মঙ্গলবার, জুলাই 23, 2024
HomeNewsKali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

 

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

 

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি:  মা কালী কে দশ মহাবিদ্যার প্রথম দেবী মানা হয়। তিনি শক্তি চূড়ান্ত প্রকাশ এবং সকল জীব কুলের জননী। তিনি মর্তলোকে পরমব্রহ্ম রূপে পূজিত হন। । মা কালীর অনেক শক্তিশালী মন্ত্র ও আরতি রয়েছে। তার মধ্যে শক্তিশালী মন্ত্র হলো মা কালীর আরতি।

কালী পূজোয় মায়ের আরতি করা খুব আবশ্যক রয়েছে। আরতিতে মায়ের কৃপা দৃষ্টি ভক্তের উপর বজায় রাখে। কালী মা খুবই প্রসন্ন হন। তাই আজকে খুব সহজ এবং সরল পদ্ধতিতে Kali Maa Aarti Lyrics in Bengali মায়ের আরতি জানবো।

Kali Maa Aarti Lyrics in Bengali

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি
Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

আম্বে তু হ্যায় জাগদাম্বে কালী, জয় দূর্গে খাপ্পার ওয়ালি,

তেরে হি গুন গাভেন ভারতী, ও মাইয়া হাম সাব উতারে তেরি আরতি।

ও মাইয়া হাম সাব উতারে তেরি আরতি।

তেরে ভাক্ত জানো পার মাতা ভেদ পাড়ি হ্যায় ভারি,

দানভা দল পার টুট পাড়ো মা কারকে সিং সাওয়ার।

শঃ-শঃ সিংহোঁ সে ভি বালশালী, হ্যায় অষ্ট ভুজাওঁ ওয়ালি,

দুঃখিও কে দুঃখে নিবার্তি।

ও মাইয়া হাম সাব উতারে তেরি আরতি।

মা-বেটে কা হ্যায় ইস জাগা মে বারহা হি নির্মলা নাতা,

পুত-কপুতা সুনে হ্যায় পার না মাতা সুনি কুমাতা।

সাব পে করুণা দার্শনে ওয়ালি, অমৃতা বারসানে ওয়ালি,

দুঃখিও কে দুঃখে নিবার্তি।

ও মাইয়া হাম সাব উতারে তেরি আরতি।

নাহি মাঙতে ধন্ অর দৌলাত, না চান্দি না সোনা,

হাম তো মাঙ্গেঁ তেরে চারণোঁ মে ছোটা সা কোনা।

সাবকি বিগরি বানানে ওয়ালি, লাজ বাচানে ওয়ালি,

সাতিওঁ কে সাতা কো সাঁওয়ারতি।

ও মাইয়া হাম সাব উতারে তেরি আরতি।

চারান শারাণ মে খারে তুমহারি, লে পূজা কি থালি,

ভারাদা হস্ত সার পার রাখা দো মা সংকাট হারনে ওয়ালি,

মা ভারা দো ভাক্তি রাস পেয়ালি, অষ্ট ভুজাওঁ ওয়ালি,

ভাক্তো কে কারজা তু হি সারাতি।

ও মাইয়া হাম সাব উতারে তেরি আরতি।

”জয় মা কালী”

 Tarapith West Bengal- Click Here

Kali Maa Aarti || অমাবস্যা তিথিতে কালীপূজা

Kali Maa Aarti : অমাবস্যা তিথিতে কালীপূজা: কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালীপূজা বিশেষ জাঁকজমক ভাবে পালিত হয়। এছাড়াও মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালীপূজা ও জৈষ্ঠ মাসের কৃষ্ণ চতুর্দশীতে ফলহারেনী কালীপূজা বিশেষ জনপ্রিয়।

এছাড়াও ভাদ্র ও পৌষ মাসে অমাবস্যায় কালী পূজা বিশেষভাবে জনপ্রিয়। কোথাও কোথাও অমাবস্যা তিথিতে মঙ্গলবার ও শনিবার কালীপুজো হয়ে থাকে।

কালী শব্দের অর্থ

কালী শব্দের অর্থ: আদ্যা শক্তি মা কালী সমস্ত দেব দেবীর অন্যতম দেবী। কালী হলো মা দুর্গার আরো একটি অন্যরূপ। । কালী শব্দটি কাল শব্দের স্ত্রীলিঙ্গ। এই শব্দের অর্থ হলো কৃষ্ণ বা ঘোরবর্ণ। অর্থাৎ কালো। কাল শব্দের দুটি অর্থ রয়েছে। এক নির্ধারিত সময় আর অন্যটি হলো মৃত্যু।

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

কিন্তু দেবী প্রসঙ্গে এই শব্দের অর্থ হলো সময়ের থেকে উচ্চতর প্রকৃত অর্থে কালকে কলন করেন যিনি অর্থাৎ কালকে রচনা করেন যিনি তিনি হলেন কালী ।মহাভারতের কালরাত্রি বা কালী নামে আরো একটি দেবীর উল্লেখ পাওয়া যায়। ইনি পশুদের আত্মা বহন করেন।

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

বাংলায় কালীপুজো

বাংলায় কালীপুজো: নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় অষ্টাদশ শতকে তার সকল প্রজাকে মা কালীর মহিমা সম্পর্কে জানিয়ে কালীপূজা শুরু করান। এবং রাজা কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশান চন্দ্র বহু অর্থ ব্যয় করে কালীপূজো আয়োজন করেন।এবং কালী পূজায় আরতি, পুরোহিত ও পূজার সামগ্রী নিয়ে জাঁকজমক ভাবে কালীপুজো করেন।

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি
Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

সেই থেকে নদীয়ার কালীপুজো বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে। সপ্তদশ শতাব্দীতে নবদ্বীপে প্রথিতযশা তান্ত্রিক কৃষ্ণানন্দকে বাংলায় কালী মূর্তি বা কালী পূজার প্রবর্তক মনে করা হয়।

Kali Maa Aarti Lyrics in Bengali || মা কালীর আরতি

Pratidin24ghanta.

RELATED ARTICLES

Most Popular

close