বুধবার, নভেম্বর 20, 2024
HomeNewsMaa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম

Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম

 

Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম

 

Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম:  মা কালীর ১০৮ টি নাম বিশেষভাবে প্রচলিত আছে ধরাধামে তবে আপনি সকল নাম জানেন কি? যদি সকল নাম না জেনে থাকেন তাহলে এই পোস্টের মাধ্যমে আপনি মা কালীর 108 টি নাম ও মা কালীর অষ্টোত্তর শতনাম সম্পূর্ণ বাংলা ভাষায় এবং সহজ সরল ভাষায় পেয়ে যাবেন।

Maa Kali 108 Names in Bengali

Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম
Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম

১.সতী।

২. সাধ্বী।

৩. ভবপ্রীতা।

৪. ভবানী।

৫. ভবমোচনী।

৬. আর্য্যা।

৭. দুর্গা।

৮. জয়া।

৯. আদ্যা।

১০. ত্রিনেত্রা।

১১. শূলধারিণী।

১২. পিনাকধারিণী।

১৩. চিত্রা।

১৪. চন্দ্রঘণ্টা।

১৫. মহাতপা।

১৬. মনঃ।

১৭. বুদ্ধি।

১৮. অহঙ্কারা।

১৯. চিত্তরূপা।

২০. চিতা।

২১. চিতি।

২২. সর্বমন্ত্রময়ী।

২৩. নিত্যা।

২৪. সত্যানন্দস্বরূপিণী।

২৫. অনন্তা।

২৬. ভাবিনী।

২৭. ভাব্যা।

২৮. ভব্যা।

২৯. অভব্যা।

৩০. সদাগতি।

৩১. শাম্ভবী।

৩২. দেবমাতা।

৩৩. চিন্তা।

৩৪. রত্নপ্রিয়া।

৩৫. সর্ববিদ্যা।

৩৬. দক্ষকন্যা।

৩৭. দক্ষযজ্ঞবিনাশিনী।

৩৮. অপর্ণা।

৩৯. অনেকবর্ণা।

৪০. পাটলা।

৪১. পাটলাবতী।

৪২. পট্টাম্বরপরিধানা।

৪৩. কলমঞ্জীররঞ্জিনী।

৪৪. অমেয়বিক্রমা

৪৫. ক্রূরা

৪৬. সুন্দরী

৪৭. সুরসুন্দরী

৪৮. বনদুর্গা

৪৯. মাতঙ্গী।

৫০. মতঙ্গমুনিপূজিতা।

৫১. ব্রাহ্মী।

৫২. মাহেশ্বরী।

৫৩. ঐন্দ্রী।

৫৪. কৌমারী।

৫৫. বৈষ্ণবী।

৫৬. চামুণ্ডা।

৫৭. বারাহী।

৫৮. লক্ষ্মী।

৫৯. পুরুষাকৃতি।

৬০. বিমলা।

৬১. উৎকর্ষিণী।

৬২. জ্ঞানা।

৬৩. ক্রিয়া।

৬৪. সত্যা।

৬৫. বুদ্ধিদা।

৬৬. বহুলা।

৬৭. বহুলপ্রেমা।

৬৮. সর্ববাহনবাহনা।

৬৯. নিশুম্ভনিশুম্ভহননী।

৭০. মহিষাসুরমর্দিনী।

৭১. মধুকৈটভহন্ত্রী।

৭২. চণ্ডমুণ্ডবিনাশিনী।

৭৩. সর্বাসুরবিনাশা।

৭৪. সর্বদানবঘাতিনী।

৭৫. সর্বশাস্ত্রময়ী।

৭৬. সত্যা।

৭৭. সর্বাস্ত্রধারিণী।

৭৮. অনেকশস্ত্রহস্তা।

৭৯. নেকাস্ত্রধারিণী।

৮০. কুমারী।

৮১. কন্যা।

৮২. কৈশোরী।

৮৩. যুবতী।

৮৪. যতি।

৮৫. অপ্রৌঢ়া।

৮৬. প্রৌঢ়া।

৮৭. বৃদ্ধমাতা।

৮৮. বলপ্রদা।

৮৯. মহোদরী।

৯০. মুক্তকেশী।

