বুধবার, জানুয়ারি 15, 2025
HomeNewsFree 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই

Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই

 

Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই

 

Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই: আপনাদের বাড়িতে যদি ছোট একটা কন্যা সন্তান থেকে থাকে, তাহলে আপনার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ খবর। ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের(State Govt) নির্দেশে কন্যা সন্তানদের উন্নতির দিশা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প দেওয়া হচ্ছে কারণ আধুনিক সময়ে পুরুষদের মতোই মহিলারাও অগ্রসরের দিকে।

 

Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই
Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই

যে কোন ক্ষেত্রেই মহিলাদের ভূমিকা রয়েছে । তাই নারীদের কোনরকম অসুবিধা না হওয়ার জন্য সরকার বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করেছে আর এটাও অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের দেশে অনেক বহু পরিবারে দেখা যায় । যেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে ঠিকভাবে মেনে নেওয়া হয় না

আর সেই কন্যা সন্তানের উপর নানা রকম দুর্ব্যবহার দেখা যায় । তাই আর চিন্তা করতে হবে না কেন্দ্র ও রাজ্য সরকারের পরিকল্পনায় একটি অভিনব পদক্ষেপ নিয়েছেন । তাই এই প্রকল্পটির সুবর্ণ সুবিধা নিতে হলে প্রয়োজনীয় তথ্য আর কিভাবে এই প্রকল্পের আবেদন করবেন সম্পূর্ণ বিষয়টি এই পোস্টের মাধ্যমে জানবো।

 

Free 11,000 Fixed Deposit

Free 11,000 Fixed Deposit: যেমনটি আপনারা জানেন দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্য সাথীর কার্ড যেখানে করা হয়েছিল সেখানেও কিন্তু ফর্মটিতে যে নাম লেখানো হয়েছিল । সেখানে সর্বপ্রথম পরিবারের মহিলা প্রধানের নাম লেখাতে হয়েছিল। তাছাড়া পশ্চিমবঙ্গে (West Bengal) এমন বহু প্রকল্প রয়েছে যেখানে মহিলারা আগে সুযোগ পান।

 

Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই

Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই

তার মধ্যে যেমন রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা(Mahila Samriddhi Yojana)। এই যোজনায় মহিলাদের একাউন্টে ৩০০০ টাকা করে দেওয়া হয়। এক্ষেত্রে মহিলাদের এই সুবিধা আগে দেওয়া হয়। এইরকমই একটি অভিনব নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে কেন্দ্র সরকার (Central Govt) ও রাজ্য সরকারের পক্ষ থেকে।

 

Also Read- Click Here

 

কন্যা সন্তানের সুযোগ সুবিধা

কন্যা সন্তানের সুযোগ সুবিধা: যদি আপনার কন্যা সন্তান থেকে থাকে তাহলে আপনার একাউন্টে (account) সরাসরি ১১ হাজার টাকা পেয়ে যাবেন। তাই বাল বিকাশ কার্যক্রমের অধীনে ‘জেনেক্স চাইল্ড প্রজেক্ট’ নামক একটি সংস্থার মাধ্যম থেকে এই টাকাটি প্রদান করা হবে ।যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তখন সন্তানের নামে 11,000 টাকা ফিক্সড ডিপোজিট করা হবে।

 

Genex Child Project

Genex Child Project: তারপর সেই সন্তানের বয়স যখন ১৮ বছর হবে তখন সেই ফিক্সড ডিপোজিট ১১ হাজার টাকাটি তুলতে পারবে। এবং সে নিজের ইচ্ছা মত সেই টাকাটির ব্যবহার করতে পারবে। এই প্রকল্পের সুবিধা নিতে হলে কন্যা সন্তানের পরিবার থেকে কোনরকম টাকা লাগবে না। শুধু মাত্র একটি ফর্ম ফিলাপ করতে হবে সেই ফর্ম ফিলাপটি আপনি নিজের এন্ড্রয়েড মোবাইল থেকে বা ডেস্কটপে করতে পারেন।

 

Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই
Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই

 

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া: আবেদনের জন্য ‘Genex Child Project’ এর ওয়েবসাইটে প্রথমে আপনাকে যেতে হবে। তারপর ফর্ম ফিলাপ করতে হবে অথবা ‘https://www.genexchild.com‘ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফরম ফিলাপ করবেন।

 

 

Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই
Free 11,000 Fixed Deposit || কন্যা সন্তান জন্মালেই

এখানে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপনাকে পেশ করতে হবে- যেমন কন্যা সন্তানের বাবা ও মায়ের আধার নম্বর, কন্যা সন্তানের বাবা-মায়ের ভোটার আইডি কার্ড, ইমেইল এড্রেস, নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার, কন্যা সন্তানের জন্ম প্রমাণপত্র (Birth certificate) লাগবে।

 

Pratidin24ghanta.com

RELATED ARTICLES

Most Popular

close