2023 Ratanti Kali Puja || রটন্তী কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচী
2023 Ratanti Kali Puja || রটন্তী কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচী: ২০২৩ সালের ১৪২৯ বঙ্গাব্দের মাঘ মাসের রটন্তী কালীপূজা কবে? রটন্তী কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচী । কালী পূজার দিন ও তারিখ ইত্যাদি রটন্তী কালীপূজা সমস্ত বিষয়বস্তু নিয়ে আর চিন্তা করতে হবে না । আপনাদের জন্য রটন্তী কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচী ও তিথি এই পোষ্টে দেওয়া রইল।
রটন্তী কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচী
- রটন্তী কালী পূজা- ২০ শে জানুয়ারি ২০২৩ শুক্রবার , বাংলা মাস অনুযায়ী ৫ই মাঘ , শুক্রবার, ১৪২৯ বঙ্গাব্দে।
- রটন্তী চতুর্দশী তিথি শুরু- ২০ শে জানুয়ারি ২০২৩ শুক্রবার দিবা ০৭ঃ৪০ মিনিটে।
- রটন্তী চতুর্দশী তিথি সমাপ্ত- ২১শে জানুয়ারি ২০২৩, শনিবার ভোর ০৫ঃ২৮ মিনিটে।
মৌনী অমাবস্যা/ মাঘী অমাবস্যা
- রটন্তী চতুর্দশীর পরের দিনই মাঘ মাসের মৌনী অমাবস্যা তিথি শুরু হবে- ২১শে জানুয়ারি ২০২৩, শনিবার,বাংলা ৬ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দে ,শনিবার ভোর ৫:২৮ মিনিটে।
- মৌনী অমাবস্যা তিথি সমাপ্তি- ২২শে জানুয়ারি ২০২৩ রবিবার, মধ্যরাত্রি ০৩ঃ০৮ মিনিটে।
Also Read- Click Here
রটন্তী কালীপূজা
রটন্তী কালীপূজাঃ মা কালীর মহিমা হিন্দু ধর্মে সর্বজনবিধিত। বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে মা পুজিত হন। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যার রটন্তী কালীপুজো হয়ে থাকে। এই দিন সারারাত ধরে পূজা হয় বিভিন্ন মন্দিরে। রটনা শব্দ থেকেই রটন্তী কথাটি এসেছে।
রটনা শব্দের অর্থ হল প্রচার হওয়া। এই বিশেষ দিনে দেবীর মহিমা চারিদিকে রটেছিল। মুক্তকেষি মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়েছিল।
রটন্তী কালীপূজা কাহিনী
রটন্তী কালীপূজা কাহিনীঃ শাস্ত্র অনুসারে শ্রী রাধার স্বামী আয়ান ঘোষ তার স্ত্রী প্রকৃত রূপ বুঝতে পেরেছিলেন । আসলে জটিলা কোটিলার মুখে স্ত্রী রাধিকার অপমান এবং তার সম্পর্কে মিথ্যে কথা আয়ান ঘোষ বিশ্বাস করেনি । শেষ পর্যন্ত মাঘ মাসের এক অন্ধকার রাতে শ্রী রাধিকা যখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন ।
তখন তার পিছু নিয়েছিল শাশুড়ি এবং ননদ। কিছুক্ষণ পরে কৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হয়ে রাধা পৌঁছে গিয়েছিলেন কুঞ্জবনে। দুজনের সেই দৃশ্য দেখে দ্রুত বাড়ি ফিরে এসে আয়ান ঘোষকে সব কথা জানান জটিলা এবং কুটিলা। পরে জোর করে তাকে নিয়ে আসা হয়েছিল কুঞ্জবনে।
রটন্তী কালীপূজা কুঞ্জবনে
এদিকে ধরা পড়ার ভয়ে ততক্ষণে সন্ত্রস্ত রাধা রানী । কিন্তু কৃষ্ণ তাকে আশ্বস্ত করে এবং কালীর রূপ ধারণ করে । আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখতে পান গাছ তলায় বসে রয়েছেন মা কালী। আর তার পদ সেবা করছেন শ্রীরাধা।
এই দৃশ্য দেখে ভাবে বিভোর হয়ে যান আয়ান ঘোষ । ক্রমে রটে যায় এই কথা , সেই থেকেই এই তিথিতে প্রচলিত হয় রটন্তী কালীপুজো।