৯১. ঘোররূপা।

৯২. মহাবলা।

৯৩. অগ্নিজ্বালা।

৯৪. রৌদ্রমুখী।

৯৫. কালরাত্রি।

৯৬. তপস্বিনী।

৯৭. নারায়ণী।

৯৮. ভদ্রকালী।

৯৯. বিষ্ণুমায়া।

১০০. জলোদরী।

১০১. শিবদূতী।

১০২. করালী।

১০৩. অনন্তা।

১০৪. পরমেশ্বরী।

১০৫. শ্মশান কালী।

১০৬. সাবিত্রী।

১০৭. প্রত্যক্ষা।

১০৮. ব্রহ্মবাদিনী।

Also Read- Click Here

মা কালীর অষ্টতর শতনাম

মা কালীর অষ্টতর শতনামঃ মা কালীর অষ্টতর শতনাম খুবই শক্তিশালী হয়। আপনি যদি প্রত্যহ রাতে শোবার আগে এই মন্ত্র ভক্তি ভরে পাঠ বাস শ্রবণ করেন । তাহলেই আপনার গৃহে ধন রত্নের কোন অভাব থাকবে না। আপনার মনের সকল বাসনা পূরণ হবে ।

Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম

Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম

সকল শত্রু এবং বিপদ আপনার থেকে অনেক দূরে থাকবে। নিধন ব্যক্তি মায়ের কৃপায় ধনবান হবেন । নিঃসন্তান ব্যক্তিরা সন্তান লাভ করতে পারবে । এবং সর্বোপরি ব্যক্তি মা কালীর স্থান পাবে।

কালীর অষ্টতর শতনাম

করালিনী কালী মাগো কৈবল্যদায়িনী | ১
জগদম্বা নামে তুমি বিমুক্তকারিনী || ২
দুঃখনাশ কর বলি হলে দুঃখহরা | ৩
জগতের মাতা তুমি হর মনোহরা || ৪
বিপদে রেখো মা কোলে ওগো হরজায়া | ৫
মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া || ৬
মৃগনেত্র সম বলি কুরঙ্গনয়নী | ৭
রণেতে প্রমত্ত বলি চন্ডী মা জননী || ৮
শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী | ৯
ভব জায়া বলি তুমি ভবানী ঈশ্বরী || ১০
ভীষণ আনন বলি করালবদনী | ১১
দীনহীনে কর দয়া দনুজদলনী || ১২
কৃত্তিবাস হলে মাগো বাগছাল পরি | ১৩
কৃত্তিবাস দারা তাই তুমি মা শঙ্করী || ১৪
পাপ বিনাশিনী কালী নৃমুন্ডমালিনী | ১৫
অধীনে কর মা দয়া তুমি কাত্যায়নী || ১৬
কুলকুন্ডলিনী মাগো তুমি মহাসতী | ১৭
ষড়ৈশ্বর্য্যময়ী বলি নাম ভগবতী || ১৮
জগত-জননী মাগো কালী কপালিনী | ১৯
কটিতে ঘুঙ্গুর পরি হলে মা কিঙ্কিনী || ২০
দনুজ দলন করি দনুজদলনী | ২১
দুর্গতিনাশিনী তুমি দেবী নারায়ণী || ২২
দুর্গাসুরবধ করি দুর্গা নামে খ্যাতা | ২৩
ত্রিলোচনী তুমি মাগো জগতের মাতা || ২৪
মুক্তিদান করি তুমি তারা নাম ধর | ২৫
তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা কর || ২৬
পূর্ণব্রহ্মময়ী তুমি ব্রহ্মসনাতনী | ২৭
পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী || ২৮
বেদের সৃজন করি হলে বেদমাতা | ২৯
যোগমায়া নামে তুমি ত্রিলোকপালিতা || ৩০

