূসর পান্ডুলিপি ১৯৩৬
বনলতা সেন ১৯৪২
মহাপৃথিবী ১৯৪৪
সাতটি তারার তিমির ১৯৪৮
রূপসী বাংলা ১৯৫৭
বেলা অবেলা কালবেলা ১৯৬১

 

এছাড়াও তিনি গল্পকার ও উপন্যাসিক হিসাবে ও নিজেকে প্রতিভাবান গড়ে তুলেছিলেন। যার ফলস্বরূপ তার মৃত্যুর পরে অসংখ্য লেখা বিভিন্ন পান্ডুলিপিতে পাওয়া যা।। এই উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে যেমন বাসমতীর উপাখ্যান, জীবন প্রণালী, জলপাইহাটি, ইত্যাদি। তার জীবনে তিনি দুই শতাধিকেরও বেশি গল্প রচনা করেন।

Biography of Jibanananda Das || প্রাপ্ত সম্মান

Biography of Jibanananda Das || প্রাপ্ত সম্মানঃ   জীবনানন্দ দাশের অসংখ্য লেখনীর মধ্যে বনলতা সেন কাব্যগ্রন্থটি ১৯৫৩ সালে নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়। এছাড়াও তিনি ১৯৫৪ সালে ভারত সরকারের সাহিত্য একাডেমী পুরস্কার পান তার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটির জন্য।

১৯৫৪ সালের ২২ শে অক্টোবর বাংলার এই মহাপুরুষ সবাইকে কাঁদিয়ে কলকাতায় পরলোক গমন করেন।

 

RELATED ARTICLES

Most Popular

close