HomeNewsPM Kisan Yojana 13th Instaallment Application Status

PM Kisan Yojana 13th Instaallment Application Status

 

PM Kisan Yojana 13th Instaallment Application Status

 

PM Kisan Yojana 13th Instaallment:  কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) অধীনে ভারতের প্রত্যেকটি কৃষকদের বছরে 6 হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই আর্থিক সহায়তাটি কৃষকের উন্নতির স্বার্থে চার মাসে 2000 টাকা করে দেওয়া হয়।

PM Kisan Yojana 13th Instaallment Application Status
PM Kisan Yojana 13th Instaallment Application Status

এই টাকাটি তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টের মাধ্যমে দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ (PM Kisan Yojana) সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তা 12টি কিস্তিতে দেওয়া হয়েছে আর ১৩ নাম্বার কিস্তির আর্থিক সহায়তা স্ট্যাটাস (Status) চেক কিভাবে করব তা আমরা জেনে নেব।

PM Kisan Yojana

PM Kisan Yojana: যারা প্রধানমন্ত্রী কিষাণ (PM Kisan Yojana) সম্মান নিধির যোজনার অধীনে বার্ষিক 6 হাজার টাকা করে পেয়েছেন । তাদের 12 তম কিস্তি টাকা সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হয়েছে, তাদের জন্য রয়েছে খুশির খবর । ১৩ তম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হবে বলে ভারতীয় কৃষি দপ্তর বিভাগ জানিয়েছেন। তাদের অনুসারে ১৩তম কিস্তির টাকা কয়েক দিনের মধ্যেই কৃষকদের খাতায় আর্থিক সহায়তা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে।

Also Read- Click Here

PM Kisan Yojana 13th Instaallment Application Status

PM Kisan Yojana 13th Instaallment Application Status: যে সমস্ত কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার (PM Kisan Yojana) অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে তাদের নাম প্রধানমন্ত্রী কিষাণ যোজনার তালিকায় প্রকাশ করা হয়েছে। তারা নিজের নাম এবং স্ট্যাটাস (Status) পিএম কিষাণ যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইট পোর্টালের তালিকায় শুধুমাত্র নিজের নাম নয় এছাড়াও নিজের গ্রামের সমস্ত কৃষকের নামও পেয়ে যাবেন।

PM Kisan Yojana 13th Instaallment Application Status



PM Kisan Yojana 13th Instaallment Application Status

13th Instaallment Application Status ||যোজনার ওয়েবসাইট চেক

  • প্রধানমন্ত্রী কিষাণ যোজনার (PM Kisan Yojana) ওয়েবসাইটে pmkisan.gov.in এ প্রথমে যেতে হবে।
  • ওয়েবসাইটের দ্বিতীয় স্টেপে ফার্মার কর্নার ( Farmer Corner) অপশনে ক্লিক করতে হবে।
  • Farmer Corner অপশনে ক্লিক করার পর পিএম কিষাণযোজনার উপভোক্তাদের তালিকায় নিজের নামটি চেক করে নিবেন।
  • তৃতীয় স্টপে ই -কে ওয়াই সি ল্যান্ড সাইডিং এর সামনে ‘YES ‘ বা ‘NO’ অপশন আছে কিনা তা যাচাই করতে হবে। সেই পরীক্ষার ফলে আপনার স্ট্যাটাস চেক করা সম্ভব হয়।
  • চারটি স্টেপ চেক করার পর পি এম কিষাণ অপশনে পাশে ইয়েস( YES) লেখা থাকবে, তাহলে আপনার একাউন্টে ১৩ তম কিস্তির টাকা দেওয়া হবে আর যদি ইয়েস Application Status অপশনটি না থাকে তাহলে আপনার পিএম কিষাণ যোজনার স্ট্যাটাসে কোন সমস্যা রয়েছে। তাই সমস্যা বা ভুল সংশোধন করে আপনার একাউন্টে টাকা দেওয়া হবে।
PM Kisan Yojana||Helpline number

PM Kisan Yojana:Helpline number: প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় (PM Kisan Yojana) যে সমস্ত কৃষকদের ১২ তম স্থির টাকা প্রদান করা হয়েছে।  তাদের ১৩ তম কিস্তির টাকা Application Status স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি কিছু সমস্যা হয়ে থাকে তাহলে পিএম কিষান যোজনার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন,

PM Kisan Yojana 13th Instaallment Application Status
PM Kisan Yojana 13th Instaallment Application Status

হেল্পলাইন নাম্বার-

155261 অথবা 1800115526

011-23381092

EMAIL ID- pmkisanict@gov.in

 

Pratidin24ghanta.com

RELATED ARTICLES
close
Exit mobile version