দেবী মা কালীর অষ্টতর শতনাম

রুদ্রের ঘরণী বলি হলে রুদ্রজায়া | ৩১
অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া || ৩২
অপর্ণা তুমি মা কালী ত্রিলোকতারিণী | ৩৩
অন্নপূর্ণা তুমি মাতা ত্রিলোকপালিনী || ৩৪
শঙ্কর কপালে ধরে হলে মহাকালী | ৩৫
কারণপ্রিয়া মা তুমি করণকারিকা || ৩৬
এ দীনে কর গো দয়া তুমি মা কালিকা | ৩৭
থাকে না কালের ভয় তোমার শরণে |
কালক্ষয়-বিনাশিনী তাই লোকে ভণে || ৩৮
মেঘের বরণ তাই হলে কাদম্বিনী |
কপালকুন্তলা কুন্দকুসুমধারিণী || ৩৯
জগতের আদি বলি নাম আদ্যাশক্তি |
অভয় চরণে যেন থাকে সদা ভক্তি || ৪০
মহাবিদ্যা মহামায়া তুমি করলিনী || ৪২
প্রজাপতি মাতা তুমি কালী করালিনী ||৪
নিজ কায় কোষ বলি হলে মা কৌশিকী |
তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকী || ৪৩
ময়ূরবাহনে সাজ তুমি মা কৌমারী | ৪৪
কালিকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী || ৪৫
কালভয় নাশ কর তুমি কালপ্রিয়া |
তোমার অনন্ত লীলা মানব অজ্ঞেয়া || ৪৬
মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া |
বিপদে রেখো মা কোলে ওগো হরজায়া ||৪৭
তপোময়ী তুমি মাতা দানবদলনী |
ত্রিলোচন ত্রাণকর্ত্রী ত্রিলোকপালিনী || ৪৮
তত্ত্বপরায়নী তুমি সর্ব্বসিদ্ধি দাত্রী |
জগত-পালন হেতু তুমি জগদ্ধাত্রী || ৪৯
দানিয়া সারূপ্যমুক্তি হলে নারায়ণী |
ত্রিবলী ধারিণী দুর্গে গুরু নিতম্বিনী || ৫০
ত্রিপুর দলনী দেবী লজ্জাস্বরূপিনী | ৫১
মহিষ অসুর বধি মহিষমর্দ্দিনী || ৫২
জয় মাতঃ ত্রিনয়নী ত্রিফল স্বরূপা |
লম্বোদর — জননী মাতা তাপিনী অনুপা || ৫৩
ত্রিলোক পালিনী তুমি সর্ব্বপাপ হরা |
ত্রিশূলধারিণী কালী অর্দ্ধেন্দুশেখরা || ৫৪
সদাই ষোড়শী তাই হইলে ষোড়শী | ৫৫
অন্নপূর্ণা নামে তুমি থাকো বারানসী || ৫৬
বরন্যে বরদা সর্ব্বমঙ্গলা শিবানী |
সর্ব্বেশ্বরী সর্ব্বধাত্রী ত্রিগুণ ধারিণী || ৫৭
শঙ্করের প্রিয়া তাই নাম ভবদারা | ৫৮
কামাখ্যা কমলা তুমি ভবদুঃখহরা || ৫৯
শান্তিবিধায়িনী তুমি মহারুদ্রপ্রিয়া |
বধি শুম্ভ-নিশম্ভাদি হইলে অজেয়া || ৬০
কামদাত্রী নামে তুমি কামনা পুরাও | ৬১
মহেশ্বরী নামে তুমি ভববক্ষে রও || ৬২
কাল কাদম্বরী মাগো রাজ-রাজেশ্বরী |
ত্রিপুর-নাশিনী তুমি ত্রিপুরসুন্দরী || ৬৩
করুণাক্ষী হলে তুমি বিতরি করুণা |
দীনহীনে কর দয়া অনন্ত-নয়না || ৬৪
ঈশান মহিষী তাই হইতে ঈশানী | ৬৫
চন্ডমুন্ড বধ করি চামুন্ডারূপিণী || ৬৬
ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক-ঈশ্বরী |
ত্রাণকর্ত্রী ত্রিনয়না ত্রিপুরাসুন্দরী || ৬৭
তুমি ক্ষুদা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিণী | ৬৮
সত্ত্ব রজঃ তমঃ ইতি ত্রিগুণধারিণী || ৬৯
সাবিত্রী তুমি মা তারা মুক্তিবিধায়িণী |
শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্ব্বানী || ৭০
অশিবনাশিনী কালী দুর্গতিনাশিনী |
ভগবতী সুরেশ্বরী অসুরঘাতিনী || ৭১
সহস্রাক্ষী সপ্তসতী শঙ্করী-ঈশ্বরী | ৭২
বিদ্যাদাত্রী সুখপ্রদা তুমি শাকম্ভরী || ৭৩
শবোপরি উপবিষ্টা সরোজ বাসিনী |
ভূতপ্রেত সঙ্গিনী মা শ্মশান বাসিনী || ৭৪
ধর্ম্ম-অর্থ-কাম মোক্ষফল-বিধায়িনী |
তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ-জননী || ৭৫
অসুরাদি বধে দেবী রণ উন্মাদিনী |
সহস্রলোচনী তারা দেবেন্দ্র জননী || ৭৬
কর মা করুণা দীনে দনুজদলনী |
সুভগা সুমুখী শিবা তুমি ত্রিলাচনী || ৭৭
কলুষনাশিনী তুমি তারা মুকতিদায়িনী |
সুবচনী তুমি তারা মোচনকারিণী || ৭৮
ধনদাত্রী ধনহারা ধর্ম্ম বিধায়িনী | ৭৯
বগলা তুমি মা তারা সুবুদ্ধিদায়িনী || ৮০
মাতঙ্গী তুমি মা তারা ত্রিলোকপালিনী | ৮১
বিশ্বময়ী মহেশ্বরী মলয়বাহিনী || ৮২
ক্ষীণোদর বলি মাগো বলে মন্দোদরী |
দীনহীনে কর কৃপা তুমি মহেশ্বরী || ৮৩
মধু আর কৈটভেরে করিয়া সংহার |
মধুকৈটভনাশিনী নাম যে তোমার || ৮৪
লক্ষ্মীস্বরূপিনী তুমি, তুমি মা কমলা |
কুরুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা || ৮৫
বয়সে কিশোর সদা তাই মা কিশোরী |
পীনোন্নত পয়োধরা কুমারী শঙ্করী || ৮৬
গিরিরাজসূতা সতী কৈলাসবাসিনী | ৮৭
কল্যাণদায়িনী সদা তাই মা কল্যাণী || ৮৮
গনেশ-জননী তুমি গিরিশ-নন্দিনী | ৮৯
হরমনোহরা রমা গিরীশমোহিনী || ৯০
শারদা শরতপ্রিয়া শিব সনাতনী | ৯১
বসুন্ধরা জগন্মাতা বরদা বারুণী || ৯২
বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলোকেশী | ৯৩
অ-কিঞ্চনে কর দয়া ওগো ব্যোমকেশী || ৯৪
বহু রূপ ধর বলি মা তুমি বহুরূপিনী |
রণেতে দুর্জ্জয় মাগো দৈত্য বিনাশিনী || ৯৫
ভিক্ষুক-গৃহিনী সাজ তাই মা ভিক্ষুকী | ৯৬
ত্রিনয়নী মুক্তকেশী ভারতী কৌশিকী || ৯৭

