HomeUpdateCivil EngineeringHow Sand Effect Wall || বালি কীভাবে পলিস্টারের ক্ষতি করে

How Sand Effect Wall || বালি কীভাবে পলিস্টারের ক্ষতি করে

How Sand Effect Wall || বালি কীভাবে পলিস্টারের ক্ষতি করে

How Sand Effect Wall || বালি কীভাবে পলিস্টারের ক্ষতি করেঃ  দৈনন্দিন জিবনে বাড়ি তৈরীর কাজের একটি অতি প্রোযোজনীয় বস্তু হল বালি(sand)। তাই যখন আমরা বালি(sand) কিনতে যাব তখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে বালি যাতে ভাল হয়। বালি(sand) যদি ভাল না হয় , তাহলে আমাদের বাড়ির কাজের মান ভাল হবে না।

বালি(sand) যদি ভাল না হয় তাহলে পরবর্তী কালে বাড়ির ঢালাই বা দেওয়ালের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরী হতে পারে। আর এই কারনে বাড়ির স্থায়িত্ব কমে যাবে বা দীর্ঘ মেয়াদি হবে না। এতে করে আমাদের বাড়ি তৈরী করার জন্য যে পরিমান অর্থ খরছ হয়েছে তা নষ্ট হবে ।

তাই আমাদের আগে থেকেই বালি(sand) কেনার সময় সতর্ক থাকতে হবে। আজকে আমরা জানব বালি(sand) কেনার সময় আমাদের কী কী মাথায় রেখে কিনতে হবে। বালি(sand) তো হয় কয়েক ধরনের তবে এটিও আমরা জানি সব জায়গায় সকল প্রকার বালি(sand) পাওয়া যায় না। তবে আমাদের মাথায় রাখতে হবে যাই বলি না কেন আমরা বালিটা(sand) যাতে ভাল হয়।

খারাপ বালি ব্যাবহারের ফলে কিছু দিনের মধ্যেই দেখা যায় বাড়ির দেওয়ালের পলিস্টার খুলে পরতে থাকে। হালকা কিছু দিয়ে আঘাত করলেই পলিস্টার নষ্ট হয়ে যায়। ছাঁদ ঢালাই করার কয়েক বছর পরেই ছাঁদের অংশ খুলে পরতে থাকে ।

 

How Sand Effect Wall ।। খারাপ বালির লক্ষন

How Sand Effect Wall || বালি কীভাবে পলিস্টারের ক্ষতি করে
How Sand Effect Wall || বালি কীভাবে পলিস্টারের ক্ষতি করে

How Sand Effect Wall ।। খারাপ বালির লক্ষনঃ  বালির(sand) মধ্যে কী কী লক্ষন দেখে আমরা বলতে পারি বালি ভাল না খারাপ । এর জন্য আমাদের দেখতে হবে বালি কথা আনা হয়েছে ।

দানাঃ আমাদের খেয়ান রাখতে হবে নালির যে দানা আছে সেটা ঠিক কী ধরনের । সেটা কি দানার দিক দিয়ে খুবই শরু না  মোটা। যদি বালির দানা খুবই শরু হয় টাহলে ব্যবহার করা যাবে না । শরু দানা রাজমিস্ত্রির কাজের ব্যবহার করার মতো না । তাহলে মনে হতে পারে মোটা বালি নিতে হবে  কিন্তু তাও না । আমাদের ঠিক মাঝারি আকারের কিনতে হবে । বেশি শরু বা বেশি মোটা দানা দুটই আমাদের বেশি একটা  কাজে লাগে না ।

How Sand Effect Wall || বালি কীভাবে পলিস্টারের ক্ষতি করে

বালির মধ্যে কাদার ভাগঃ  বালির মধ্য যদি বেশি পরিমানে কাঁদা থাকে ,সেই বালিও আমাদের কোনো কাজের কাজের না । কাঁদাযুক্ত বালির মধ্যে কাঁদার পরিমান বেশি থাকার কারনে , অন্নান্য উপাদানের সাথে ঠিক মত মিশ্রিত হতে পারে না। অন্ন্যান্য উপাদান গুলির সাথে ঠিক মতো রাসায়নির বিক্রিয়া ঘটাতে পারে না । ফলে গঠন মজবুত হয় না । এছারাও আরো বিভিন্ন ধরনের সমস্যা তৈরী হয়। তাই অবশ্যই মনে রাখতে হবে যেন বালি কাঁদা যুক্ত না হয়।

অনেক ক্ষেত্রে দেখা যায় বালির মধ্যে কাঁদা চেনা যায় না। সেক্ষেত্রে আমদেরভ মনে রাখতে হবে ,বালির মধ্যে কোনো ধরনের দোঁলা পাকা ঢিলের মতো কিছু আছে কি না। কারন বালির মধ্যে যদি কাঁদা থাকে তাহলে তা বালির সাথে মিশে দোঁলা আকারে থাকবে । যদি দেখা যায় যে বালির মধ্যে অনেক পরিমানে ঢিলের মত দোঁলা দেখা যাছহে তাহলে আমাদের ধরে নিতে হবে সেই বালির গুনমান ভাল নাই ।

How Sand Effect Wall || বালি কীভাবে পলিস্টারের ক্ষতি  করে

লবনের উপস্থিতিঃ অনেক সময় দেখা যায় সমুদ্রের জল নদীর অনেক ভিতরে প্রবেশ করে ফেলে ,ফলে  সমুদ্রের জলের কারনে বালিতে লবনের মাত্রা বেরে যায় । যেহেতু লবনের মাত্রা বেরে যায় তাই সেই বালি কাজের জন্য বিশেষ উপযোগী নয়। লবনের মাত্রা বেরে যাওয়ার কারনে কাঁদার মতোই রাসায়নীক বিক্রিয়ায় সমস্যা তৈরী করে । যেটা পরবর্তী কালে বিভিন্ন সমস্যার তৈরী করে ও পরিকাঠামোর ক্ষতি করে ।

How Sand Effect Wall ।। সাবধানতা অবলম্বনঃ

How Sand Effect Wall ।। সাবধানতা অবলম্বনঃ উপরে যে উপায় গুলি দেওয়া হয়েছে সেগুলি যদি কোনো কারনে কেউ বুঝতে না পারেন । তাহলে সেক্ষেত্রে আমাদের কী করণীয়? সেটা নিয়ে ভাবার বেশি দরকার নাই। তার জন্য আপনারা আশেপাশে থাকা কোনো  নির্মাণ প্রকৌশলীর সাহায্য নিতে পারেন । এছাড়া নির্মাণ যাতীয় যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা নির্মাণ প্রকৌশলীর সাথে কথা বলতে পারেন

 

 

 

 

 

RELATED ARTICLES
close
Exit mobile version