Big Lithium Reserves in Jammu & Kashmir || 6.9 মিলিয়ন টন লিথিয়ামের খোঁজ মিলল জম্মু কাশ্মীরে
Big Lithium Reserves in Jammu & Kashmir || 6.9 মিলিয়ন টন লিথিয়ামের খোঁজ মিলল জম্মু কাশ্মীরে : ভারতের ভূবিজ্ঞানীদের অনুসন্ধান অনুযায়ী, ভারতের জম্মু-কাশ্মীরে প্রায় 6.9 মিলিয়ন টন(Million Ton) লিথিয়াম(Lithium) থাকার সম্ভাবনা পাওয়া গেছে। এদিকে কিছুদিন আগেই তুর্কিতে ভূমিকম্প বিধ্বস্তদের জন্য সাহায্য পাঠায় ভারত। ঠিক সেই সময় ভারতের জন্য সুখবর আসে ভারতে বিশাল এক লিথিয়াম(Lithium) ভান্ডারের খোঁজ পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে যে পরিমাণ লিথিয়ামের(Lithium) খোঁজ পাওয়া গেছে তা ভারতের লিথিয়ামের(Lithium) চাহিদা পূরণ করবে।
Big Lithium Reserves in Jammu & Kashmir
পুরো বিশ্ব যেভাবে গ্রীন এনার্জির ব্যবহারের দিকে যেভাবে এগোচ্ছে তাতে এই লিথিয়াম(Lithium) প্রচুরভাবে এনার্জি ধরে রাখতে সাহায্য করে। এই লিথিয়াম বর্তমানে(Lithium) প্রচুর কাজের জিনিস বলে পুরো বিশ্ব লিথিয়ামের(Lithium) চাহিদা মেটাতে ব্যস্ত।
Big Lithium Reserves in Jammu & Kashmir || জম্মু ও কাশ্মীর
Big Lithium Reserves in Jammu & Kashmir || জম্মু ও কাশ্মীরঃ ভারতে এই প্রথম লিথিয়ামের(Lithium) ভান্ডার পাওয়া গেল। লিথিয়ামের(Lithium) এই ভান্ডার পাওয়া গেল ভারতের জম্মু ও কাশ্মীর বর্তমান কেন্দ্র শাসিত অঞ্চলে। এখানে লিথিয়াম পাওয়া গেছে প্রায় ৫৯ লাখ টন এর মত । বর্তমানে এটি একটি বিশাল পরিমাণ বলে ধরা হচ্ছে। দিন দিন যেভাবে লিথিয়াম(Lithium) আয়ন ব্যাটারির চাহিদা গোদা পৃথিবী জুড়ে বাড়তে আছে তাতে এটি ভারতের অর্থ ব্যবস্থায় উন্নতিতে সাহায্য করবে । এছাড়াও পরিবেশের মধ্যে গ্রীন এনার্জি তথা পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করবে।
Big Lithium Reserves in Jammu & Kashmir || লিথিয়ামের ব্যবহার
Big Lithium Reserves in Jammu & Kashmir || লিথিয়ামের ব্যবহারঃ বর্তমানে পৃথিবীতে দূষণমুক্ত জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে গ্রিন জ্বালানির উপরে বেশি আগ্রহ দেখাচ্ছে পুরো বিশ্ব। আর এই চাহিদা পূরণের জন্য লিথিয়াম বিশেষ এক ভূমিকা গ্রহণ করে। বর্তমানে পুরো বিশ্ব জুড়ে যত ধরনের ব্যাটারি তৈরি হচ্ছে তার মধ্যে এই লিথিয়াম ব্যবহার করা হয়। এই লিথিয়ামের এনার্জি ধারণক্ষমতা অনেক বেশি ।
লিথিয়ামের ব্যাটারি অনেকক্ষণ ধরে চার্জ ধরে রাখতে পারে। তাই বর্তমানে ব্যাটারির মধ্যে এ লিথিয়ামকে ব্যবহার করা হচ্ছে। লিথিয়ামের চার্জ ধারণ ক্ষমতা আবিষ্কারের পর থেকেই পুরো বিশ্বে লিথিয়ামের চাহিদা বেড়ে গেছে। বর্তমানে শুধু মোবাইলের ব্যাটারির জন্যই নয়। ব্যাটারি চালিত যেসব গাড়ি ও অন্যান্য যেসব যানবাহন বেটারের উপর নির্ভর করে চলছে তাদের জন্য প্রচুর পরিমাণে লিথিয়ামের প্রয়োজন তাই এটি একটি বহু মূল্যবান জিনিস ।
এতদিন ভারত এ লিথিয়ামের(Lithium) চাহিদা পূরণের জন্য বিশ্বের অন্যান্য দেশের উপর নির্ভরশীল ছিল। বিশেষ করে ভারতের লিথিয়ামের চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ করা হতো চীন থেকে আমদানি ক। কিন্তু ভারতের হাতে যদি এই ৫৯ লাখ টন লিথিয়াম থাকে তবে তার জন্য বিশ্বের অন্যান্য দেশের উপরে ভারতকে আর নির্ভরশীল হতে হবে না। তখন ভারত লিথিয়ামের(Lithium) জন্য স্বনির্ভরশীল হয়ে উঠবে শুধু নিজের নয় নিজের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশেরও লিথিয়ামের(Lithium) চাহিদা পূরণ করবে