অষ্টোত্তর শতনাম
Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম
Maa Kali 108 Names in Bengali || মা কালীর অষ্টোত্তর শতনাম

সৃষ্টিসংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী |
প্রলয়ে কর মা সৃষ্টি তুমি মহেশ্বরী || ৯৮
নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্নমস্তা |
কাতরে অভয়দানে হও ব্যগ্রহস্তা || ৯৯
ছলনা করিয়ে তুমি হলে ছলবতী |
গিরিরাজ-সুতা তুমি দেবী হৈমবতী || ১০০
শ্রীফলী তোমার নাম ধাত্রীফলপ্রিয়া | ১০১
শ্রীনিকেতনী নামেতে হলে বিষ্ণুপ্রিয়া || ১০২
ধূসর বরণে তুমি হও ধূমাবতী |
মহাবিদ্যা রূপেভেদে তুমি মহাসতী || ১০৩
ধূম্রাক্ষনাশিনী তুমি হরের মোহিনী |
দীনহীনে কর দয়া তুমি নারায়ণী || ১০৪
ধানসী ধরিত্রী দেবী তুমি কাত্যায়নী | ১০৫
হরমনোহরা রমা ধূর্জ্জটিমোহিনী || ১০৬
গনেশ জননী তুমি গিরিশ নন্দিনী | ১০৭
হর মনোহরা রমা গিরীশ মোহিনী || ১০৮

Pratidin24ghanta.

RELATED ARTICLES

Most Popular

close