Golden Opportunity in Medhasree Prakalpa
Golden Opportunity in Medhasree Prakalpa: মেধাশ্রী প্রকল্পে সুবর্ণ সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর(Chief Minister of West Bengal) নির্দেশে মেধা শ্রী প্রকল্পের উন্নতি হওয়ার জন্য সীলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা । এই প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা ভাগীদারি হতে পারবেন।
মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু জাতির(Minorities) পড়ুয়ারা ৮০০ টাকা করে ভাতা হিসাবে পাবেন। এই সুবর্ণ সুযোগটি অনেক ছাত্র-ছাত্রীরা নেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
Golden Opportunity in Medhasree Prakalpa || Cabinet proposal
Cabinet proposal: পশ্চিমবঙ্গের এই মেধাশ্রী প্রকল্পটি হওয়ার ফলে অনেক দুস্থ ছাত্র-ছাত্রীরা সাহায্য পাবে। তাই এই সুবর্ণ সুযোগটি না হারিয়ে মেধাশ্রী প্রকল্পের(Medhasree Prakalpa) জন্য যোগাযোগ করবেন।
যেমন পশ্চিমবঙ্গে এর আগে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মেয়েদের রাজ্য সরকারের দ্বারা সুবিধা দেওয়ার জন্য শিক্ষাশ্রী প্রকল্প শুরু করা হয়েছিল। তেমনি এবার ওবিসি(OBC) ছাত্র-ছাত্রীদের জন্যও রাজ্য সরকারের বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হলো। তবে এই প্রস্তাবে রাজ্যের মন্ত্রিসভার (Cabinet proposal) সদস্যরা অনেকেই সাপোর্ট করেছেন এই প্রকল্পের বিষয়ে।
Also Read-Bharat Ratna in Hindi – Click Here
Medhasree Prakalpa || State Chief Minister’s announcement
State Chief Minister’s announcement: রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে রাজ্যের সমস্ত পড়ুয়াদের মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ৮০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উত্তরবঙ্গের এক প্রশাসনিক সভায় এই ছাত্র বৃত্তির কথা ঘোষণা করেন । তিনি আরো বলেন কেন্দ্র সরকারের অনগ্রসর জাতি ও সংখ্যালঘু পূর্বের জন্য ছাত্র বৃত্তির প্রকল্প বন্ধের বিরুদ্ধে তিনি প্রতিবাদের কথা উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন এ বছরে আমরা পশ্চিমবঙ্গে রাজ্যের সমস্ত মেধাবী ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ(Scholarship) দেব ৮০০ টাকা করে । সেই টাকাটি দেওয়া হবে মেধা শ্রী প্রকল্পের মাধ্যমে। সেই সাথে সাথে শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা ও দেওয়া হবে।
Medhasree Prakalpa || administrative meeting
Medhasree Prakalpa || administrative meeting: মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারায় প্রশাসনিক সভায় আরো বলেন যে আমাদের রাজ্যের সকল সংখ্যালঘু মেধাবী ছাত্র-ছাত্রীদের কেন্দ্র সরকার বৃত্তি দেওয়া বন্ধ করেছে। কিন্তু আমরা ওবিসি ছাত্র-ছাত্রীদের পাশে থাকবো। রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে।
ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোনো আর্থিক সমস্যা না হয়। তাদের উন্নতির জন্য আমাদের সরকার সর্বদা তৎপর থাকে । এই সমস্ত বিষয়ের দিকে তাকিয়ে আমরা এই মেধাশ্রী প্রকল্পের ভাতা শুরু করেছি । প্রত্যেক পড়ুয়ারা ৮০০ টাকা করে ভাতা দেওয়া হবে । মুখ্যমন্ত্রী এটাও বলেন মেধা শ্রী প্রকল্পের জন্য আমাদের মন্ত্রিসভা সদস্যরা সবাই একমত দেন।
Thank you so much. Pratidin 24 ghanta