মঙ্গলবার, সেপ্টেম্বর 17, 2024
HomeNewsMaghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

 

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

 

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা: ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর উপাসনায় এই পুজোটি করা হয় ।বছরের অন্যতম সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমার সর্বতম কাজ হল গঙ্গা স্নান, দান এবং মাঘী পূর্ণিমার পূজা। এই দিন মূলত ভগবান শ্রী বিষ্ণু(Lord Shri Vishnu) , মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পূজা করা হয়।

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা
Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

মাঘী পূর্ণিমা পুজো করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। মাঘী পূর্ণিমা প্রতিবছরে মাঘ মাসে পূর্ণিমার তিথিতে করা হয়। তাই এই পূজাটির নাম হল মাঘী পূর্ণিমা। তাই মাঘী পূর্ণিমা পুজো করার নিয়ম কি এবং কেন পুজো করা হয় সমস্ত বিষয়ে জানবো।

 

মাঘী পূর্ণিমার পূজা তিথি ২০২৩

 

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

মাঘী পূর্ণিমার পূজা তিথি ২০২৩: এই বছর ১৪২৯ বঙ্গাব্দে ,২০২৩ সালে এই মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২০ই মাঘ , ৪ ফেব্রুয়ারি, শনিবার দিন রাত্রি ৯টা বেজে ১৮ মিনিট থেকে। পরের দিন ২১ই মাঘ ৫ই ফেব্রুয়ারি রবিবার দিন রাত্রি ১১ টা বেজে ১৩ মিনিট পর্যন্ত ।পূর্ণিমার এই তিথি(date) অনুযায়ী মাঘী পূর্ণিমা এ বছর পালন করতে হবে ৫ই ফেব্রুয়ারি, রবিবার দিন। এই নির্দিষ্ট দিনগুলিতে ২০২৩ এ মাঘী পূর্ণিমা পুজো পালন করা হবে।

 

Also Read- Click Here

 

Maghi Purnima || নিয়ম

Maghi Purnima || নিয়ম:  মাঘী পূর্ণিমা পুজো সম্পূর্ণভাবে করতে হলে পুজোর একদিন আগে আপনার আহারটি অতি অবশ্য নিরামিষ হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ এ বছরের অনুসারে শনিবারের দিনে আহারটি নিরামিষ(vegetarian) গ্রহণ করবেন । মাঘী পূর্ণিমার এই ব্রত যেমন নির্জলা উপবাস করে, এই ব্রত রাখতে পারেন ।

 

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা
Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

তেমন যদি আপনি নির্জলা উপবাস না করতে পারেন সে ক্ষেত্রে ফল, দুধ, ডাবের জল(Coconut water), শরবত ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। যদি এটাও সক্ষম না হন তাহলে নিরামিষ আহার করে এই পুজোটিকে সম্পূর্ণ করতে পারবে । মাঘী পূর্ণিমার এই দিনগুলিতে সম্পূর্ণভাবে আমিষ পদার্থকে বর্জিত করা হয়। নিরামিষ পদার্থ গুলির মধ্যে হল পিয়াজ, রসুন ইত্যাদি পদার্থ থেকে বিরত থাকবেন।

পূর্ণিমার দিন অত্যন্ত আবশ্যক হলো সংকল্প, সংকল্প ছাড়া এই পুজো বিশেষতভাবে সম্পন্ন হয় না। এই দিনে সকালে ঘুম থেকে উঠার পর মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ(Lord Krishna) বা ইষ্ট দেব – দেবীকে স্মরণ করে সংকল্প গ্রহণ করবেন। সেই সংকল্পে আপনাকে সমস্ত বিষয়বস্তু ও চিন্তা থেকে বিরত থেকে এই ব্রততে নিজেকে নিয়োজিত করবেন।

 

মাঘী পূর্ণিমার পূজা ও বিধি

মাঘী পূর্ণিমার পূজাও বিধি: এরপর গঙ্গাস্নান (Bathing in the Ganges) করতে হবে, যদি বাড়ির পাশে গঙ্গা স্নানের ব্যবস্থা না থাকে, তাহলে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে গঙ্গাস্নানের বিধিটি করে নেবেন। গঙ্গাস্নান করার সময়। ‘ওম নমঃ নারায়ণে’ বলে স্নান সম্পন্ন করবেন। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন।

 

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা
Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

অর্ঘ নিবেদনে বিশুদ্ধ জল একটি লাল ফুল এবং হাতে তিল রেখে পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে ‘ওম নমঃ নারায়ণে’ মন্ত্রটি বলে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন ।এরপর মাঘী পূর্ণিমার পুজো শুরু করবেন। ঠাকুর ঘরে বা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু অথবা মা লক্ষ্মীর কোন ছবিতে এই পূজা সম্পন্ন করতে পারবেন।

 

পুজোর সামগ্রী

পুজোর সামগ্রী: মাঘী পূর্ণিমা পূজার জন্য সামগ্রী গুলি হল চরণামৃত, পান, তিল , সাদা চন্দন(white sandalwood) , কুমকুম বা সিঁদুর, ফল, ফুল , পঞ্চগব্য, সুপারি এবং দূর্বা ঘাস ইত্যাদি পূজোর সামগ্রী আবশ্যক। এই পুজোয় ঘট প্রদান করা হয় না । পুজোতে বসার আগে সর্বপ্রথম সামান্য গঙ্গার জল ছিটিয়ে ওম বিষ্ণু, ওম বিষ্ণু ,ওম বিষ্ণু , তিনবার এই মন্ত্রের উচ্চারণে পূজা শুরু করবেন।

 

Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা
Maghi Purnima 2023 || মাঘী পূর্ণিমার পূজা

এই পুজোতে তুলসী পাতা (Tulasī pātā) ভোগে বা প্রসাদে দিতে কখনো ভুলবেন না। এই পুজো করার সময় যেকোনো দ্রব্য ভগবানকে অর্পিত করার সময় ‘ঔঁ নমঃ নারায়ণঃ’ বলে সামগ্রিক অর্পিত করবেন। পুজো সম্পূর্ণ পর ধূপ – ধূনো, কপূর সহযোগে আরতি করবেন । তারপরে নত মস্তক হয়ে প্রণাম করবেন আর সমস্ত ভুল ভ্রান্তি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন। তারপরে এই পুজোটি সম্পূর্ণ করবেন।

 

Pratidin24ghanta.com

 

RELATED ARTICLES

Most Popular

close