মঙ্গলবার, সেপ্টেম্বর 17, 2024
HomeNewsAdani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির...

Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি

 

Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি

 

Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি: ভারতে এলআইসি এবং এসবিআই (SBI) এই দুটি সংস্থা।  আমজনতার বড় ভরসা, মানুষ চোখ বন্ধ করে এই দুটো সংস্থায় টাকা রাখেন। আদানি গ্রুপ পাকে পড়ায় বিনিয়োগের বাজারে একটা আশঙ্কার মেঘ তৈরি করেছে । আদানি গ্রুপের ধাক্কায় LIC, এসবিআই এর কি কোন ক্ষতি হবে? বা ক্ষতি হলেও কতটা হবে এই প্রশ্নগুলি এখন আমজনতার সামনে আসছে।

Edenburg Research

Edenburg Research: ভারতে এমন কোন ব্যক্তি নেই যে এলআইসিতে জীবন বীমা করেননি বা এস বি আই এ একাউন্ট নেই এমন চাকরিজীবী বা সাধারন মধ্যবর্তী শ্রেণীর মানুষ খুব একটা নেই বললেই চলে । এই দুই জায়গায় জীবনের সমস্ত ধন সঞ্চয় রেখে তারা নিশ্চিন্ত থাকেন ,কিন্তু সেখানেও এবার বড় সমস্যা সেই জন্য আদানি।

Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি
Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি

আদানি গ্রুপের (Adani Group) গোষ্ঠীর বিরুদ্ধে দোষারপ লাগিয়েছে ইডেনবার্ক রিসার্চ (Edenburg Research) । তারপর থেকে গত কয়েক দিনে হুর মুড়িয়ে পড়েছে এই গোষ্ঠীর আওতায় বিভিন্ন সংস্থার স্টাফরা। আগামী গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় জড়িতে রয়েছে লাইফ ইন্সুরেন্স কোম্পানি বা এলআইসি, কাজেই আগামীতে শেয়ারের দর কমলে কোটি – কোটি ভারতীয়র দের জীবন মুশকুলে পড়ে যাবে বলে সবাই আশঙ্কায় রয়েছে।

Also Read- Click Here

LIC Share Market

LIC Share Market: এলআইসি বীমা সংস্থাটি উপভোক্তাদের আশ্বস্ত করে তাদের জানিয়েছে এলআইসি এর সম্পদ অটুট রয়েছে। আগামী গোষ্ঠীতে এলআইসি করার বিনিয়োগও এখনো পর্যন্ত লাভেই চলছে। আর এলআইসি দাবি করেছেন গত কয়েক বছরে তারা আদানি গোষ্ঠীর মোট ৩০,১২৭ কোটি টাকার শেয়ার কিনেছে।

Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি

Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি

সেই সম্পদের বর্তমান বাজেট ৫৬,১৪২ কোটি টাকা । এলআইসি এটাও জানিয়েছে ২০২২ এর সেপ্টেম্বর পর্যন্ত তাদের এলআইসির মোট সম্পদের মূল্য ৪১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। ফলে আদানি গোষ্ঠীতে এলআইসির বিবৃতি অনুসারে আধানী গোষ্ঠীতে বিনিয়োগ এলআইসির মোট সম্পদের মাত্র ০.৯৭৫% অর্থাৎ ১ শতাংশেরও কম।

বাজার বিশেষজ্ঞদের

বাজার বিশেষজ্ঞদের : বাজার বিশেষজ্ঞদের পরিসংখ্যা অনুযায়ী আদানি গোষ্ঠীর পতনের আগে রিডেনবার্গের রিপোর্ট এর আগে এলআইসি গ্রুপের শেয়ারের বিনিয়োগ রিপোর্ট ছিল ৭২ হাজার কোটি টাকার বেশি আর সেটা কমে দাঁড়িয়েছে 76,142 কোটি টাকায়, কিন্তু সেই অর্থ এলআইসির বিনিয়োগ করার টাকার প্রায় দ্বিগুণ।

Public Asset Management

Public Asset Management: আদানি গ্রুপের এই অভিযোগ নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানায়নি।  তবে এলআইসি নিয়ে মানুষ আশ্বস্ত করেছেন বিনিয়োগ এবং পাবলিক এ্যাসেট ম্যানেজমেন্ট এর সচিব ‘তুহিনকান্ত পান্ডে আদানি’,

Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি
Adani Group Share Price Drop || আদানি গ্রুপের শেয়ারে এলআইসির ক্ষতি

গ্রুপের শেয়ার বাজার কমে যাওয়ায় এল আই সির মত আরো একটি সংস্থা চিন্তায় রয়েছেন, সেটি হলো এস বি আই অনেকেই চিন্তায় রয়েছেন। এই দুটি সংস্থার পরিস্থিতি নিয়ে তাই প্রতিদিন শেয়ারবাজারের(stock market) গ্রেপ বিনি য়োগ কমতেই দেখা গেছে।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close