HomeNewsHarichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী

Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী

 

Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী

 

Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী:  মতুয়া সম্প্রদায়ের প্রবর্তকের প্রধান শ্রেয় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরকে দেওয়া হয় । ইনি প্রেম ও ভক্তিবাদের কথা খুবই সহজ ভাষায় সমাজকে বুঝিয়ে গেছেন। হরিচাঁদ ঠাকুরের শৈশবকালে (In childhood) পাঠশালায় যাওয়ার সৌভাগ্য হয়নি ।

নমঃশূদ্র হওয়ার কারণে পাঠশালা দরজা বন্ধ ছিল তার, সেই সময় নমঃশূদ্র কথাটি প্রচলিত ছিল না । সে সময় নমঃশূদ্রদের বলা হত চন্ডাল। চন্ডালরা ছিল সমাজের অস্পৃশ্য জাত তাই সেই সময় শ্রী হরিচাঁদ ঠাকুর বিদ্যালয়ে (school) শিক্ষা অধ্যয়ন করতে পারেনি।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর জন্ম

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর জন্ম: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার থানার অন্তর্গত ওড়াকান্দি সফল ডাঙ্গা গ্রামে প্রায় ২০০ বছর আগে 1218 বঙ্গাব্দে ফাল্গুন মাসের, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর জন্ম গ্রহণ করেন, পিতা যশবন্ত ঠাকুর ও মাতা অন্নপূর্ণা দেবী ।

Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী
Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী

বাল্যকালে Harichand Thakur নাম ছিল হরিদাস এবং তারা পাঁচ ভাই ছিলেন হরিচাঁদ ঠাকুরের পাঁচ ভাইয়ের নাম ছিল কৃষ্ণ দাস, হরিদাস, বৈষ্ণব দাস, গৌরী দাস এবং স্বরূপ দাস । যশবন্ত নমঃশূদ্র সম্প্রদায় (Namashudra sect) ছিলেন ।বৈষ্ণব ভক্ত হিসেবে এলাকায় তিনি বেশ পরিচিত ছিলেন ।

Also Read- Click Here

Harichand Thakur Biography in Bengali||মতুয়া সম্প্রদায়

Harichand Thakur Biography in Bengali:মতুয়া সম্প্রদায়: হরিচাঁদ ঠাকুর জন্মেছিলেন এক মহেন্দ্রক্ষনে জন্মের সময় তার শরীরে 32 রকমের লক্ষণ দেখা যায় যা হিন্দু শাস্ত্রী অনুযায়ী ছিল অবতার পুরুষ বিশেষ লক্ষণ ।এই লক্ষণ গুলি গৌতম বুদ্ধের (Gautama Buddha) শরীরেও ছিল, তাই অনেকেই মনে করেন শ্রী হরিচাঁদ ঠাকুর আসলে বুদ্ধদেব ও শ্রীচৈতন্যদেব (Sri Chaitanya Dev) এর অবতার।

Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী



Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী

হরিচাঁদ ঠাকুর (Harichand Thakur) অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছিলেন । প্রথম জীবনে হরিচাঁদ ঠাকুর রাখালের মত মাঠে গরু চড়াতেন, তাই তাকে কেউ বাল্যকালে রাখাল ঠাকুর নামেও ডাকত। অলৌকিক ক্ষমতার বলে তিনি ভক্তদের শারীরিক সমস্যা থেকে মুক্তি করা সহ, বিভিন্ন কল্যাণ সাধনা করতেন ,ধীরে ধীরে হরিচাঁদ ঠাকুরের ভক্তের সংখ্যা বাড়তে থাকে এবং হরিচাঁদ ঠাকুরের শীর্ষের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলে তাদের মতুয়া বলা হয়।

Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী

মাতুয়াদের মূল কথা

মাতুয়াদের মূল কথা: মতুয়াদের মূল কথা হলো মনুষত্ব অর্জন, আত্ম উন্নতি ও সার্বিক কল্যাণ সাধন, সত্য, প্রেম ও অপবিত্রতা এই তিনটি স্তম্ভের উপর মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠিত ।ঠাকুর হরিচাঁদ হরিনামের মাধ্যমে সামাজিকভাবে অবহেলিত সম্প্রদায়কে একতাবদ্ধ করেছিলেন ।

Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী
Harichand Thakur Biography in Bengali || শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী

তিনি বলতেন ”দল নাই যার, বল নাই তার” এর ফলে মতুয়া এক বিরাট আন্দোলনে পরিণত হয় এবং মতুয়া সম্প্রদায় ছড়িয়ে পড়ে বাংলার সর্বত্র স্থানে।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ধর্মচর্চা

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ধর্মচর্চা: শ্রী হরিচাঁদ ঠাকুর বলতেন ধর্মচর্চার জন্য সংসার ত্যাগ করতে হয় না ,সংসারে থেকে সংসারের কাজকর্ম করেও ধর্মচর্চা করা যায় । তার নির্দেশে ছিল হাতে কাম মুখে নাম। তিনি নিজেও সংসারে থেকে হরিনাম প্রচার করেছিলেন । তার দুই পুত্র ও তিন কন্যা ছিল। পুত্ররা হলেন গুরুচরণ ও উপমাচরণ।

Pratidin24ghanta.com

RELATED ARTICLES
close
Exit mobile version